বৃষ্টি
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৫ আগস্ট, ২০১৪, ০৮:৪২:৩৭ রাত
অঝর ধারায় ঝরছেই কেবন বৃষ্টি
কাদা-পানিতে চুপসাই যেন কৃষ্টি ।
ঝমঝমাঝম শব্দের মাঝে
কুয়াশা ভরা দৃষ্টি,
সুর মিলিয়ে ছন্দের তালে
কি অপরূপ সৃষ্টি ।
মন ভুলানো দৃশ্য
হাজার কৃষক নি:স্ব ।
কেউবা হয় ভাঙ্গনের স্বীকার
ইহাই বাংলাদেশের কালচার ।
রচনাকাল:১৫/০৮/২০১৪
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসহ্য লাগে বৃষ্টি
যেমন খাইনা মিষ্টি
তবুও থামতে চাইনা বৃষ্টি
আমার মনে হয় আপনার শুভ কাজটি অতিসত্বর সেরে নেওয়া দরকার!! <:-P
তারচেয়েও বেশী ভালো লাগে ভিজতে!!!
আমার মনে হয় আপনার শুভ কাজটি অতিসত্বর সেরে নেওয়া দরকার!!<:-P <:-P
আমার মনে হয় আপনার শুভ কাজটি অতিসত্বর সেরে নেওয়া দরকার!! <:-P <:-P
(কেউ না আবার কয় শোকে! কানতাসে আকাশ)
ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ
এখন ভিজতে পারিনা, অল্প ভিজলেও অসুখ করে । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন