হয় ব্লগে কোন কবি নেই অথবা মডুদের মনে রস নেই...Big Grin Big Grin

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ জুন, ২০১৪, ১১:৩৯:৫২ সকাল

ব্লগে এত কবিতা আসে কিন্তু কোন সময় কোন কবিতা ষ্টিকি হতে দেখলাম না । ঘঠনা কি ?

অনেক চিন্তা করে দেখলাম কবিতাগুলো কি আধো কবিতার সূত্রে পড়েনা ? নাকি মডুরা কবিতা বুঝেনা ?

আমার জানামতে ব্লগে কয়েকজন জাত কবি আছেন,

শাহ আলম বাদশা, সুমন্দ আখন্দ, ড.মাহফুজুর রহমান আখন্দ এদের কে মোটামোটি জাত কবি বলা যায় ।

আরো কয়েকজন ব্লগার বেশ ভাল মানের কবিতা লিখেন বলেই আমার বিশ্বাস ।

যারা কবিতা নিয়ে চিন্তা গবেষণা করবেন তারা আমার চেয়ে ভাল জানবেন ।

অনেক নবীন কবি আছেন যারা কবিতা লিখতে চেষ্টা করেন । এখন মানসম্মত না হলেও ঠিকমত উৎসাহ পেলে এবং গঠনমূলক সমালোচনা পেলে একসময় মানসম্মত কবিতা উপহার দেবেন বলেই আমার বিশ্বাস।

মাঝে মাঝে কবিতা ষ্টিকি করলে ব্লগের মান কমবে এটা আমি বিশ্বাস করতে রাজি নই.........

Good Luck

গতকালের পোষ্ট:

বাংলাদেশের সাগর কন্যা Roseসেন্ট মার্টিন Rose বা Roseনারিকেল জ্বিনজিরা Rose ভ্রমন

Good Luck

বিষয়: বিবিধ

১৪৬০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

229400
০২ জুন ২০১৪ সকাল ১১:৪৩
egypt12 লিখেছেন : মডুরা কবিতা বোঝে না phbbbbt Broken Heart
০২ জুন ২০১৪ সকাল ১১:৫৬
176116
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কিন্তু মডুরা কবিতা না বুঝলে কবিতা বুঝে এরকম লোককে মডারেশন টিমে অন্তর্ভূক্ত করা উচিত । কারন কবিতা অল্প কথায় যা বুঝাতে পারে অন্যকোন সাহিত্য তা পারেনা । কবিতার শক্তি অনেক তীব্র....
০৪ জুন ২০১৪ সকাল ০৮:৫৬
177041
egypt12 লিখেছেন : তবু তারা বোঝেনা-রে হায়
রাগে আমার পিত্ত জ্বলে যায় Frustrated
229404
০২ জুন ২০১৪ সকাল ১১:৪৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : কবিতার সাথে কবিতার সুর যোগ করা হয়না, তাই হয়ত এই সমস্যা। আগের যুগে শিল্পীরা গান গাইত, শিল্পীকে চোখে দেখার সুযোগ ঘটত না। পাকিস্তানের বিখ্যাত শিল্পী শামশাদ বেগমকে কোন শ্রোতা চোখে দেখেছেন দাবী করতে পারবেনা।

ছোট কালেই শিল্পী বশির আহমদের গান গাইতাম, শিল্পীকে টিভিতে দেখেছি কলেজ জীবনে এসে! আবদুল আলীম কে তো দেখিই নাই।

যাক, বর্তমানে শিল্পীদের গান গাইলে চলেনা। যত বড় শিল্পীই হোক শরীরের ভাঁজ গুলোকে উলট পালট করে দর্শকদের সামনে উপস্থাপন না করলে বাজার দর হারাতে হয়।

তাই বলছি কি, কবিতা লিখার পরে, সূর, তাল, লয়, স্বর ইত্যাদি সহ বিস্তারিত লিখবেন। দেখবেন একটি কবিতার পোষ্ট লটকে গেছে।
০২ জুন ২০১৪ সকাল ১১:৫৩
176114
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : টিপু ভাই আমার মনে হয় কবিতার সাথে বাদ্যযন্ত্র যোগ করতে হবে । কি বলেন ?

০২ জুন ২০১৪ দুপুর ১২:০৮
176123
গোলাম মাওলা লিখেছেন : হি হি ম ভাই নাকে মডু পেনেলে, চাই

হা হা হা সূর, তাল, লয়, স্বর ইত্যাদি সহ বিস্তারিত লিখবেন। দেখবেন একটি কবিতার পোষ্ট লটকে গেছে।Crying Crying Crying Crying Crying
229407
০২ জুন ২০১৪ সকাল ১১:৪৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০২ জুন ২০১৪ সকাল ১১:৫৬
176118
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ।Good Luck
229420
০২ জুন ২০১৪ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কবিতা ষ্টিকি করলে যদি আবার কবিদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়!!!
সে ভয়েই বোধ হয় মডুরা কবিতা ষ্টিকি করেনা। তাছাড়া মডুরা প্লেটোর তত্বে বিশ্বাসি ও হতে পারে।
০২ জুন ২০১৪ দুপুর ১২:০৮
176124
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বলিদের মাঝে যদি লড়াই হয় সেটা হয় বলিখেলা আর কবিদের মাঝে লড়াই হলে হবে কবিখেলা
আমরা না হয় কবিখেলা উপভোগ করবো, তবুও কবিতা ষ্টিকি হোক সেটা চাই....Good Luck
229421
০২ জুন ২০১৪ দুপুর ১২:০১
০২ জুন ২০১৪ দুপুর ১২:০৮
176125
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck
০২ জুন ২০১৪ দুপুর ১২:১২
176132
প্যারিস থেকে আমি লিখেছেন : তয় ব্লগে লেখা স্টিকি করনের লাগি একটা মেয়েলি নামের নিক দরকার।
০২ জুন ২০১৪ দুপুর ১২:১৮
176134
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনি সুদুর প্যারিস থেকে এতদামী কথা বলার জন্য আপনাকে গোলাপী শুভেচ্ছা । একেবারে কলি থেকে ফুলি....Applause Applause

০২ জুন ২০১৪ দুপুর ০১:৩১
176177
egypt12 লিখেছেন : তয় ব্লগে লেখা স্টিকি করনের লাগি একটা মেয়েলি নামের নিক দরকার। এক্কেরে হাচা কতা Surprised
০২ জুন ২০১৪ দুপুর ০২:১৯
176198
ইমরান ভাই লিখেছেন : হিজরা হলে পোস্ট স্টিকি.. Broken Heart Broken Heart Tongue Tongue
229434
০২ জুন ২০১৪ দুপুর ১২:২২
মুর্শিদউল আলম লিখেছেন : দেশটা জুড়ে হচ্ছে কি ভাই

মউয়া গুপ্ত


দেশটা জুড়ে হচ্ছে কি ভাই
নেইতো চোখে ঘুম
জলজ্যান্ত মানুষগুলো
হয়ে যাচ্ছে গুম!

গুমোট হাওয়ায় উড়ছে কথা
সারবত্তা তার এই
দেশটা নাকি মুগের মুল্লুক
আম জনতার নেই!

পালের গোদা খোদার খাসী
‘র’ এর দালাল, তাই
পরের দেশে ‘প্রণয়’ খোঁজে
নিজের দেশে নাই!

এই সুযোগে চোর চামারে
করছে হরি লুট
দেশ দরদী সুনাগরিক
খাচ্ছে মামলা ঝুট!

ঘুষ না দিলে পঙ্গু করে
বুলেট্ করে পুশ
খুন খারাবি হর হামেশা
নেই কি কারো হুশ?


এমনি করে চলবে কদিন
বলতে পারো কেউ
জেগে উঠুক আম জনতার
জোয়ার ভরা ঢেউ!
০২ জুন ২০১৪ দুপুর ১২:২৬
176136
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেক সুন্দর কবিতা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ ।Good Luck Good Luck
০২ জুন ২০১৪ দুপুর ০২:০৯
176189
গোলাম মাওলা লিখেছেন : স্টিকি করা হোক
229447
০২ জুন ২০১৪ দুপুর ১২:৩৭
সিটিজি৪বিডি লিখেছেন : Kobitai ros nai bole ...lotkano hoina
০২ জুন ২০১৪ দুপুর ১২:৪৭
176149
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কবিতার রস না থাকলেতো কবিতাই হবেনা । আসল কথা হচ্ছে দায়িত্বরত মডুদের মনে রস নেই । কবিতা পাগল অন্তত একজন মডু টিমে থাকা উচিত মনে করি Happy
229456
০২ জুন ২০১৪ দুপুর ১২:৪৬
দ্য স্লেভ লিখেছেন : কবি হিসেবে আমার নামটা না আসাতে মাইন্ড খাইলাম। ক্ষোভে সারারাত অনসনে যাব ভাবছি। .....ভুনা ভিচুড়ী,গরুর মাংস এবং ডিমভাজি যথেষ্ট খাওয়া হয়েছে.....
০২ জুন ২০১৪ দুপুর ১২:৫১
176156
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : অনেককিছু খেয়েছেন এবার তরমুজ খান

229457
০২ জুন ২০১৪ দুপুর ১২:৪৭
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আমার লিখা একটি কবিতা । পড়লে খুশী হবো।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7622/estiak/46402#229425
০২ জুন ২০১৪ দুপুর ১২:৫৪
176158
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর হয়েছে আপনার কবিতা ।
১০
229458
০২ জুন ২০১৪ দুপুর ১২:৪৮
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Good Luck
০২ জুন ২০১৪ দুপুর ১২:৫৫
176159
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : কি কবি ভাই, কোন মন্তব্য নেই কেন ? শুধু লাইক দিলে হবে ?:Thinking
০২ জুন ২০১৪ দুপুর ০২:৪৭
176217
চোরাবালি লিখেছেন : পিকটাই একটা মন্তব্য
১১
229490
০২ জুন ২০১৪ দুপুর ০১:৪৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমি কখনো আমার কবিতাগুলোকে কবিতা দাবি করিনি। সবসময় নকবিতা বলি। তবে ব্লগে অনেক ভালো ভালো কবি আছে যারা চমৎকার চমৎকার কবিতা লিখে। আপনি যাদের নাম দিলেন তারা হয়তো অনেক বড় কবি কিন্তু তাদের ভালো কবিতা ব্লগে তেমন একটা আমার চোখে পড়েনি। আর হয়তো মড়ুরা কবিতা কম বুঝে বিদায় কবিতা নিয়ে তেমন একটা ভাবে না। ননদ ভাবির এত কিস্সা কবিতা লটকানোর জায়গা কই?
পোস্ট ইস্টিকির ব্যাপারে অনেক বলেছি এখানে আর বলবো না। আম‍ার ‘কিউটি বাথরুম (একটি কাল্পনিক ছবি ব্লগ)’ লেখাটি পড়ার আমন্ত্রণ। এটি পড়লে যে কেউ মোটামুটি বুঝতে পারে কোন ধরনের পোস্ট এখানে ইস্টিকি হয়। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য।
০২ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
176282
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ অনেক লম্বা মন্তব্য করার জন্য ।Good Luck
০৩ জুন ২০১৪ সকাল ১১:২৭
176647
আব্দুল গাফফার লিখেছেন : আমি মডু বলছি অচিরেই আপনাকে ঝুলানো হবে ।Tongue Winking
০৩ জুন ২০১৪ দুপুর ০১:২২
176682
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যে আদালতেই ঝুলানোর রায়টা লেখা হোক তা অবশ্যই ২ নাম্বার হবে, কারণ এদেশের আদালত এখন গরুর গোয়ালের মত। সেটা মডুদের আদালত হোক, হাসিনার আদালত হোক...হাহাহাহাহা
১২
229514
০২ জুন ২০১৪ দুপুর ০২:১৩
পবিত্র লিখেছেন : Thinking Thinking Day Dreaming Day Dreaming Day Dreaming
০২ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
176283
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
১৩
229521
০২ জুন ২০১৪ দুপুর ০২:২০
ইমরান ভাই লিখেছেন : বাহার ভাই, আপনার এনিমেশনের পোস্টগুলো স্টিকি হওয়া উচিত ছিল।
Worried Worried Broken Heart Broken Heart Rose Rose
০২ জুন ২০১৪ বিকাল ০৪:৪৬
176303
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মডুরা করেনাইতো........।
Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
১৪
229545
০২ জুন ২০১৪ দুপুর ০২:৪৮
চোরাবালি লিখেছেন : আমার তো মনে হয় মডুরা বসেন হয়তো কালেভদ্রে
০২ জুন ২০১৪ রাত ০৮:০২
176389
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমার সেটা মনে হয়না । মডারেশান টিমে কবিতা প্রেমিক নেই বলেই মনে হয় ।Angel Good Luck
১৫
229560
০২ জুন ২০১৪ দুপুর ০৩:২০
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : চলেন সপ্তাহে দুই এক দিন কবিতার আসর বসাই ব্লগে।
০৩ জুন ২০১৪ সকাল ১১:৩৪
176659
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনার প্রস্তাব খারাপ না, কবিরা রাজি হলে করা যেতে পারে । কিন্তু মডুরা অসহযোগীতা করতেছে বলে মনে হচ্ছে । কয়েকজন ব্লগারকে ফেসবুক থেকে অনেক অনুরোধ করেও আনতে পারলাম না । উনারা ব্লগের উপর অভিমান করে আছে ।
১৬
229594
০২ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
নোমান২৯ লিখেছেন :






মডারেটর ভাইয়া-
স্টিকি পোস্টে কবিতার অন্তর্ভূক্তি চাই ।
ধন্যবাদ ভাইয়া ।
০২ জুন ২০১৪ বিকাল ০৪:৩২
176297
সন্ধাতারা লিখেছেন : I totally agree 100/ with you bahar Bhai
০৪ জুন ২০১৪ সকাল ১১:২৬
177073
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আপনাদের দু’জনকেই আন্তরিক ধন্যবাদ ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File