হয় ব্লগে কোন কবি নেই অথবা মডুদের মনে রস নেই...
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০২ জুন, ২০১৪, ১১:৩৯:৫২ সকাল
ব্লগে এত কবিতা আসে কিন্তু কোন সময় কোন কবিতা ষ্টিকি হতে দেখলাম না । ঘঠনা কি ?
অনেক চিন্তা করে দেখলাম কবিতাগুলো কি আধো কবিতার সূত্রে পড়েনা ? নাকি মডুরা কবিতা বুঝেনা ?
আমার জানামতে ব্লগে কয়েকজন জাত কবি আছেন,
শাহ আলম বাদশা, সুমন্দ আখন্দ, ড.মাহফুজুর রহমান আখন্দ এদের কে মোটামোটি জাত কবি বলা যায় ।
আরো কয়েকজন ব্লগার বেশ ভাল মানের কবিতা লিখেন বলেই আমার বিশ্বাস ।
যারা কবিতা নিয়ে চিন্তা গবেষণা করবেন তারা আমার চেয়ে ভাল জানবেন ।
অনেক নবীন কবি আছেন যারা কবিতা লিখতে চেষ্টা করেন । এখন মানসম্মত না হলেও ঠিকমত উৎসাহ পেলে এবং গঠনমূলক সমালোচনা পেলে একসময় মানসম্মত কবিতা উপহার দেবেন বলেই আমার বিশ্বাস।
মাঝে মাঝে কবিতা ষ্টিকি করলে ব্লগের মান কমবে এটা আমি বিশ্বাস করতে রাজি নই.........
গতকালের পোষ্ট:
বাংলাদেশের সাগর কন্যা সেন্ট মার্টিন বা নারিকেল জ্বিনজিরা ভ্রমন
বিষয়: বিবিধ
১৪৬০ বার পঠিত, ৪৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাগে আমার পিত্ত জ্বলে যায়
ছোট কালেই শিল্পী বশির আহমদের গান গাইতাম, শিল্পীকে টিভিতে দেখেছি কলেজ জীবনে এসে! আবদুল আলীম কে তো দেখিই নাই।
যাক, বর্তমানে শিল্পীদের গান গাইলে চলেনা। যত বড় শিল্পীই হোক শরীরের ভাঁজ গুলোকে উলট পালট করে দর্শকদের সামনে উপস্থাপন না করলে বাজার দর হারাতে হয়।
তাই বলছি কি, কবিতা লিখার পরে, সূর, তাল, লয়, স্বর ইত্যাদি সহ বিস্তারিত লিখবেন। দেখবেন একটি কবিতার পোষ্ট লটকে গেছে।
হা হা হা সূর, তাল, লয়, স্বর ইত্যাদি সহ বিস্তারিত লিখবেন। দেখবেন একটি কবিতার পোষ্ট লটকে গেছে।
সে ভয়েই বোধ হয় মডুরা কবিতা ষ্টিকি করেনা। তাছাড়া মডুরা প্লেটোর তত্বে বিশ্বাসি ও হতে পারে।
আমরা না হয় কবিখেলা উপভোগ করবো, তবুও কবিতা ষ্টিকি হোক সেটা চাই....
মউয়া গুপ্ত
দেশটা জুড়ে হচ্ছে কি ভাই
নেইতো চোখে ঘুম
জলজ্যান্ত মানুষগুলো
হয়ে যাচ্ছে গুম!
গুমোট হাওয়ায় উড়ছে কথা
সারবত্তা তার এই
দেশটা নাকি মুগের মুল্লুক
আম জনতার নেই!
পালের গোদা খোদার খাসী
‘র’ এর দালাল, তাই
পরের দেশে ‘প্রণয়’ খোঁজে
নিজের দেশে নাই!
এই সুযোগে চোর চামারে
করছে হরি লুট
দেশ দরদী সুনাগরিক
খাচ্ছে মামলা ঝুট!
ঘুষ না দিলে পঙ্গু করে
বুলেট্ করে পুশ
খুন খারাবি হর হামেশা
নেই কি কারো হুশ?
এমনি করে চলবে কদিন
বলতে পারো কেউ
জেগে উঠুক আম জনতার
জোয়ার ভরা ঢেউ!
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/7622/estiak/46402#229425
পোস্ট ইস্টিকির ব্যাপারে অনেক বলেছি এখানে আর বলবো না। আমার ‘কিউটি বাথরুম (একটি কাল্পনিক ছবি ব্লগ)’ লেখাটি পড়ার আমন্ত্রণ। এটি পড়লে যে কেউ মোটামুটি বুঝতে পারে কোন ধরনের পোস্ট এখানে ইস্টিকি হয়। আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার জন্য।
মডারেটর ভাইয়া-
স্টিকি পোস্টে কবিতার অন্তর্ভূক্তি চাই ।
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন