কিছু শোষক চুষে নিচ্ছে মধ্যবিত্তের রক্ত .. Skull Skull

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২১ মে, ২০১৪, ০৪:৩৭:৪৪ বিকাল

কিছু শোষক চুষে নিচ্ছে মধ্যবিত্তের রক্ত

কিছুদিন আগে আমি দোকানে থাকাবস্থায় দুপুরের দিকে এক সুদর্শন যুবক আমার দোকানে প্রবেশ করলেন। এরপর জিজ্ঞেস করলেন স্যার লোন লাগবে ? আমি তাকে বসতে বলে জিজ্ঞেস করলাম কোত্থেকে এসেছেন।

সে বলল এই পাশেই আমাদের অফিস।

কিসের অফিস ?

আমরা লোন দেই ।

কি রকম লোন ?

প্রথম পর্যায়ে ২৫ হাজার টাকা দেব ৩ মাসের জন্য ।

ইন্টারেষ্ট কি রকম ।

৩৬% ।

যেমন?

৩ মাসের জন্য ২৫ হাজার টাকা লোন দেয়া হবে, সাথে ৯ হাজার টাকা যোগ করে প্রতিদিন সমান কিস্তিতে আসল সহ কিস্তি আদায় করা হবে ।

অর্থাৎ আজকে টাকা দিবে আর কালকে থেকেই নেয়া শুরু করবে আসল সুদ এক সাথে। এভাবে ভোক্তা ব্যবহারিত টাকার উপর সুদ হিসাব করলে ১৬০% এর চেয়ে বেশী পড়ে । একাউন্টস এর ছাত্র/ছাত্রীরা সঠিক হিসাব বের করতে পারবেন ।

এই যে এসব ব্যাঙ এর ছাতার মত গজিয়ে উঠা অর্থলগ্নী প্রতিষ্ঠানগুলো এদের কোন সরকারী অনুমোদন নেই। এরা বিপদগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীকে লোনের ফাদে আটকে চুষে চুষে শেষ করে দিচ্ছে।

একটি লোনের বিপরীতে জামানত, সার্ভিসচার্জ, রিস্কফান্ড, ষ্ট্যাম্প সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে একটি এমাউন্ট এরা কেটে রাখে। ক্ষুদ্র ও মাঝারীক্ষুদ্র ব্যবসায়ীরা অনেকে বিপদে পড়েই এদের থেকে লোন নেয় । তাতে ওদের সমস্যা ক্ষনিকের জন্য সমাধান হলেও কিছুদিনের মধ্যেই টেনশন আরো বড় আকার হয়ে ধরা পড়ে।

এরা সাদা ষ্ট্যাম্পে দস্তখত, ছবি, খালি চেকে দস্তখত, গ্যারান্টিসহ বিভিন্ন ভাবে গ্রাহকদেরকে জিম্মি করে রাখে। দুঃখজনক হচ্ছে এরা নিজেদের আয়ের উপর সরকারকে পর্যাপ্ত ভ্যাট, টেক্স দেয়না।

আসল কথা হচ্ছে এরা যে সিস্টেমে জনগণের সাথে টাকার লেনদেন করে সেরকম লেনদেন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কোন অনুমোদন তাদের কাছে নেই।

অথচ এগুলো দেখারও যেন কেউ নেই । বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কড়াকড়ির কারণে সিডিউল ব্যাংকগুলো থেকে ব্যবসায়ীরা ঠিক মত লোন পাচ্ছে না । এই সুযোগে অনেক বেসরকারী অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান টু-পাইস হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে সিন্ডিকেট করে কোন অফিস/সাইনবোর্ড ছাড়াই এভাবে ব্যবসা করে যাচ্ছে । ওদের খপ্পরে পড়ে ফতুর হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ।

সকল বন্ধুরা যাতে এই শোষক শ্রেণী থেকে মুক্ত থাকতে পারেন এই কামনা করি ।

আর এই বিষয়ের দিকে আশু নজর দেয়া জরুরী মনে করি।

বিষয়: বিবিধ

১৫১৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224201
২১ মে ২০১৪ বিকাল ০৪:৪১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এক কথায় এরা ডাকাত।
২১ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
171462
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : না, ডাকাত বললে এদেরকে কম বলা হবে । ডাকাতে ডাকাতি করে একদিন, এরা করে প্রতিদিন । ধন্যবাদ আপনাকে গ্যাঞ্জাম না করার জন্য Applause Applause
224208
২১ মে ২০১৪ বিকাল ০৪:৪৭
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আজকাল তো এসবি চলছে দেশে। এক পক্ষ মেরেধরে খেয়ে বড় লোক হচ্ছে আরেকপক্ষ গরীব হতে হতে ভিক্ষুক বনে যাচ্ছে। আপনার সতর্কমূলক পোষ্টের জন্য আমারপক্ষ থেকে এক রাশ শুভেচ্ছা এবং এটা ফ্রি Kiss Kiss
২১ মে ২০১৪ বিকাল ০৪:৫৩
171467
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : যারা মাথার ঘাম পায়ে ফেলে ব্যবসা করে কিছু মুনাফা করছে ওগুলো শোষক শ্রেণী চুষে নিয়ে যাচ্ছে । ক্ষুদ্র ব্যবসায়ীর অভাব ওভাবেই থেকে যাচ্ছে....
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য ।Good Luck
224214
২১ মে ২০১৪ বিকাল ০৫:০০
প্রবাসী আশরাফ লিখেছেন : আর সবচেয়ে বড় কথা হলো ধর্মীয় দৃষ্টিকোন থেকে একটি হারাম লেনদেন। যত সমস্যাই থাকুক হারামের মাধ্যেমে সমস্যা সমাধানের চাইতে বিকল্প খোঁজা উচিত।

আর এই উচ্চসুদে মাইক্রো ক্রেডিট সিস্টেম আমাদের মধ্যেবিত্ত/নিন্মবিত্তদের নি:শেষ করে দিচ্ছে।
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৮
171484
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এখানে অবশ্য কিছু সীমাবদ্ধতা আছে । যারা সুদের ভিত্তিতে দিচ্ছে তারা কিন্তু সহজ ভাবেই লোন গুলো দিচ্ছে ।
বিকল্প হিসেবে ইসলামী শরীয়াহ মোতাবেক যারা দিচ্ছে তারা সহজে ব্যবসায়ীদেরকে লোন দিচ্ছে না ওদের মত । ফলে অনেকে বাধ্যহয়ে ‍সুদী লেনদেনে জড়িয়ে পড়ে ।
224219
২১ মে ২০১৪ বিকাল ০৫:০৭
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চরম বাস্তবতা ফুটে উঠেছে। প্রতিটি মানুষ যদি নীতিনৈতিকতা বিরোধী কাজ করে সেখানে সরকারের একবার পক্ষে সবকিছু দেখা সম্ভব হয় না।
২১ মে ২০১৪ বিকাল ০৫:১১
171487
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : আমাদের দেশের অবস্থা হচ্ছে আমরা যার যার অবস্থানে সৎ নই । যে যেভাবে পারে গ্রাহককে শোষণ করার চেষ্টা করি আমরা । এই মানসিকতা পাল্টাতে হবে । ভোগ বিলাসী না হয়ে ত্যাগ বিলাসী হওয়ার জন্য নতুন প্রজন্মকে নীতি নৈতিকতার সবক দেয়া খুবই জরুরী হয়ে পড়েছে ।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে প্লাসিত ধন্যবাদ ।Good Luck (~~)
224228
২১ মে ২০১৪ বিকাল ০৫:১৫
প্রেসিডেন্ট লিখেছেন : আপনি বুঝতে পারছেন, ধন্যবাদ। কিন্তু অনেক শিক্ষিত লোকও কারসাজিটা ধরতে পারেনা।
২১ মে ২০১৪ বিকাল ০৫:১৭
171490
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : প্রেসিডেন্ট সাহেব আপনি হিসাব করে দেনতো আসলে ওরা কত পার্সেন্ট নিচ্ছে । আমার মনে হয় সঠিক হিসাব করলে ২০০ পার্সেন্টের উপরে হবে ।:Thinking
224242
২১ মে ২০১৪ বিকাল ০৫:৪৯
ভিশু লিখেছেন : সুদ তো স্পষ্ট এবং সম্পূর্ণ নিষিদ্ধ!
আর এর মাধ্যমে শোষণ রুখবে কে?
এই লোপাটকারী নেতৃত্ব?!
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:০২
171502
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ব্লগার মানে জাতির জন্য জাগ্রত বিবেক । যাদের লিখার সুযোগ আছে তারাই তো এসব অনিয়ম সমূহ তুলে ধরবে । হতাশ হলে চলবে না । নতুন প্রজন্ম থেকে নতুন নেতৃত্ব তুলে আনতে হবে । Good Luck
224263
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
বিদ্যালো১ লিখেছেন : Shud shudi nipat jaak,
Daridrota mukti paak.
২২ মে ২০১৪ দুপুর ১২:০১
171803
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : শোষন-নিপিড়ন নিপাত যাক
দারিদ্রতা মুক্তি পাক....Good Luck
224266
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কত ধরনের দান্ধাবাজ যে এই বাংলাদেশে আছে আল্লাহ মালুম।
২২ মে ২০১৪ দুপুর ০২:৫৭
171913
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : এদের বিরুদ্ধে সোচ্ছার না হলে ওরা রক্ত চুষতেই থাকবে । ধন্যবাদ আপনাকে ।Good Luck
224284
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:২১
মোঃ আবু তাহের লিখেছেন : এদের চটকদারী কথায় সবচেয়ে বেশি প্রতারিত হয় সাধারণ মানুষ। সত্যিই এরা মানুষের রক্ত চুষে খাচ্ছে।
২৩ মে ২০১৪ সকাল ০৯:৪০
172142
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে প্লাসিত ধন্যবাদ ।Good Luck
১০
224303
২১ মে ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা হচ্ছে নিয়ন্ত্রিত এবং বৈধ ব্যবস্থাতে ঋন নেয়া কে এত কঠিন করা হয়েছে যে এই সুযোগে এই ধরনের অনঅনুমোদিত সংস্থাগুলি বিশাল ব্যবসা ফেঁদে বসেছে। এই ধরনের ঋন আগে সহজ শর্তে ব্যাংকগুলি থেকে পাওয়া যেত কিন্তু এখন বিভিন্ন ভাবে একে অতি কঠিন করে ফেলা হয়েছে।
২৪ মে ২০১৪ সকাল ১০:৪২
172452
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সিডিওল ব্যাংক এর লোন পাওয়া দু:সাধ্য হওয়ার কারনে ব্যবসায়ীরা অতিমুনাফা খোরী লোভী প্রতিষ্ঠানের কাছে যেতে বাধ্য হচ্ছে । ফলে সারাবছর ব্যবসা করেও লাভের অংশ ঘরে তুলতে পারছে না । আপনাকে ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য ।Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File