বন্ধুদের কাছে একটি পরামর্শ চাই
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ১৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:২৫:৫২ দুপুর
চট্টগ্রামে আমাদের আইটেমের ব্যবসায়িদের একটি এসোসিয়েশন আছে যার নাম পিভিসি ডোর মার্চেন্ট এসোসিয়েশন-চট্টগ্রাম মহানগর
ঐ এসোসিয়েশনের ব্যানারে আমরা গত দুই বছর কক্সবাজার সৈকত ভ্রমনে গিয়ে বেশ আনন্দ উৎফুল্ল করেছি । এবছরও আমরা সেরকম সৈকত ভ্রমন করতে সিদ্ধান্ত নিয়েছি।
গত ৭ই ফেব্রুয়ারী কালিগঞ্জ ইন্ডাষ্ট্রিয়াল পার্ক ভ্রমন প্রোগ্রাম ছিল বলে করতে পারিনি । পরবর্তীতে আমাদের কারো না কারো সমস্যার কারনে ফেব্রুয়ারীতে করা হচ্ছে না ।
আমি কাজে বিশ্বাস করি ।
এসোসিয়েশনে আমার পরামর্শ ছিল আমরা সৈকত ভ্রমনের পাশাপাশি সমুদ্রতীরবর্তী দরিদ্র শীতার্তদের কম্বল বিতরন করবো।
কক্সবাজার আমরা অনেকেই যাই, হাজার হাজার টাকা খরছ করে আসি । সেখান থেকে অল্পটাকা অপচয় রোধ করে আমরা দারিদ্রপীড়িত মানুষের পাশে দাড়াতে পারি । দরকার শুধু ইচ্ছা শক্তির ।
কেউ যদি সুন্দর করে শুরু করতে পারে তাহলে অনেকেই এটাকে ফলো করতে পারবে।
এখন আমি যে বিষয়ে পরামর্শ চাচ্ছি তা হচ্ছে:
আমাদের প্রোগ্রাম হতে পারে মার্চ মাসে যখন শীত থাকবে না ।
মার্চ মাসে শীতের কম্বল দেয়া মানে অপাত্রে কন্যা দানের মতই হবে।
তখন আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে কি নিয়ে দাড়াতে পারি ?
তখন আমরা কি দিতে পারি ?
আশা করি মতামত ব্যক্ত করে পরামর্শ দিবেন ।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর পর্যটক বান্ধব পরিবেশ তৈরি ও সৈকত এর দূষণ রোধ এর জন্য আমরা একটি মানববন্ধন করতে পারি।
আমরাও কক্সবাজার ফ্যামেলিসহ যাওয়ার চিন্তা করছি...
১.পরনের কাপড়
২.শিক্ষা সামগ্রীর
৩.স্বাস্থ্য রক্ষার উপকরন
৪.খাদ্য
এই জিনিসগুলো দেয়া যেতে পারে । অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনাকে আবারো ধন্যবাদ ।
তখন তো আর শীত থাকবে না তাই দরিদ্রদের মাঝে পোশাক বিতরন অথবা চাউল বিতরন করলে কেমন হয়?
ব্যবসায়ীদের সাথে আপনাদের ভাল লাগবে না ।
আপনাকে মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ, আপনার প্রোপিকটি সুন্দর হয়েছে ।
বাহার ভাই আপনাকে অনেক ধন্যবাদ।
ভাল হত যদি কক্সবাজারের ব্লগার সাইফুল ইসলাম কক্স, ব্লগার কানাফরিদ, আরো যারা কক্সবাজারের আছেন তারা মন্তব্য করে পরামর্শ দিলে ।
আপনাকে ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই ।
আপনি কি আমার বন্ধু নন ?
পরামর্শ দিবেন না ?
পথের পাশে যত মা আর অবহেলিত শিশু ,
ঘরমুখো করবই তাদের তৌফিক দাও হে প্রভূ।
একজন ভাল ডাক্তার নিয়ে একদিনের জন্য ফ্রি চিকিৎসা দিতে পারেন চিকিৎসার সাথে সাথে ঔষধ গুলো কিনে দিলে ভাল হয় । এ ছাড়া এখন বছরের প্রথম দিক এই ওখানকার স্কুলে গিয়ে তাৎক্ষনিক ভাবে খোজ নিয়ে গরিব ছেলেমেয়েদের জন্য বই ও খাতা কিনে দেওয়া যায় । এ ছাড়া বর্তমানে চালের ও ডালের দাম বেশি জন প্রতি দুই-চার কেজি চাল ও এক কেজি ডাল দিতে পারেন।
ডাক্তারের বিষয়টি হলে আমাদেরকে ওখানে সময় দিতে হবে বেশী ।
দু’দিনের সফরে যাব, তাই সময় বেশী দেয়া যাবেনা। আপনার পরের পরামর্শগুলো বিবেচনায় আনা যায় । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
সৈকতে ছোট ছোট ছেলেমেয়েগুলির জন্য ভাল কাপড় এবং শিক্ষা সামগ্রি দেয়াই মনে হয় ভাল হবে। তবে এই ব্যাপারে আগে স্থানিয় পরিচিত দের সাথে আলাপ করে নেয়া উচিত হবে যাতে অপাত্রে দান না হয়।
আগে স্থানিয় পরিচিত দের সাথে আলাপ করে নেয়া উচিত হবে যাতে অপাত্রে দান না হয়।
মহানবী (সা ভিক্ষুককে ভিক্ষা না দিয়ে কুঠার কিনে দিয়েছিলেন, যা ভিক্ষুকের কাঠ কেটে জীবিকা নির্বাহের সহায়ক হয়েছিল। সেই ভিক্ষুক পেয়েছিল অর্থনৈতিক স্বাধীনতা, তাকে আর ভিক্ষাবৃত্তি করতে হয়নি।
চীনদেশের প্রবাদে আছে - 'আপনি আমাকে একটি মাছ দিলেন, আমার একবেলা খাবারের ব্যবস্থা হলো। আপনি যদি আমাকে মাছ ধরার পদ্ধতি শিখিয়ে দেন, তাহলে আপনি আমার সারা জীবনের জন্য মাছ খাওয়ার ব্যবস্থা করলেন।'
গত বছর আমি কক্সবাজারে গিয়ে স্থানীয় রিক্সাচালক ওবায়দুল করিমের যাত্রীসেবা গ্রহণ করি। সে জানিয়েছিল, আগে সে ভাড়ায় রিক্সা চালাতো। তার উপার্জন ছিল খুবই কম। পরিবার পরিজন নিয়ে চলতে তার কষ্ট হতো। পরে এক লন্ডন প্রবাসী পর্যটক তাকে একটি রিক্সা কিনে দেন। তার বদৌলতে সে অর্থনৈতিক স্বাধীনতা পায়।
সেবার আমি ওবায়দুল করিমকে তার পারিশ্রমিক হিসেবে একটি মোবাইল ফোন কিনে দেই। সে জানিয়েছে মোবাইল ফোনটি তার জীবিকা নির্বাহে সহায়ক হয়েছে। এখন তাকে হোটেলের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করতে হয় না। যাত্রীদের কেবল মোবাইল নম্বর দিয়ে আসেন। যাত্রীরাই তাকে কল করে তাকে ডাকে। এতে তার সময় বেঁচেছে, কষ্ট লাঘব হয়েছে, উপার্জনও বেড়েছে। প্রবাসে আসার পরও সে আমাকে ফোন করে কৃতজ্ঞতা জানিয়েছে।
এতকিছু বলার উদ্দেশ্য একটাই। তাহলো, আমরা অনেকেই গরীবদের একবেলা খাবার, কাপড়, চিকিৎসা দেই। কিন্তু পরের বেলার খবর রাখিনা। এভাবে দান করে নাম কামানো যায়, কিন্তু সত্যিকারের উপকার করা হয়না। সত্যিকারের উপকার করতে হলে স্থায়ী উপার্জনের ব্যবস্থা করা উচিত।
or kara kaj shike kiso korte chai tader financial help diya.
আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও । আবার আসবেন ।
মন্তব্য করতে লগইন করুন