প্রিয় চট্টগ্রাম
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৮:৩৫ দুপুর
গতকাল একজনের মোটর সাইকেলের পিছনে বসে দেওয়ান হাট গেছি সিটিসেলের কয়েকটি মোবাইল সেট মেরামত করবো বলে ।
যাবার সময় হাতের ক্যামরার সৎ-ব্যবহার করেছি । আমাদের চট্টগ্রাম আসলেই অনেক সুন্দর । পাহাড়, নদী, সাগর কি নেই চট্টগ্রামে ? আসুন দেখি গত কালের তুলা কয়েকটি ছবি ।
গিয়েছিলাম কাজির দেউরি হয়ে স্টেডিয়ামের পশ্চিম পাশ দিয়ে রেলওয়ে হাসপাতাল হয়ে টাইগার পাস ।
চট্টগ্রামের ভাষায় দৃশ্যমান বড় বড় গাছগুলোর নাম হচ্ছে শিশুগাছ । নামে শিশু হলেও গাছগুলো কিন্তু বুড়োকে হার মানিয়েছে বয়সে । দেখতে কি দৃষ্টি নন্দন দেখুন । সত্যিই সুন্দর । শহরের মাঝে গ্রাম, তার নাম চট্টগ্রাম।
উপরে দেখা যাচ্ছে দেওয়ান হাট ওভারব্রীজ। নীচে দেখা যাচ্ছে রেল লেনের পাশে বসত গড়া ছিন্নমূল বাসীর আবাসিক কুড়ে ঘরগুলো সারিবদ্ধ ভাবে দাড়িয়ে আছে ।
বর্তমানে ঢাকায় চলতেছে আন্তর্জাতিক বানিজ্যমেলা, এর পর শুরু হবে চট্টগ্রাম । তাই চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠকে প্রস্তুত করা হচ্ছে।
যারা এখনও চট্টগ্রাম দর্শন করেননি তাদেরকে প্রিয় চট্টগ্রাম ঘুরে যাবার আমন্ত্রন জানাচ্ছি........
বিষয়: বিবিধ
১৯০৮ বার পঠিত, ৭০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে গিয়ে থাকব কোথায়?
হোটেলে?
অনেক খরচের ব্যাপার।
যদি নিমন্ত্রণ করতেন, তবে এক ঢিলে দুই পাখি।
অনেক ধন্যবাদ।
এত বড় বড় শিশুগাছ থাকতে.... তা দেখলেই মন জুড়াই যাবে ।
মেহমান দারীতে অবশ্য এ্রখনও চট্টগ্রাম বাসী এগিয়ে আছে বলেই আমার বিশ্বাস ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আপনাদের মেহমানদারীতার কথা অনেকের মুখে শুনেছি।
অনেক ধন্যবাদ।
<:-P <:-P <:-P
আশা করছি নিকটতম ভবিষ্যতে আপনাকে পাচ্ছি
অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য প্রিয় ডক্টর সালেহ মতীন ভাই ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
সুন্দর অভিজ্ঞতা সমৃদ্ধ মন্তব্যের জন্য আন্তারিক ধন্যবাদ ।
ধন্যবাদ চট্টগ্রামের স্বচিত্র অবস্থা তুলে ধরার জন্য।
আসলে সাইবার সট ক্যামরার গুনই হচ্ছে চলন্ত গাড়ি থেকে ছবি তুললেও তা পরিস্কার আসবে ।
আপনাকে আবারও ধন্যবাদ ।
হ্যাঁ আমার মায়ের আঁচলের গন্ধ আমিও পাই প্রিয় চট্টগ্রাম থেকে । তাইতো মনে হয় যেন মায়ের কোলেই আছি ।
ক্যামরা সব সময় হাতেই থাকবে ইনশাআল্লাহ ।
দোয়া করবেন ।
উদাস মনে সিটে বসে কিংবা ঝুলে ভাবতাম
ভাবতে ভাবতে ভাবনা আমার একটু গুলে ফেলতাম
অবশেষ কলেজ এলে বাস ছেড়ে আসতাম
কলেজ গিয়ে সিটে বসে আবার সেই ভাবনা
শুধু শুধু ভাড়া লস টিচার ক্লাশ নেইনা
হয়তো মিরু বলতো এসে কিসের এতো ভাবনা
বলতে পারো আমায় খুলে যদি ভাব পর না
প্রিয় বাকপ্রবাস ভাইকে আন্তরিক ধন্যবাদ
দাওয়াত টাওয়াত দ্যান!
আপনাকে ডাবল দাওয়াত । তার আগে কৈপিয়ত দেন ২৩ দিন কোথায় ছিলেন ?
কিন্তু ...
আফসোস লাগে যে, সবচেয়ে সম্ভাবনাময় বিভাগ হয়েও চট্টগ্রাম সেরকম ভাবে ফোকাসড হয় নি ।
প্রাকৃতিক দৃশ্যে চট্টগ্রাম সবার সেরাই হবে ।
চট্টগ্রামে ঢাকার চেয়ে কম পয়সাওয়ালা নেই ।
কিন্তু চট্টগ্রামে সবচেয়ে যে জিনিসটার বড় অভাব তা হলো , চট্টগ্রামে ঢাকার মত কোন Square / LabAid / United / Apollo Hospitals নেই । ফলে বড় কোন অসুখের জন্য তাদেরকে ঢাকাতে দৌড়াতেই হয় ।
বিদেশীদের কাছে কিন্তু চট্টগ্রাম ঢাকার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ।
আপনাদের (চাটগাঁইয়াদের) অবশ্যই এবং অবশ্যই এ দিকটাতে নজর দিতে হবে আপনাদের নিজেদের পেরেশানী কমাবার জন্য ।
''যাবার সময় হাতের ক্যামরার সৎ-ব্যবহার করেছি ''
০ আপনি আপনার ক্যামেরার সৎ ও সদ্ব-ব্যবহার উভয়ই করেছেন ।
বুঝতে পারছি আপনি আমাদের চট্টগ্রামের একজন শুভাকাংখি।
আসলে রাজনৈতিক দলগুলো চট্টগ্রামকে শুধু রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে। চট্টগ্রামকে বানিজ্যিক রাজধানী বলা হলেও চট্টগ্রামে সেরকম কিছুই করা হয়নি।
চট্টগ্রামের মন্ত্রী সব সরকারের আমলেই থাকে কিন্তু তারা শুধু নিজেদের আখের গোছায়...
যতদুর জানি Apollo Hospitals চট্টগ্রামে প্লট এবং অনুমোদন পেয়ে গেছে... আশা করি অন্যগুলোও আসবে ।
চট্টগ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি।
শহরের ভিতর পাহাড়,নদী,সাগর,গ্রাম-তার নাম চট্টগ্রাম।
আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
তার নাম চট্টগ্রাম।
আপনাকেও ধন্যবাদ হাবিবুল্লাহ ভাই।
আমি ঐ দিক দিয়ে যাইনি, আমি গেছি রেলওয়ে হাসপাতাল হয়ে, এদিকে বাঘ ছিলনা ।
যে মোটর সাইকেল চালাচ্ছিল, আরএফএল কোম্পানীর একজন এসআর, তিনি জানেনও না আমি ছবি তুলতেছি ।
দাড়িয়ে তুললে মনে হচ্ছে আরো অনেক সুন্দর হতো....
আপনাকে ধন্যবাদ ।
জমবে ভালো, সবাই চলে আসুন ।<:-P <:-P <:-P
আপনাকে আন্তরিক ধন্যবাদ।
আপনি তো দেশ ছেড়ে বেশী দিন বাইরে থাকতে পারেন না।
আপনারা ঘন ঘন না আসলে ইয়ারপোর্টগুলো টেক্স পাবে ক্যামনে ?
দেশের অর্থনীতি যে গুল্লায় উঠবো ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
চট্রগাম এর শহরটাই কত সুন্দর তা আমরা বুঝিনা। শত কোটি টাকার হাতির ঝিল নিয়ে যা প্রচারনা চট্টগ্রামে টাইগার পাস অনেক সুন্দর। কিন্তু নিরাপত্তা ও অন্যান্য কারনে তা সাধরন মানুষের কাছ থেকে দুরে। ষ্টেডিয়াম থেকে বিআরটিসি পর্যন্ত রাস্তাটিকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব একটি চমৎকার পার্ক হতে পারে। কিন্তু এই জায়গার মালিক রেলওয়ে,সশস্ত্রবাহিনী এবং পুলিশ এর অনেক অংশকেই সাধারন মানুষের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। অথচ চট্টগ্রাম শহরে পার্ক এর অভাব।
মাত্র ১ কিলোমিটার জায়গা যদি এতসুন্দর হয় তাহলে পুরো চট্টগ্রাম এর সৌন্দর্য এর চেয়ে শতগুন বেশী।
আপনাকে ধন্যবাদ ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
আসলে চট্টগ্রামকে সবাই সতিনের চোঁখে দেখে...
মাঝেমাঝে মনে হয় চট্টগ্রাম স্বাধিন করার আন্দোলন শুরু করি।
আমি ছিলাম চট্টগ্রামে বেশ কিছুদিন!
সঙ্গীদের নিয়ে বেড়াতে ভালো লাগে বেশী!
আপনাকে ধন্যবাদ ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
চট্টগ্রাম আপনার প্রিয় শহর জেনে ভাল লাগল ।
অনেক ধন্যবাদ প্রিয় ওহিদ ভাই ।
যাক ব্লগের অভিবাক হিসাবে সাথে থাকবেন আশা করি।
আমার বয়স বিশ, আপনার বয়স বোধ হয় চল্লিশ? স্বাগতম
মন্তব্য করতে লগইন করুন