টুডে ব্লগ কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ ।

লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৪০:২৭ দুপুর

গত কয়েকদিন টুডে ব্লগের ব্লগাররা একটাই অভিযোগ করেছেন যে ব্লগে ঢুকা যাচ্ছে না । অনেকে ঢুকতে পারলেও মন্তব্য ইত্যাদি কিছুই করা যাচ্ছিল না । কেউ কেউ সরকারের উপর তীর্যক দৃষ্টিপাত করছিল । আমিও অভিমান করেছিলাম বৈকি ।

টুডে ব্লগের সাথে আঁড়ি

কিন্তু ব্লগ কর্তৃপক্ষ কত ঘাম যে ঝরিয়েছেন এই সময়ের মধ্যে তা একমাত্র ভূক্তভোগী আর আল্লাই জানেন । গত কয়েক মাস থেকে বেশ সাহসের পরিচয় দিয়ে যাচ্ছিল টুডে ব্লগ কর্তৃপক্ষ । গনমানুষের মুখপাত্র হিসেবে টুডে ব্লগ আস্তে আস্তে ব্লগার ও ভিজিটরদের প্রাণের বিচরণ ক্ষেত্রে পরিণত হচ্ছিল । কিছু সমস্যা যে গুলো আছে আশা করি ক্রমান্বয়ে তা সমাধান হয়ে যাবে ।

টুডে ব্লগ এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ।

বিষয়: বিবিধ

১৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File