সন্দেহ
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৭ নভেম্বর, ২০১৬, ০১:৩৩:০৪ রাত
মনের ব্যাথার কষ্টের ভার বুঝে কয় জন?
বুঝিবে সে কিসে, সে তো নয় আপনজন।।
কিছু কিছু মানুষ পারে করতে নিরুৎসাহ,
বহু প্রতিভা হারায় তাতে মনের উতসাহ।
যদি থাকে মানুষের মনে বিষাক্ত তন্ত্র মন্ত্র,
জান্নাতী সুখের সংসারে চলে কত ষড়যন্ত্র।।
আপন হয়ে আপন হৃদয়ে বাস করে যে জন
মধুময় ভালবাসায় অন্তরেই আছে সে জন।
মায়া-মমতা, স্নেহ-শ্রদ্ধা স্মরনে থাকে সে সর্বদা,
প্রশান্তির মধুময় আবেগ মনঅশ্রু ঝরছে সদা,
আত্তায় মিশে সে জন মনগহীনে থাকে সর্বদা।।
দাম্পত্যজীবনে যদি আসে সন্দেহ,
সোনার সংসারে দু'মনে জ্বলে তাপদাহ।
সন্দেহের জীন যদি চেপে বসে কাদে,
কষ্ট পায় অনেকেই বিনা অপরাধে।।
সংসার সমাজে যদি থাকে এমন ক্ষত,
অসহায়রাই স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।
পারভীন সুলতানা
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন