সবুজ টিয়া
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ নভেম্বর, ২০১৬, ০৩:৪০:৩৭ দুপুর
সবুজ টিয়া
পারভীন সুলতানা
২১/১১/২০১৬
সবুজ বনের সবুজ টিয়া
উড়ে গেল ফাঁকি দিয়া ।
যাবিই যদি যা বন্য টিয়া,
ক্যান গেলি মনটা নিয়া।।
কোন দোষে গেলি টিয়া
শুন্য খাচা রেখে দিয়া
স্মৃতি গুলো যা নিয়া
ভালবাসা ফিরে দে টিয়া।।
কোন ঠিকানায় গেলি টিয়া
বললি নারে নিঠুর বন্ধু টিয়া
দিবানিশি মন কাঁদে নয়ন দিয়া
এক বার এসে তুই দুঃখ যা নিয়া।
বিরহ ব্যাথা দেছ কেন পাষান টিয়ে?
ভালবাসা বুঝলি না স্বার্থপর তুই টিয়ে।
প্রভু!জান্নাতে পাই যেন মোর সবুজ টিয়ে ,
হেথায় সবুজ পাখি হয়ে ধরবো তারে গিয়ে।।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ /
খুবই সুন্দর একটি হৃদয়স্পর্শী লিখা।
সর্বাবস্থায় ভালো থাকুন এই প্রার্থনা।
মন্তব্য করতে লগইন করুন