স্লিম হলেই পুরস্কার

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ অক্টোবর, ২০১৬, ০৯:০৫:০১ রাত

আল্লাহ! কি করি এখন ,

হাঁটতে হবে সারাক্ষন।

খেয়েছি তো সব এনার্জি,

তাতেই ছিল নাকি এলার্জি।।

শক্তি বেশি করেছি আর্ন,

হেটেই করতে হবে বার্ন।

এবার হলো কি জ্বালা

খেয়েছি নাকি ভরা থালা।।

মুখটা রাখতে হবে নাকি বন্ধ

রোগের সাথে হবে না আর দন্দ।

স্বামী বলে, স্লিম হলেই পুরস্কার,

না হলে করবে সবাই তিরস্কার।।

ভাল লাগে না থুততরি ছাই,

আছে কি সহজ উপায় ভাই ?

যাক, কচ্ছপের মত হেটে চলি,

বন জঙ্গল আর যত অলি গলি।।

কচ্ছপ গতিতে চলছে চেষটা,

আগে দেখ সবাই এর শেষ্ টা ।

ইনশাল্লাহ থাকবে সবার ভাগটা,

কবুল কর প্রভু মোর দোয়াটা ।



বিষয়: বিবিধ

১০৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379072
২৫ অক্টোবর ২০১৬ রাত ০৯:১১
সত্যলিখন লিখেছেন : স্লিম হলেই পুরস্কার ...
এক লক্ষটাকা নগদ ও সাথে আগামীতে হজ্জে যাবার সুবর্ন সুযোগ।ইনশাল্লাহ
379078
২৫ অক্টোবর ২০১৬ রাত ১১:২৫
কুয়েত থেকে লিখেছেন : খেয়েছেনতো সবই এনার্জি তাতেই ছিল সব টুকু নাকি এলার্জি ভালো লাগলো অনেক ধন্যবাদ
379083
২৫ অক্টোবর ২০১৬ রাত ১১:৪২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয়া আপুনি।


এই সুবর্ণ সুযোগ কিছুতেই হাতছাড়া করবেন না আপা। প্রাণভরে দোয়া করি আল্লাহ্‌ সুবহানুতা’আয়ালা আপনাদের হজ্বের নিয়্যতকে কবুল করুণ।


জাজাকাল্লাহু খাইর।
379092
২৬ অক্টোবর ২০১৬ রাত ১২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Sad Crying Crying
তিন মাস সময়ে ওজন ৮৮ কেজি থেকে ৬৮ কেজি তে নেমেছিল আমার!
এখনও ৭০ এর মধ্যেই আছে এবং এটা নিয়ন্ত্রনে রাখার জন্য প্রতিদিন হাঁটা সহ ব্যায়াম করতেই হয়।
আর খানা???

At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
কিন্তু আমাকে পুরুস্কার দেওয়ার কেউ নাই!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File