শাক দিয়ে মাছ ঢাকা চলবে

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ জুলাই, ২০১৬, ০১:২০:০৮ দুপুর

শাক দিয়ে মাছ ঢাকা চলবে

পারভীন সুলতানা

১২/৭/২০১৬



কোনদিন শাক দিয়ে মাছ ঢাকা যায় না।

এত দিনে বাংলাদেশীরা তাও জানে না।

ঢাকা পড়ল ইতিহাসের কত সত্য ঘটনা

গুলশান হামলার নায়করা জঙ্গী রটনা।।

কত জনে কত বড় বড় মিথ্যা বলে হয়ে যায় নায়ক

ইসলামের সত্যকথায় কেন জঙ্গি হবে জাকির নায়েক?

বাংলাূর ঘরে ঘরে কেন চলবে সব অশ্লীল হিন্দি চ্যানেল?

কোরানহাদিস শুনব, বন্ধ কেন পিসটিবি ইসলামিক চ্যানেল?

ইসলাম ধংসের জন্য দাদারা হাকায়ে মারল চার ছক্কা,

মুনাফিকের বাচ্ছারা হক মাওলা বলে ধরে ক্যাচ ফাঁকা।

তনুর রক্ত ঢাকল বাবুলের বউ এর রক্তে রঞ্জিত হিজাবে

পিসটিবি এইবার গুলশানের দেশী বিদেশীর রক্ত ঢাকবে।

আর কত মিছামিছি বাংলায় শাক দিয়ে মাছ ঢাকা চলবে?

মুসলিম বিশ্ব নিয়ে জমজমাট চলছে ইবলিসের সব শয়তানি

লেবাসদারী মুসলমানরা নাস্তিকের সাথে খাচ্ছে পায়েস পিন্নি।

তাগুতের সাথে লড়তে হাজার জাকির নায়েক হয়েছে তৈরী।

ভন্ডদের মাজার ব্যবসা বন্ধ হয়ে মুমিনের হৃদয়কাবা হবে তৈরী ।

বিষয়: বিবিধ

২১৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374453
১২ জুলাই ২০১৬ দুপুর ০২:২৫
নাবিক লিখেছেন : কওমী মাদ্রাসার মৌলানারা জাকির নায়েক কে দেখতে পারেনা কেন? কারণটা কী?
374460
১২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ কে বোকা মনে করা ক্ষমতাবান দের চিরকালের ভুল।
374497
১২ জুলাই ২০১৬ রাত ১১:৩৯
মনসুর আহামেদ লিখেছেন : এক্সচেললেনট আপু
374600
১৪ জুলাই ২০১৬ সকাল ১০:২৯
হতভাগা লিখেছেন : এদের দক্ষতা এমনই যে কোন কিছু ঢাকতে এদের শাকও ব্যবহার করা লাগে না । হাওয়া ছাড়লেই তা সাধারণ মানুষ গিলে ফেলে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File