মোরা নিলজ্জ জাতি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ মে, ২০১৬, ০৬:৫৯:৩২ সকাল



মোরা নিলজ্জ জাতি

পারভীন সুলতানা

২৪/৫/২০১৬

মুসলিম দেশে বাস করি বলে ছিল সুখ্যাতি

জালিমের আমলে দেখি মোরা নিলজ্জ জাতি,

হবুচন্দ্র রাজার দেশে আছি গবুচন্দ্রের বেশে

ইসলামের কথা বললেই ফাঁসি দেয় এই দেশে।

মানবতা লুটোপুটি খায় পদতলে ধূলায় মিশে

মুসলমানদের বিবেক সাড়া দিবে কি অবশেষে?

আবাল বৃদ্ধ মহাউতসবে কান ধরে ক্ষমা চাচ্ছে।

প্রিয়জন হারা মা বাবা বিধবা ক্ষমা কি করে দিচ্ছে?

রাস্তায় কান ধরে পাবে নাকো মাফ ।

করেছে যে তারা অনেক বড় পাপ।

পাপে তো ছাড়ে নাকো সে হোক বাপ ।

প্রভুর দ্বারে তাওবা করে পাবে তারা মাফ ।

মনুষত্ব জাগ্রত করে সেড়ে দাও অপরাধ,

কি কারনে মেরেছ কত শত নিরপরাধ,

ঘরে ঘরে চাকুরী না পেলেও পেয়েছে লাস,

সারা বিশ্ব অবাক হয়ে বলে বাঙ্গালী সাব্বাস।

প্রভু, জগতে তোমার লীলাখেলা বুঝা বড়দায়,

এই জালিম শাষককে বাংলা থেকে কর বিদায় ।



বিষয়: বিবিধ

১৬৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369945
২৪ মে ২০১৬ সকাল ০৯:৫৮
অনেক পথ বাকি লিখেছেন : অনেক অনেক ভালো লাগলো কবিতাটা। অনেক ধন্যবাদ
369951
২৪ মে ২০১৬ সকাল ১১:৪৭
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আল্লাহর মাইর দুনিয়ার বাইর!!
369959
২৪ মে ২০১৬ দুপুর ১২:০০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শিক্ষক শ্রী শ্যামল কান্তি বাবুকে ধর্ম বিদ্বেষের জন্য এম পি সেলিম ওসমান সাহেব কান ধরিয়ে ওঠবস করালেও তার শীর নত করাননি। কান ধরে উঠবস করার সময় শ্যামল বাবু পড়ে গেলেও সে সামনের দিকে উপুড় হয়ে নাপড়ে, পেচনের দিকেই পড়েছিলেন। যার কারণে তাঁর পাচা মাটিতে লাগলেও শীর উঁচুই ছিল। কিন্তু জনাব নাসিম সাহেবের পায়ে মাথা ঠুঁকে তিনি শুধু তার শীর নয় সকল কান ধরা জাতির শীর নত করে, বর্তমান শিক্ষা কমিশনের 'শিক্ষকের মর্যাদা'নামক কবিতা সিলেবাস থেকে বাদ দেয়ার উদ্দেশ্যই বাস্তবায়ন করলেন বাবু। নজরুলের ''চির উন্নত মম শীর'' কেও মিথ্যা প্রমান করলেন। রবীন্দ্র নাথের "ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা''এর পরিবর্তে বাবু তার কর্মের মধ্যমেই বুঝিয়ে দিলেন 'ও নেতা তোমার পায়ে ঠেকাই মাথা '।রবীন্দ্র নজরুলের দিন শেষ, শ্যামল বাবুদের বাংলাদেশ। ধর্ম অবমাননায় ক্ষতি নাই, কান ধরলেই লজ্জা পাই।
369987
২৪ মে ২০১৬ দুপুর ০৩:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিজেদের যে জাতি বিক্রি করতে পারে তারা আর কি হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File