মোরা নিলজ্জ জাতি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ মে, ২০১৬, ০৬:৫৯:৩২ সকাল
মোরা নিলজ্জ জাতি
পারভীন সুলতানা
২৪/৫/২০১৬
মুসলিম দেশে বাস করি বলে ছিল সুখ্যাতি
জালিমের আমলে দেখি মোরা নিলজ্জ জাতি,
হবুচন্দ্র রাজার দেশে আছি গবুচন্দ্রের বেশে
ইসলামের কথা বললেই ফাঁসি দেয় এই দেশে।
মানবতা লুটোপুটি খায় পদতলে ধূলায় মিশে
মুসলমানদের বিবেক সাড়া দিবে কি অবশেষে?
আবাল বৃদ্ধ মহাউতসবে কান ধরে ক্ষমা চাচ্ছে।
প্রিয়জন হারা মা বাবা বিধবা ক্ষমা কি করে দিচ্ছে?
রাস্তায় কান ধরে পাবে নাকো মাফ ।
করেছে যে তারা অনেক বড় পাপ।
পাপে তো ছাড়ে নাকো সে হোক বাপ ।
প্রভুর দ্বারে তাওবা করে পাবে তারা মাফ ।
মনুষত্ব জাগ্রত করে সেড়ে দাও অপরাধ,
কি কারনে মেরেছ কত শত নিরপরাধ,
ঘরে ঘরে চাকুরী না পেলেও পেয়েছে লাস,
সারা বিশ্ব অবাক হয়ে বলে বাঙ্গালী সাব্বাস।
প্রভু, জগতে তোমার লীলাখেলা বুঝা বড়দায়,
এই জালিম শাষককে বাংলা থেকে কর বিদায় ।
বিষয়: বিবিধ
১৬৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন