সেই দিন কেঁদেছি আবেগে আজ কাঁদছি স্বজ্ঞানের বেগে।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১০ মে, ২০১৬, ০৯:২১:১০ সকাল
সেই দিন কেঁদেছি আবেগে
আজ কাঁদছি স্বজ্ঞানের বেগে।
স
ন তারিখ মনে আসছে না।আশির দশকের
প্রথমে দ্বীন কায়েমের পথে আসলাম।আলহামদুলিল্লাহ। তখন জ্ঞানের স্বল্পতা ও কমবয়সী হওয়ায় সবাইকে জানতাম না চিনতাম না। তাও স্বামী একই পথের মুজাহিদ হওয়াতে ভাইদের নাম জানতাম।নিজামী ভাই সাহেবের খুব প্রিয় নেতা ছাত্রজীবন থেকেই। তাই উনার কথা এতো শুনে শুনে কোন ফাঁকেফাঁকে এই নেক্কারকে ভালবেসে ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য।
এই সরকারি আশির শেষের দিকে ঢাকাবিশ্ববিদ্যালয়ে নিজামী ভাইকে দাওয়াত দিয়ে এনে কাচের প্লেট দিয়ে মেরে আহত করেছিল। সেই কিছু নিবেদিত প্রানের জানবাজ কর্মী জানের মায়া ত্যাগ করে হিংস্র পশুদের আক্রমণাত্মক হালমা থেকে উদ্ধার করেন। সেই সময় সারাদিন কেঁদেছি ভালবাসার আবেগে। হাজার কাজের মাঝেও সারাক্ষন কেঁদেকেটে আল্লাহর সাহায্য চাইতাম।তিন বাচ্ছা কাদে নিয়ে পাচ তলায় উঠে ফাহমিদা আপা থেকে খবর নিতাম।
বর্তমান সরকারের প্রথমবার ক্ষমতায় আসার পর বংগভবনের দাওয়াতে আমরা সবাই দ্বীনি ভাই বোনেরা দরবার হলের সামনের মাঠে সালাম বিনিময় করছিলাম।সেই সময় কিছু মুক্তিযুদ্ধার চেতনা লালনকারী হায়না আক্রমণাত্মক হয়ে আসে। আর নিজামী ভাইকে সাহেব সহ সবাই সেভ করে গাড়িতে তুলে দেন। দাওয়াতি মেহমান এর সাথে এমন মেহমানদারী জীবনেও দেখেনি। তাই কেঁদেছি আর ভেবেছি কি ছিল এই সন্মানিত ব্যাক্তির অপরাধ।
উত্তর সেই খুজে পাইনি।কারন সেই জ্জান ছিল না।আজ উত্তর নিজেই খুজছি বুঝছি।
বনের হরিন যত স্বাদুতা নিয়ে বাচতে চাকনা কেন হিংস্রপশুরা তাদের শত্রুতর মনোভাব প্রকাশ করবেই আচরনে। যুগ যুগ ধরে নবী রাসুল সাহাবি গন ও অনেক দ্বীনদার মুজাহিদরা শয়তানের শয়তানীর স্বীকার হয়েছে। একই সুত্রের সুত্রপাত বাংলাদেশের মাটিতে হচ্ছে।
আমার আজ কান্না আসছে স্বজ্ঞানের বেগে। ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্ঞানের ভিত্তিতে বুঝতে পারছি আজ সেই পূর্বের হত্যার চেষ্টা আর আজকের ফাসির রায় সবই শয়তানপনা একই হীন চরিত্রদোষ এর দুষ্টামি। অন্যায়কারী শোষনকারী শাষকের শোষনের স্বাকীর।
আমার প্রশ্ন। আজ সেই জানবাজ কর্মীরা কোথায়? আজ কি আমরা ফেরাউনের দালালদের সামনে মুসা হয়ে সত্যের পতাকা তুলে ধরব না। হিংস্র হায়নার সামনে সিংহের হুংকার ছাড়ব না। আজ কান্না আসছে আল্লাহর আযাবের ভয়ে। সোনার বাংালার সোনার ময়না পাখিরা জান্নাতি পাখি হয়ে চলে যাচ্ছে।এর পরের জাহান্নি বাংলাদেশ এর উপর কি আযাব নেমে আসবে। যার থেকে নাস্তিক মুনাফিক আমরা কেউই রক্ষা পাব না।
আজ সমাজের অন্যায় অবিচার জুলুম দেখে নিবর হয়ে আছেন যারা। কাউকে ছাড়বে না এই শয়তানের দালালরা। যেই জাহান্নামের দাবানল দেখে নিজেকে বাচাচ্ছেন । সেই দাবানলের লেলিহান শিখা আপনার আমার পরিবারকেও ছাড়বে না। যারা পরের ঘরের আগুনে নিজের ঘরের আলু পুড়ে খায় ।তারা জানে না সেই পোড়া আলু যে গ্যাস্টিক আলসারে রুপ নিবে । আল্লাহ কাফেরদের মুকাবিলায় আমাদের প্রানের নেতাকে প্রানভিক্ষা দিয়ে সাহায্য কর।তোমার রহমত ও হেদায়াতের উপর আমাদের মুসলিম ভ্রাতৃত্ব অটুট রেখ।
বিষয়: বিবিধ
৭০৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন