অবুঝ হৃদয়ের শুধু একটাই চাওয়ার
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ এপ্রিল, ২০১৬, ০২:৩১:৫২ রাত
অবুঝ হৃদয়ের শুধু একটাই চাওয়ার
পারভীন সুলতানা
২৯/৪/২০১৬
হে প্রভু! এই অন্ধকার রাত
শুধুই তোমার আর আমার,
এই অমানিষার রাত
মজলুম রুগ্নক্লিষ্ট মানুষের।।
কত স্নিগ্ধ ফুলকলি সনে
চুপি চুপি কত কথা কয় অলি,
মোর মন ব্যাথাপ্রভু শুধু তব সনে
প্রানের দুয়ার খুলে একাএকা বলি।।
পথ হারা সুপথ চেয়ে অশ্রুঝরে
সেই পথিক স্মৃতিচারণে কাঁদে এ রাতে,
গহীন বনেবনে বকুল চামেলী ঝরে
জেগে জেগে ডাকে এ মধু রাতে।।
পথহারা নদীর স্রোত নিরবে নিরবে
মিলে যাবে সাগরে এই মায়াবী রাতে।
পানকৌড়িরা কি যে উল্ল্যাস করবে
জলকেলি খেলে এ জ্যোৎস্না রাতে।।
প্রভুর মোর এই অতৃপ্ত ক্লান্ত হিয়া
চুপিচুপি এল তোমার কাছাকাছি।
মন বলে অধৈর্য্য হলে হারাবে দুনিয়া
প্রভু আর আমি,আছি কত পাশাপাশি।।
গোনাগার পাপীরঅবুঝ হৃদয়ের
সারা জনমের শুধু একটাই চাওয়ার।
দু'জাহানে ক্ষমা করে তোমার ঘরের
একেবারে নিভিরে একটি ঘর পাওয়ার।
এই আকুতি মোর করুল কর প্রভু,
জীবনে আর কোন কিছু নাহি চাওয়ার।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন