শেষ রাতের শেষ মিনতি
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ জানুয়ারি, ২০১৬, ০২:৪০:২৯ দুপুর
শেষ রাতের শেষ মিনতি
পারভীন সুলতানা
১১/১/২০১৬
এতো রাত নিশি রাত ঘুমায় সকল পাখি
স্মৃতিরা যে কেড়ে নিল ঘুম মোর আখির
জীবন পাতা মেলে দেখি সবই ছিল ভুল
ক্ষমা কর ক্ষমাকারী ছোট বড় সব ভুল
ক্ষমা যদি না মেলে কেমনে দেব মাশুল।।
কোথায় ছিলাম কোথায় এলাম এই আমি
পথ হারায়ে বিপথে হারিয়ে যাব এই আমি
জীবন মেঘের ফাঁকে দেখি আলোর রেখা
কাছে গিয়ে হাত বাড়ায়ে ধরতে ভুল দেখা
আধার জীবনে দেখাও প্রভু ভোরের দেখা।।
তোমাকে পাবার তরে বিলিয়ে দিলাম সুখ
তারা কেন যাবার বেলায় রেখে গেল দুঃখ।
তোমার কাছে শেষ রাতের শেষ মিনতি
মোরে তুমি সবরের উপর দাওঅটুট শক্তি
মুসলিম হয়ে তোমায় পাবার শেষ বিনতি।।
বিষয়: বিবিধ
১৯৫৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন