একটি কথা তোমাকে আজ শুধাব
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৮:২৪ রাত
একটি কথা তোমাকে আজ শুধাব
পারভীন সুলতানা
১২/১২/২০১৫
তুমি ভুলতে চাচ্ছ যতবার
ততই মনে করছ শতবার,
জানি গো কি দোষ তোমার ?
হৃদয়টা তো বড়ই বেয়াড়।
নিরবে স্মৃতিরা কথা কয়,
স্বপনে নয়ন পাতে রয়।
মনাকাশ কাল মেঘে ঢাকা,
ঘুর্নিপাক ঝড়ে বুকটা ফাঁকা।
হৃদয় গহীনে করেছ বিশাল শূন্যতা,
দু'চোখ চারপাশে দেখে শুধু রিক্ততা।
সুখে থেকো তুমি, আকাশের শুকতারা,
আজীবন নয়ন বানে ভাসবেএ স্বর্বহারা।
তুমি ধ্রুবতারা হয়ে জ্বলবে নিশিতে,
মন চাইবে ফাগুনের ঘ্রানে মিশিতে।
জীবনপাতায় স্মৃতি হয়ে থাকব,
মরনের মাঝে হয়ত একদিন হারাব।
একটি কথা তোমাকে আজ শুধাব,
এমনি করে বলো কতকাল কাটাব?
মিথ্যা ছলনা পুত্রশোকের সমতুল্য,
বিরহ ব্যাথা মৃত্যু যন্ত্রনার সমতুল্য।।
(পবিত্র ভালবাসা অস্বীকারকারীদের স্মরনে লিখেছি ।)
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার লেখাটাও এমনটাই মনে হলো। দাদিটা মন থেকে ডেকেছি বলেই হয়তো!
ততই মনে করছ শতবার,
জানি গো কি দোষ তোমার ?
মন্তব্য করতে লগইন করুন