একটি কথা তোমাকে আজ শুধাব

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৮:২৪ রাত

একটি কথা তোমাকে আজ শুধাব

পারভীন সুলতানা

১২/১২/২০১৫



তুমি ভুলতে চাচ্ছ যতবার

ততই মনে করছ শতবার,

জানি গো কি দোষ তোমার ?

হৃদয়টা তো বড়ই বেয়াড়।

নিরবে স্মৃতিরা কথা কয়,

স্বপনে নয়ন পাতে রয়।

মনাকাশ কাল মেঘে ঢাকা,

ঘুর্নিপাক ঝড়ে বুকটা ফাঁকা।

হৃদয় গহীনে করেছ বিশাল শূন্যতা,

দু'চোখ চারপাশে দেখে শুধু রিক্ততা।

সুখে থেকো তুমি, আকাশের শুকতারা,

আজীবন নয়ন বানে ভাসবেএ স্বর্বহারা।

তুমি ধ্রুবতারা হয়ে জ্বলবে নিশিতে,

মন চাইবে ফাগুনের ঘ্রানে মিশিতে।

জীবনপাতায় স্মৃতি হয়ে থাকব,

মরনের মাঝে হয়ত একদিন হারাব।

একটি কথা তোমাকে আজ শুধাব,

এমনি করে বলো কতকাল কাটাব?

মিথ্যা ছলনা পুত্রশোকের সমতুল্য,

বিরহ ব্যাথা মৃত্যু যন্ত্রনার সমতুল্য।।

(পবিত্র ভালবাসা অস্বীকারকারীদের স্মরনে লিখেছি ।)

বিষয়: বিবিধ

১৫০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353707
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : একজন কবি কতোটা গভীর ভাবে তার চারপাশ দেখলে, নিজের অনুভবেরর পৃথিবীর কতোটা অংশ জুড়ে নিজের বিচরণ থাকলে ভাবকে এভাবে ভাষা দেওয়া যায়, আমি মুগ্ধ হলাম দাদি!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৪০
293678
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । নাতি কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা ?নাতি কবি হলে তুমি ।আর আমারে কি কইলা । তুমি কি মস্করা করলা আমার মত বুড়ি দাদীর লগে।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৮
293680
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম। না দাদি। সত্যি মুগ্ধ করার মতো লেখা। আমার দাদির বয়স এখন নব্বই ছুঁই ছুঁই, বাড়িতে গেলে পুরানো দিনের কথা, এতো আবেগ-ঢঙ মিশিয়ে বলে, নিজেও কাঁদে আমাদের চোখও টলমল করে ওঠে, আবার নিজেই হাসে আমাদেরকেও হাসায়।
আপনার লেখাটাও এমনটাই মনে হলো। দাদিটা মন থেকে ডেকেছি বলেই হয়তো!
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:০৯
293683
সত্যলিখন লিখেছেন : তোমদের মনের ভালবাসা বুঝেই আমি দাদীও আমার জীবনের গল্প কখনো কথার ছলে কখনো কবিতার ছন্দে হাসি কান্নার/সুখের দুঃখের সব কথাই প্রায় বলে ফেলেছি ।আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতের উত্তম জান্নাতুল ফেরদাউসের সুখ দান করুন । আমিন ।
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২২
293686
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : আমিন। আমার জন্য একটু বেশি দোয়া করিয়েন, একটু ঝামেলায় আছি।
১৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৫
293777
সত্যলিখন লিখেছেন : ীবন থাকলে ঝামেলাও থাকবে ,আকাশ এতো সুন্দর লাগত যদি কিছু মেঘ নাহি থাকত। তাই দোয়া চাই আল্লাহর কাছে তিনি তোমাকে দুনিয়াবি ও আসমানি সকল বালামসিবত ও ঝামেলা থেকে মুক্ত রাখুন।
353717
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:২২
১২ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৩৭
293688
সত্যলিখন লিখেছেন :


353762
১৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:২২
হাফেজ আহমেদ লিখেছেন : তুমি ভুলতে চাচ্ছ যতবার
ততই মনে করছ শতবার,
জানি গো কি দোষ তোমার ?
১৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:৩১
293776
সত্যলিখন লিখেছেন : Rose Rose Roseঅনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File