আমি কখনো একা নই

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ অক্টোবর, ২০১৫, ১২:১১:৪১ রাত

আমি কখনো একা নই

পারভীন সুলতানা

২০/১০/২০১৫

খুশিতে নেচে উঠে মোর প্রানটা,

প্রভু আছেন সর্বক্ষন এই মনটায়।

আমি যখন অসুস্থ্যতায় চটপটাই,

মোরে সুস্থ্যতা দেন এই জানটায়।।

বিপদআপদে ব্যস্ততায় আমি পেরেসান,

প্রভুর সবরের বানীতে পাই এহসান।

খুদা অন্নশনে খাবার খুজি কত দিকে ,

রিজিকদাতা স্বচ্ছলতা দেন সব দিকে।।

আমার তো ছিল না কোন অভিভাবক,

তুমি হয়ে গেলে মোর উত্তম অভিভাবক।

আমি সুখে দুঃখে যখনি তোমায় করি স্মরণ,

তুমি রহিম রহমান হয়ে মোরে করিও স্মরন।।

অনাথ অসহায় কিছুই ছিল না মোর,

ভাই,বোন,পুত্র স্বজন দয়ালু দিল মোরে।

অজ্ঞতায় সময় অসময়ে করি কত পাপ,

হে ক্ষমাকারী ক্ষমা করো মোর সকল পাপ।।

হেদায়াতের পথে রেখে বানাও মুত্তাকিন,

পরকালে তোমায় পাবো এ মোর একিন।

জীবনের শেষ অপরাহ্নে জানাই মিনুতি,

মুসলিম করে কবরের নিও এমোর আকুতি।।

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346603
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:১৯
অবাক মুসাফীর লিখেছেন : বিষয়: 'সাহিত্‌য' হবে বোধ করি...
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:২৫
287683
সত্যলিখন লিখেছেন : আমি তো কখনো বিষয় দেই না । কারন লিখার জগতে ওস্তাদ আমার হাতে খড়ি দিয়ে কেটে পড়েন।তাই কাচা হাতের আবার বিষয় হয় নাকি?
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:৩১
287685
অবাক মুসাফীর লিখেছেন : পেটে ব্‌যাথা ছিলো নাকি উস্তাদের?? এতো তাড়া কিসের?? :o
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৯
287687
সত্যলিখন লিখেছেন : আসতাগফেরুল্লাহ কি যে বলেন ?আমার ওস্তাদ হাজার তারার(ওস্তাদের) মাঝের একটা ধ্রুবতারা।আমি বেকুম ছাত্রের জন্য সময় খুব পান। এই আর কি !
২১ অক্টোবর ২০১৫ রাত ১২:৪২
287690
অবাক মুসাফীর লিখেছেন : অ...!
346632
২১ অক্টোবর ২০১৫ সকাল ০৮:২২
নাবিক লিখেছেন : Thumbs Up
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
287851
সত্যলিখন লিখেছেন :

346641
২১ অক্টোবর ২০১৫ সকাল ১০:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দর কবিতা।
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
287850
সত্যলিখন লিখেছেন :

346675
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৬
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
287849
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File