ধ্রুবতারা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০২ অক্টোবর, ২০১৫, ১০:৪৮:২৯ রাত



ধ্রুবতারা

পারভীন সুলতানা

২/১০/২০১৫

তুমি দূর আকাশের ধ্রুবতারা,

একা একা মনে বাজাই সেতারা,

ধরতে মানা চেয়ে থাকে নয়নতারা,

তোমার পাশে থাকে হাজার তারা ।

তোমায় নিয়ে লিখব কত কবিতা ,

পড়বে যখন থাকবে তখন নিরবতা।।

ফাগুন বলে,বুঝিনা এ কেমন খেলা?

ভ্রমর জানায় শেষ নাকি বসন্ত ফুলমেলা।

শরতে কাশবনে শুভ্রবক কেন আসে না?

মনের অমানিশায় জোনাকীর আলো জ্বলেনা।।

তুমি বৃষ্টি ভরা জ্যোস্নায় এলে,

একমুটো স্বপ্ন নিয়ে দু'চোখ ভরালে।

মোরে বেদনার বিষন্ন মেঘে ভাসালে,

আলোরখেয়ায় চড়ে কত স্বপ্ন দেখালে,

ময়ুরের ঝিলিমিলি পেখমে চড়ে এলে।।

ঘাসে পড়া শিউলি দূরে কোথায় কান্দে হায়?

ভোরেরশিশির কচিরোদ্রে খুশিতে নেচে যায়।

ভালবাসা মোহের আবরনে প্রজাপতি উড়েযায়,

কষ্টি পাথরে যাচাই করা মানিক ধুলায় পড়ে হায়।

প্রভু তোমার খুশির তরে সব ভালবাসা মোর

তুমি,পৃথিবীর মুল্যের চেয়েও মুল্য দিও তাঁর।

সব কথা বারে বারে আমি শুধাই প্রভু তোমারে।

ফুল ফোঁটানো মনভরানো কতস্বপ্ন দেখাও মোরে,

প্রভু!তুমি তো জানো কি স্বপ্ন আছে মনের নয়নতারায়,

তোমারী রঙ্গের তুলিতে স্পনীল হয়ে চলে যাব ধ্রুবতারায়,

তোমারী আরশের নীচে থেকে মন স্বর্গপানে শুধু ধায়।।

বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344079
০২ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো
০২ অক্টোবর ২০১৫ রাত ১০:৫৬
285458
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আপনি দুষ্টূ হলেও জ্ঞানী বটে ।জাযাকাল্লাহু খাইরান ।Praying Praying Praying
344083
০২ অক্টোবর ২০১৫ রাত ১১:০৭
০২ অক্টোবর ২০১৫ রাত ১১:৩১
285461
সত্যলিখন লিখেছেন :
344087
০২ অক্টোবর ২০১৫ রাত ১১:২৪
অনেক পথ বাকি লিখেছেন : অসাম অসাম
০২ অক্টোবর ২০১৫ রাত ১১:৩৩
285462
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ।

344094
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:২৩
লজিকাল ভাইছা লিখেছেন : দারুন লিখেছেন আপু , অনেক ধন্যবাদ ।
Rose Rose Rose Rose Rose
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:২৬
285464
সত্যলিখন লিখেছেন :
344099
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:৪৬
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু ।
০৩ অক্টোবর ২০১৫ রাত ১২:৫৮
285481
সত্যলিখন লিখেছেন :






মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File