দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৫:১৫ বিকাল
দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে।।
পারভীন সুলতানা
তোমার ঘরে গিয়ে তোমায় খুঁজে
তোমার সৃষ্টির মাঝে তোমায় খজে,
সকল তাওয়াফকারী তোমায় খুজে
সাফা মারওয়ায় সবাই তোমায় খুজে,
মুজদালিফায় বেহুশ হয়েতোমায় খুজে,
আরাফাতে কেঁদে কেঁদে তোমায় খুজে
এই দেহমন ব্যাকুল হয়ে তোমায় খুজে।।
আমি জানি,তুমি আছো হৃদয় মাঝে
তা ছাড়া এথায় সেথায় সবার মাঝে
তুমি আছো তাকওয়াবানদের মাঝে,
অনাথ দুস্থ্য এতিম মিসকিনের মাঝে,
রোগে চটপট করা রুগ্ন ক্লিষ্টের মাঝে,
অর্থহীন দরিদ্র ভুখা গরিবদুঃখীর মাঝে,
স্বৈরাচারের জুলুমে অতিষ্ট মজলুমের মাঝে।
কারো দুনিয়াবী মোহে তাকে ভালোবাসিনি
জীবন্ত কোরান সুন্নাহ ভেবে তাদের ভালোবাসি।
বালাখানা নামি দামী গাড়ি বাড়িকে ভালবাসিনি,
তোমাকে ভালবাসা মুত্তাকিন ভেবে ভালবেসেছি।
পবিত্র ভালোবাসার কারন তোমায় ভালবেসেছি।
আরশের ডাক শুনে বলব,প্রভু আমি হাজির হয়েছি,
তোমার সন্তুষ্টির তরে ভালবেসে এথায় আমি এসেছি।
আরাফাতে কত হাজী গাজীর সব গুনাহ পাবে মাফী
মন থেকে শয়তানকে দূরে ঢিল ছুড়ে মেরে হবে সাফী
পাপ পংকিলতা স্মরনে নয়নের জলে ভাসবে পাপী
দুনিয়াতেই হবে সবাই জান্নাতী মেহমানদের সাথী
মোর কিহবে প্রভু?মোরে কর ক্ষমাকারীদের সাথী
উত্তম আমোল দিয়ে মোরে কর উত্তম উম্মতের সাথী।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুরীদনি হলে খুব খুশি হতাম।
আপনি এই গল্প জ্ঞানের কথাটি পড়ুন ভালো লাগলে জানাতে ভুলবেন না। আমার পীরসাহেরব আপনাকে মুরীদনি বানাতে চায় তিনি রাজি আছেন।
আমার পীরসাহবের ইসলামের কর্ণধার। তিনি সাফায়াত করতে পারেন বলে আল্লাহ অনুমতি দিয়েছেন। হাউজে কাওসার তার জন্য নিদৃষ্ট।
এই পীরধরাতে কোন ক্ষতি নাই।
মন্তব্য করতে লগইন করুন