যৌথ সংসার বনাম একক সংসার প্রথম পর্ব

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২০ সেপ্টেম্বর, ২০১৫, ১০:২২:০৫ রাত

যৌথ সংসার বনাম একক সংসার

প্রথম পর্ব



প্রথম থাক্কা,

পারভীন আপা ,আমার ভাইয়ের জন্য একটা মেয়ে দেখেন। প্রবাসে চলে যাবে তাই সবাইকে বলছি। মেয়েটা একটু শুধু যেন আমার মা বাবার সাথে থাকতে চায়।

শিলা আপা এ কি দুই মাস আগে না অফিসার্স ক্লাবে আপনার ভাইয়ের বিয়ে খেলাম। এর মাঝে কি হল।?

আপা আমার ভাইয়ের দোষ,সে বউ নিয়ে আমার আব্বা আম্মার সাথে থাকতে বলেছে।সেই মেয়ে একা বাসায় থাকবে ।তাতে ভাই রাজি হয় নাই ।তাই চলে গেছে।

দ্বিতীয় থাক্কা,

মিতার আম্মা,মিতা কে নিয়ে কি বিপদে।মিতা ছেলে জন্ম নেওয়ার সাথে আলাদা হয়ে যাবে ।কারন দেবর ননদের জন্য নিজের স্বাধীনতা থাকে না।

মিতার আম্মা আর মিতার এক মাত্র ননদ আমার খুব ক্লোজ বান্ধুবী। কারন আমরা একই এপার্টমেন্টে থাকি।তাই মিতাকে আমরা ৩ জনেই বুঝিয়েছি। না মিতা ডিভোস্ট দিল স্বামীকে ।বাচ্ছা মা বাবার বাসায় থাকে আর মিতা এখন বিমানবালা।

তৃতীয় থাক্কা,

চপ্পার মা অতি দুঃখের সাথে জানালেন, আপা মেয়েটার আকদ হয়েছে ৩ মাস কিন্তু উঠায়ে দিতে পারছি না।জামাইটা খুব বোকা পড়ল।

কেন আপা, আরবীতে মাদ্রাসায় মাওলানা আবার বাংলায় এম এ পাস।তা ছাড়া চাকরী তো সেই রকম বেতনের। সমস্যা কোথায় উঠায়ে দিতে।

চপ্পার আম্মা বলেন,আরে পারভীন আপা আমাদের কথা হল আমাদের প্রথম মেয়ে বহু পার্নিসার ফ্রিজ টিভি এই সব যৌথ সংসারে ছেলের ভাই বোন ভাইয়ের বৌ ও তার ভাইয়ের ছেলে মেয়েরা সব নষ্ট করে ফেলবে।তা ছাড়া ছেলে মায়ের ভক্ত ,বাবা মায়ের জন্য জান যায়।ভাই বোনের জন্য পাগল।তাই ওকে আলাদা হতেই হবে।

যৌথ সংসার বনাম একক সংসারঃ

আমি এই ভাবে থাক্কা এখন অহরহ খাচ্ছি আর ভাবছি কিভাবে আল্লাহ ১৯৮২-১৯৯৮ সাল পর্যন্ত যৌথ সংসারে রাখলেন। কখন তো এই রকম চিন্তা মাথায় আসে নাই। আজ আমাদের সেই এক ভাষার মানুষেরা নয়টি বাসা হয়েছে । সুশিক্ষিত সুশীল সমাজে এই কি খেলা না কি সুনামীর তান্ডব শুরু হল। নদী এককুল ভাঙ্গে আরেক কুল গড়ে এইটাই নদীর খেলা ।বর্তমানে ছেলেরা যেমন আতংকে তেমনি মেয়েরা চিন্তা গ্রস্থ্য।বিয়ে মানে কি এক সংসারের মানুষ সাত সংসার হওয়া ।

তারাবীর নামাজে সাথে বসে কর্মজীবি নাসিমা আপা,প্রথম ছেলে বিয়ে করে আলাদা হয়েছে তাই এখন ছোট ছেলের বিয়ের নামও মুখে নিতে ভয় পান।মা বাবা ভাবে ছেলে বিয়ে করানো মানে কি ছেলের মায়া মমতা ভালবাসা থেকে পরিত্যাজ্য হয়া । এমনকি এই ছেলের আর মুখও দেখতে দিতে দিবে ।মা ছেলে বসে আর কোন দিন এক সাথে কথা বলতেও কি পারবে না। যদি ছেলে মা কথা বলে তা হলে কয়দিনের মাঝেই মেয়ের মা ও মেয়ে শুনাবে এই বুড়ি তাবিজ করে ছেলেকে বশ করে নিয়েছে ।এক বয়স্ক আইনজীবি বোন কেন্দে বলেন আমার নাতী নাতনিকেও আমার বাসায় আসতে দেয় না ।আমি কারন জানতে চাইলাম আর বললেন, দাদী বাচ্ছাদের নষ্ট করে ফেলবে।

কয়েকটা ছেলের ঘটকালী করতে গিয়ে মাথায় হাত। পরিবারের সাথে ছেলে মেয়ে নিয়ে থাকবে নাকি আলাদা থাকবে।ছেলের পরিবারে মা বাবা ভাই বোন বেশি হলে আর দিবেন না।কারন যৌথ পরিবারে কাজ অনেক আমার মেয়ে গ্লাসে পানি ঠেলেও খায়নি। আর যৌথ পরিবারে ননদ স্বাশুড়ি খুব জ্বালায়।ছেলে মেয়ে একে বারে মানুষ হয় না বড় পরিবারে। এই রকম ছেলেরা সংসারের বোঝা টানতে গিয়ে সহজে নিজের পায়ে দাড়াতে পারে না। তাই আপা ছেলে যত ভদ্র হোক পরে মা বাবার দিকে ঝুকে পড়ে।

আমি এই সব দেখে ভাবি এটা কি আমাদের প্রতিবেশি দাদাবাবুদের মিডিয়ার সুফল নাকি কুফল।জি সিনেমা, স্টার জলসার আরো কতকির শয়তানি আর রসে ভরা প্রেমপ্রীরিতির জলসার প্রভাব নাকি? এর মাঝে সামাজিক ভাবে ইছড়ে পাকা ছেলে মেয়ের বিয়ে সঠিক সময় ও বয়সে না হয়ে সামাজিক নৈতিক অবক্ষয় বেড়েই যাচ্ছে।ইপটিজিং ,ধর্ষন, নারী নির্যাতন,বিবাহ বিচ্ছেদ এবং পারিবারিক কলোহ সব আগ্নেয়গিরির অগ্নুতপাতের মত বিস্ফোরন হচ্ছে।আর শান্তি আস্তে আস্তে ধ্বংস হয়ে জাহান্নামের অনলে পরিনত হচ্ছে ।

পরের পর্বে যৌথ সংসার বনাম একক সংসার ভাঙ্গার কারন ও প্রতিকার

বিষয়: বিবিধ

২১৩৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342719
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার শিক্ষনিয় পোষ্টটির জন্য ধন্যবাদ। তবে যেীথ পরিবারে কিছু সমস্যা ও আসা উচিত। আমাদের মধ্যে থেকে এখন পরস্পর কে সাহাজ্য করার মানসিকতাটাই উঠে যাচ্ছে।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৮
284062
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । ইনশাল্লাহ তৃতীয় পর্বে সেই বিষয় টা থাকবে ।জাযাকাল্লাহু খাইরানPraying Praying Praying
342726
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫১
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : আফসোস!
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৩
284069
সত্যলিখন লিখেছেন : Waiting Waiting Waiting
342727
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৪
অনেক পথ বাকি লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার শিক্ষনিয় পোষ্টটির জন্য ধন্যবাদ। তবে যেীথ পরিবারে কিছু সমস্যা ও আসা উচিত। আমাদের মধ্যে থেকে এখন পরস্পর কে সাহাজ্য করার মানসিকতাটাই উঠে যাচ্ছে

সহমত
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪৩
284070
সত্যলিখন লিখেছেন : ইনশাল্লাহ তৃতীয় পর্বে সেই বিষয় টা থাকবে ।
342741
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : বিয়ে করেছি ২০০৫ সালে। আমি সবাইর বড়। ১৬ বছর প্রবাসে।এখন আলহামদুলিল্লাহ্‌ পরিবারের সবাইকে নিয়ে একসাথে আছি।
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৪
285129
সত্যলিখন লিখেছেন :
342749
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া! জাযাকুমুল্লাহ বাস্তবতা তুলে ধরার জন্য!
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৪
285128
সত্যলিখন লিখেছেন :



342842
২১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৭
ফরিদুল ইসলাম তুষার লিখেছেন : সুন্দর হয়েছে। চালিয়ে যান........
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩২
285126
সত্যলিখন লিখেছেন :
343594
২৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : জাযাকাল্লাহ খাইরান। শিক্ষণীয় পোস্টে বাস্তবতা তুলে ধরেছেন। স্বার্থপর দৃষ্টিভঙ্গিই এজন্য মূলত দায়ী।
২৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৩
285127
সত্যলিখন লিখেছেন :
343762
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। কম কথায় সুন্দর পরামর্শ মুলক পোস্ট ভালো লাগলো। ধন্যবাদ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৪৭
285170
সত্যলিখন লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File