পানির অপর নাম জীবন আর ইসলামী জিন্দিগির অপর নাম জান্নাত।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৭ আগস্ট, ২০১৫, ১২:০৭:৪১ রাত

পানি যেমন তিন অবস্থানে তিন রুপ ধারন করে তেমনিভাবে ইসলাম ধর্মও তিন পরিবেশে তিন রুপ ধারন করে



পানি ৩ অবস্থ্যায় থাকে। কঠিন তরল বায়বীয়। কমন সুত্র মতে পানি তরল অবস্থ্যায় থাকেন। আর তখন যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের রুপ ধারন করে। পরিবেশ তার প্রতিকুলে হলে কঠিন অবস্থ্যা ধারন করে। আরে কঠিন তাপ ও চাপ সহ্যাতীত হয়ে ১০০ ডিগ্রী ফারেনহাইট এ ব্যয়বীয় হয়ে ব্যাষ্প হয়ে যায়।

পানি যেমন একটা পদার্থ তেমনি ইসলাম আল্লাহর মনোনীত একটা ধর্ম। পানির উপাদান হাইড্রোজেন ও অক্সিজেন। ইসলাম এর উপাদান কোরআন ও সুন্নাহ।সাধারণ ভাবে ইসলাম মানবজাতির জন্য শান্তির ধর্ম। কিন্তু পানির মত যে যেভাবে ইসলাম কে গ্রহন করে তার কাছে ইসলাম সেই রুপ ধারন করে। তাই কেহ হন মুমিন,কেহ হন মুসলিম,কেহ হন মুত্তাকিন আর কেহ হন মুহসিনিন। এটা পানির তরল অবস্থার মত।

মুসলিম অবস্থায় থাকা মানুষের প্রকাশ্য শত্রু শয়তানের পক্ষে তা মেনে নেওয়া কষ্ট সাধ্য ব্যাপার। তখন মুসলিমরা শয়তানের বাধার প্রতিকুল পরিবেশে পানির কঠিন অবস্থ্যার মত কঠিন ও দৃঢ়তর হয়ে শয়তানী বদ্ধ করতে হয়। যে পরিমান পানি মাথায় ডাললে গোসল হয়ে শান্তি পায়। সেই পরিমান পানিকে বরফ করে মাথায় মারলে মরন হয়। সবাইকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া কল্যান কর।ইসলাম বিজয়ের প্রবল স্রোতে বাধ দিতে গেলে নিজের জানের ও মালের র্ক্ষতি হয়। দেশের ও দশের ক্ষতি হয়।

৩য় অবস্থ্যানে যুগে যুগে সকল নবী রাসুলগন ও উনাদের অনুসারীদের ইসলাম এর কাজ করতে গিয়ে পানির তাপ ও চাপের মত নানানভাবে অত্যাচার জুলুম ও ইস্পাত কঠোর নির্যাতন সহ্যাতীত হয়ে যায়।অনেকে তখন ঈমানের কঠোর পরীক্ষা দিয়ে আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করে পানির বায়বীয় অবস্থ্যার মত যেখান থেকে এসেছে আবার সেখানে শহিদি মর্যাদাবান হয়ে চলে যায়।

সাগরে তীরে দাঁড়িয়ে যেমন সাগরে গভীরতা মাপতে পারবেন না। তেমনি আপনি কাউকে দেখেই ইসলামের চুড়ান্ত গভীরতা ও পরিমাপ করতে পারবেন না। তার জ্ঞান অর্জনসহ কোরআন ও সুন্নাহর গভীরতম জ্ঞান থাকা চাই। এর জন্য এখনি বাংলা শিক্ষিত হন আর আরবি শিক্ষিত হন তা আমার আপনার হৃদয়ে তাকওয়া যে ভাবে অর্জিত হবে তা পানির মত সেই রুপ ধারন করবে।

তবে পানি যেই অবস্থ্যায় থাকুক না কেন তার উপাদান ও গুন সকল অবস্থ্যানে একই থাকে।ইসলাম ধর্ম লালন পালনকারীদের সকল পরিবেশে কোরান ও সুন্নাহর আমল করে ঈমানের দৃঢ়তার মুসলিম হবার গুনাগুন অক্ষুন্ন রাখতে হবে।দুনিয়ার মোহে তাগুতের সাথে হাত মিলিয়ে দুষিত পানির মত মুনাফিক হওয়া যাবে না। পানির অপর নাম জীবন আর ইসলামী জিন্দিগির অপর নাম জান্নাত।শান্তি আর অনাবিল শান্তি।

আল্লাহ আমাদের হুদাল্লিন মুত্তাকিন ও মুহসিনিন হবার মত ঈমানী এলেমী ও আমোলী যোগ্যতা দান করুন।

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334211
০৭ আগস্ট ২০১৫ রাত ১২:১৬
জবলুল হক লিখেছেন : পানির অপর নাম জীবন আর ইসলামী জিন্দিগির অপর নাম জান্নাত। Rose Rose Rose Rose };-
আপনার সুন্দর লেখার জন্য ফুলেল শুভেচ্ছা।
334212
০৭ আগস্ট ২০১৫ রাত ১২:৫৯
নৈশ শিকারী লিখেছেন : আপনার সুন্দর লেখার
জন্য ধন্যবাদ
334219
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চিন্তাশীল লেখনীর জন্য ধন্যবাদ Good Luck Rose
334227
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:১৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো। সুন্দর লিখনীর জন্য মোবারকবাদ..
334233
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:৪১
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
ইন্টারেস্টিং ভাবনা। ব্যাক্তিগতভাবে পড়তে ভাল লাগলো।

অনুরোধ থাকবে এ নিয়ে আরো চিন্তাভাবনা করার। পানির সাথে সত্যিকারের তুলনাটি ইসলাম না ঈমান এর সাথে করবো?
334247
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন।
অত্যন্ত শিক্ষনিয় লিখাটির জন্য অনেক ধন্যবাদ।
334257
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:১৪
ছালসাবিল লিখেছেন : দাররররুন উদাহরণ Love Struck Love Struck Thumbs Up Bee

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File