বলো প্রভু , অনন্তকালে কি হবে মোর গতি?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ মে, ২০১৫, ০২:৫৬:২২ রাত
বলো প্রভু , অনন্তকালে কি হবে মোর গতি?
মানুষ কে ভালবেসে যত সময় দিয়েছি ,
সেই ভালবাসা হারায়ে দুই নয়নে কেন্দে্ছি ,
সেই বর্ষনে কত নদী কত সাগর ভরেছি,
লাভ হল এই টুকু বুকটা ব্যাথায় ভরেছি।।
তার চেয়ে ভাল হয়েছে এখন অনেক বেশি ,
হে প্রভু! তোমায় ভালবাসি শুধু অনেক বেশি,
সব কথা সব ব্যাথা বলি এখন শুধু তোমার সনে,
মনের গহীনের ব্যাথার কান্না রাখি তোমার চরনে,
মোর সেই আখি জল ঢেলে দিও জাহান্নামের অনলে।।
এই পাপীর ভুল ক্ষমা করে দাও গো ক্ষমাকারী ,
ক্ষমা করতে তুমি ভালবাস তাই ক্ষমা চাই ক্ষমাকারী,
আমার জান মাল সপে দিলাম তোমার তরে হে প্রভু,
আমার অন্তরের আকুতি মিনতি কবুল করে নাও প্রভু,
মোর দুই জাহানে পারাপারের নেই কেউ তুমি ছাড়া প্রভু।।
হে প্রভু!ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস
তুমি মোরে দিলে নেই তোমার ক্ষতি,
এই গোলাম কে তুমি ক্ষমা না করলেই
এই অধম যে হয়ে যাব জাহান্নামী।।
বলো প্রভু,অনন্তকালে কি হবে মোর গতি?
তোমার গফুর নামের গুনের বরকতে ,
মোরে ক্ষমা করে দিলে হবে না তোমার ক্ষতি,
এই নিরভ গভীর রাতে,কবুল কর সকল আকুতি।।
বিষয়: বিবিধ
১৬২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন