বলো প্রভু , অনন্তকালে কি হবে মোর গতি?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ মে, ২০১৫, ০২:৫৬:২২ রাত

বলো প্রভু , অনন্তকালে কি হবে মোর গতি?



মানুষ কে ভালবেসে যত সময় দিয়েছি ,

সেই ভালবাসা হারায়ে দুই নয়নে কেন্দে্‌ছি ,

সেই বর্ষনে কত নদী কত সাগর ভরেছি,

লাভ হল এই টুকু বুকটা ব্যাথায় ভরেছি।।

তার চেয়ে ভাল হয়েছে এখন অনেক বেশি ,

হে প্রভু! তোমায় ভালবাসি শুধু অনেক বেশি,

সব কথা সব ব্যাথা বলি এখন শুধু তোমার সনে,

মনের গহীনের ব্যাথার কান্না রাখি তোমার চরনে,

মোর সেই আখি জল ঢেলে দিও জাহান্নামের অনলে।।

এই পাপীর ভুল ক্ষমা করে দাও গো ক্ষমাকারী ,

ক্ষমা করতে তুমি ভালবাস তাই ক্ষমা চাই ক্ষমাকারী,

আমার জান মাল সপে দিলাম তোমার তরে হে প্রভু,

আমার অন্তরের আকুতি মিনতি কবুল করে নাও প্রভু,

মোর দুই জাহানে পারাপারের নেই কেউ তুমি ছাড়া প্রভু।।

হে প্রভু!ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস

তুমি মোরে দিলে নেই তোমার ক্ষতি,

এই গোলাম কে তুমি ক্ষমা না করলেই

এই অধম যে হয়ে যাব জাহান্নামী।।

বলো প্রভু,অনন্তকালে কি হবে মোর গতি?

তোমার গফুর নামের গুনের বরকতে ,

মোরে ক্ষমা করে দিলে হবে না তোমার ক্ষতি,

এই নিরভ গভীর রাতে,কবুল কর সকল আকুতি।।

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

321758
২২ মে ২০১৫ সকাল ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Thinking Thinking Thinking ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৫ রাত ১০:০০
263380
সত্যলিখন লিখেছেন :

321810
২২ মে ২০১৫ দুপুর ০১:৩৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ মে ২০১৫ রাত ১০:০০
263379
সত্যলিখন লিখেছেন :

321904
২৩ মে ২০১৫ রাত ১২:২৯
সালাম আজাদী লিখেছেন : মুনাজাতের ব্যাকুল কান্নায় আমরাও শরীক হলাম। জান্নাতের অনেক উন্নত সোপানে আপনার যায়গা হবে এই দুআ শুধু না, এই প্রতীতি ও রাখি। আল্লাহ আপনাকে কবুল করুন
২৪ মে ২০১৫ রাত ০৯:৫৬
263378
সত্যলিখন লিখেছেন : দয়াময় ও মেহেরবান রাহমানুর রাহিমের নিকট একই জায়গার জন্য একই আবেদন আপনার নামেও পেশ করা হল ।ইন শা আল্লাহ কবুল হবেন আমার প্রভুর উপর এটা আমার ভরসা ও বিশ্বাস।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File