হাসি দিয়ে মনের সব ব্যাথা ডেকে রাখি।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৮ মার্চ, ২০১৫, ০৯:৪৩:৪৭ রাত

হাসি দিয়ে মনের সব ব্যাথা ডেকে রাখি।

পারভীন সুলতানা

হৃদয় প্রাচীর বন্ধ থাকে

কিভাবে সেখানেই ডুকে থাক,

নিঃশ্বাসে সাথেই তুমি থা্‌ক ,

স্বপনে নয়ন জুড়ে থাক ।।

তুমি কেন এমন লুকোচুরি খেল?

হিয়া টা ভয় পেয়ে চমকে গেল।

মন টারে আপন মনে বেঁধে রাখি,

পাতা ঝরা শুন্য ডাল ধরে রাখি।।

জীবন এর পড়ন্ত বিকালে কেন এলে?

একটু খানি আলোর ঝিলিক কেন দেখালে?

তারপরে ঘোর অমানিশায় কেন হারালে?

সুখের আলপনা হৃদয়ে কেন আঁকলে ?

এখনো আগের মতই অনেক হাসতে থাকি,

হাসি দিয়ে মনের সব ব্যাথা ঢেকে রাখি।

প্রদীপের আলোকে ভালবেসে মরে প্রজাপতি,

সেই মরনে প্রদীপের হয় না তো কোন ক্ষতি ।।

সত্যিকারের হৃদয় হলে পারতে না ভুলতে ,

নিরেট পাথরের হৃদয় বলে পেরেছ ভুলতে।

সত্যিকারের মানুষ হলে পারতে না এমন করতে

মানুষ নামের দানব বলেই পেরেছ এমন করতে।।

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309728
১৮ মার্চ ২০১৫ রাত ০৯:৪৮
আবু জান্নাত লিখেছেন : আমিই ফাষ্টু, মন্তব্য আসছে।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:০৫
250726
সত্যলিখন লিখেছেন : হাহাহাহ ।।আল্লাহ আপনাকে জান্নাতের গেইটে আমার সাথে ফাস্টুতে থাক্কি করে আগে ডুকার তাওফিক দান করুন ।আমিন ।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:০৫
250727
আবু জান্নাত লিখেছেন : সুন্দর কবিতা।
সত্যিকারের মানুষ হলে পারতে না এমন করতে
মানুষ নামের দানব বলেই পেরেছ এমন করতে।।

আপু হটাৎ এমন কথা? কেউ কি আপনাকে অপমান করেছে বা কষ্ট দিয়েছে?
১৮ মার্চ ২০১৫ রাত ১০:০৭
250728
আবু জান্নাত লিখেছেন : আপনার দোয়াটি আল্লাহ তায়ালা কবুল করলে আমার দুনিয়া ও আখিরাত স্বার্থক হবে। আপনার দোয়ার সাথে বলছি আমীন।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:১৩
250729
সত্যলিখন লিখেছেন : শুনেন, যাদের মা বাবা থাকে না তাদের কে এই পৃথিবীর কেউই ভালবাসে না ।এই পৃথিবী উচ্চ মর্যাদাবানদের ভালবাসতে জানে ,আমাদের মতনদের কে নিয়ে খেলা করে ,বিড়াল যেমন ইঁদুর নিয়ে খেলা করে । মারেও না আবার ছাড়েও না । আল্লাহ আমাদের জন্য যথেষ্ট । তিনি সর্বশক্তিমান। তাই আল্লাহ সবাই উত্তম প্রতিদান দান করুন ।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:২১
250731
সত্যলিখন লিখেছেন : ইন শা আল্লাহ ।আল্লাহ আমাদের এই মৌলিক ভালবাসার মুল্যায়ন করে আমাদের কে উনার আরশের নীচে ও জান্নাতুল ফেরদাউসে স্থান করে দিবেন । দুনিয়াতে আসল ভালবাসার মুল্যায়ন নাই বা পেলাম ।আখিরাতে এই আর্জি আল্লাহর দরবারে পেশ করব ।জ্ঞান না হতে ছোট বেলায় বাবা হারিয়েছি। একটু জ্ঞান হবার সাথে সাথে মা কেও হারিয়েছি ।তাই বলে সবার ভালবাসা হারালেও তোমার ভালবাসা পাবার আশায় তোমার নেক্কার গোলামদের দুনিয়ার স্বার্থে নয় তোমাকে পাবার স্বার্থে ভালবেসেছি ।সেই ভালবাসার প্রতিদান ইন শা আল্লাহ পরকালে রহমানুর রাহিম দিবেন ।আল্লাহ সেখানে আপনাকেও রাখুন এই চাওয়া রইল।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:২৩
250732
আবু জান্নাত লিখেছেন : আপু মনি, সত্যিই কেউ ব্যথা দিয়েছে বুঝি! তাতে চিন্তার কারণ নেই, আপনি সত্যের উপর অটল থাকবেন, আল্লাহ তায়ালা আপনাকে সাহায্য করবেন। কষ্টদাতাকে মাফ করে দিন আপু, আল্লাহ তায়ালা আপনাকেও মাফ করে দিবেন। তো কি দুলাভাই নাকি অন্য কেউ?
যারা এতিম, যাদের মাতা পিতা নেই, তাদের পৃথিবীর কেউ ভালো না বাসলেও আমাদের প্রিয় নবী ভালোবাসতেন। প্রিয় নবী বলেছেনঃ "হে আল্লাহ আমাকে মিসকিন হিসেবে জীবিত রেখো, মিসকিন হিসেবে মৃত্যুদান করিও, মিসকিনদের দলে আমার হাসর করিও"। এই বাণীটি আপনার জন্য সুসংবাদ। চিন্তার কারণ নেই। মন খারাফ করবেন না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে।
১৮ মার্চ ২০১৫ রাত ১০:৪৯
250734
সত্যলিখন লিখেছেন : আল্লাহ মাফ করুন ।আপনার দুলাভাই দুনিয়াতেই আমার থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন আদর্শ স্বামী। এই মানুষটা আছে বলেই এখনো পৃথিবীটা এতো সুন্দর লাগছে।আরো বাচতে ইচ্ছে করছে । আমি সবাইকে সাথে সাথে মাফ করে দেই । কারন আমার গুনাহ মাফ পাওয়ার নিয়ামত হিসাবে এই ব্যাথা গুলো আসে।তাই আল্লাহ সবাইকে সুখে শান্তিতে দুনিয়া ও আখিরাতে জান্নাতী সুখে রাখুন ।আপনার মন্তব্যটাই আমার জন্য অনেক বড় শান্তনা ও সবরের বিশাল ভান্ডার হিসাবে হৃদয়ে স্থান পেলো ।আল্লাহ আপনাকে প্রশান্ত চিত্তের অধিকারীদের কাতারে শামিল করুন আমিন ।
309740
১৮ মার্চ ২০১৫ রাত ১১:৫০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইস!!!! এখনো কত সোহাগ! আহারে ঢং দেখে বাঁচিনা!
১৯ মার্চ ২০১৫ রাত ১২:১৩
250744
সত্যলিখন লিখেছেন :
309749
১৯ মার্চ ২০১৫ রাত ০২:০১
আফরা লিখেছেন : মানুষই মানুষকে ভুল করে কষ্ট দেয় আপু চিন্তা করিয়েন না আপু সব ঠিক হয়ে যাবে ।
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:১১
250807
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আফরামনি, তোমার সুন্দর মন্তব্য ও সবরের উপদেশের জন্য আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।আমিন।
309759
১৯ মার্চ ২০১৫ রাত ০২:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাসি হাসি করে পরলাম কই আর?
বেদনার বোঝা বইতে বইতে চার পাশ শুধু আঁধার!

হাসতে পারতাম আসত যদি বৃষ্টি
বিজতে গেলে হাসত সবাই হত কিছু সৃষ্টি।


১৯ মার্চ ২০১৫ সকাল ১০:১৩
250808
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম আপা দুলাভাই, সুন্দর মন্তব্য জন্য আল্লাহ তোমাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।আমিন।
309785
১৯ মার্চ ২০১৫ সকাল ১০:০৮
১৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৫
250888
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।সবুজ ভাই এর

সবুজ পাতার সাথে লাল গোলাপ ,
গেথে নিলাম শ্রদ্ধার সন্মানের
ভালবাসার লাল সুতায় ,
রেখে অতি যতনে হৃদয়ে,
বিনিময়ে আল্লাহ দান করুন
সবুজ ভাইকে জান্নাতের সবুজ বাগান।
309793
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : কেমন আছেন ?
১৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:১৭
250889
সত্যলিখন লিখেছেন :

309794
১৯ মার্চ ২০১৫ দুপুর ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : আমার উপর রাগ করেছেন নাকি ? যদিকষ্ট দিয়ে থাকি ক্ষমা চাচ্ছি। আপনি এত সিরিয়াস তা জানতাম না। আপনার স্বামীর শরীর স্বাস্থ্য কেমন এখন ?দোয়া রইলো
১৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:৩৭
250891
সত্যলিখন লিখেছেন : আপনি তো আমার সাথে এমন কোন আচরন করেছেন বলে তো আমার স্মরনে আসছে না। ব্লগে মন্তব্যের জবাবে আমার কোন বেয়াদপি হলে বরং আমি ক্ষমাপার্থী। যাকে নিয়ে আমার কবিতা গল্প লেখার ছন্দ তাকে আমি দুনিয়াতে কিছু বলব না তবে আখিরাতে ছাড়ব না ।
ইন শা আল্লাহ আল্লাহ আরশের ছায়াতলে আমি পাব উনাকে ।
অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ উনি ভাল আছেন। আমার জন্য দোয়া চাইতে এই দোয়াটা চাইবেন তিনি আমার এই শেষ ভালবাসার সম্বল্টুকু নিয়ে আমাকে যেন ঈমানের কঠিন পরীক্ষায় না ফেলেন।বরং আমাকে আল্লাহ শহীদি মরন দিয়ে উনার ভালবাসার অশ্রু মিশ্রিত একমুঠো মাটি যেন আল্লাহ আমার কবরে রাখার সুযোগ উনাকে দান করেন । আমার খুব চাওয়া আমার প্রভুর কাছে উনার কোলে মাথা রেখে জীবনের শেষ ঘুমটা যাওয়ার।



১৯ মার্চ ২০১৫ রাত ০৮:৪৪
250903
দ্য স্লেভ লিখেছেন : আমিন
310052
২০ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : চারিদিকে আজ চাপা কান্না। সেই চাপা কান্নার আড়ালে আমাদের হাসিগুলি ঢাকা পড়ে যায়।
http://insidebd.net/news/2015/03/07/details/16163
০৪ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৩
253941
সত্যলিখন লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়য়াল আখিরাত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File