হাসি দিয়ে মনের সব ব্যাথা ডেকে রাখি।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৮ মার্চ, ২০১৫, ০৯:৪৩:৪৭ রাত
হাসি দিয়ে মনের সব ব্যাথা ডেকে রাখি।
পারভীন সুলতানা
হৃদয় প্রাচীর বন্ধ থাকে
কিভাবে সেখানেই ডুকে থাক,
নিঃশ্বাসে সাথেই তুমি থা্ক ,
স্বপনে নয়ন জুড়ে থাক ।।
তুমি কেন এমন লুকোচুরি খেল?
হিয়া টা ভয় পেয়ে চমকে গেল।
মন টারে আপন মনে বেঁধে রাখি,
পাতা ঝরা শুন্য ডাল ধরে রাখি।।
জীবন এর পড়ন্ত বিকালে কেন এলে?
একটু খানি আলোর ঝিলিক কেন দেখালে?
তারপরে ঘোর অমানিশায় কেন হারালে?
সুখের আলপনা হৃদয়ে কেন আঁকলে ?
এখনো আগের মতই অনেক হাসতে থাকি,
হাসি দিয়ে মনের সব ব্যাথা ঢেকে রাখি।
প্রদীপের আলোকে ভালবেসে মরে প্রজাপতি,
সেই মরনে প্রদীপের হয় না তো কোন ক্ষতি ।।
সত্যিকারের হৃদয় হলে পারতে না ভুলতে ,
নিরেট পাথরের হৃদয় বলে পেরেছ ভুলতে।
সত্যিকারের মানুষ হলে পারতে না এমন করতে
মানুষ নামের দানব বলেই পেরেছ এমন করতে।।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপু হটাৎ এমন কথা? কেউ কি আপনাকে অপমান করেছে বা কষ্ট দিয়েছে?
যারা এতিম, যাদের মাতা পিতা নেই, তাদের পৃথিবীর কেউ ভালো না বাসলেও আমাদের প্রিয় নবী ভালোবাসতেন। প্রিয় নবী বলেছেনঃ "হে আল্লাহ আমাকে মিসকিন হিসেবে জীবিত রেখো, মিসকিন হিসেবে মৃত্যুদান করিও, মিসকিনদের দলে আমার হাসর করিও"। এই বাণীটি আপনার জন্য সুসংবাদ। চিন্তার কারণ নেই। মন খারাফ করবেন না। ধৈর্য ধারণ করুন, আল্লাহ চাহে তো সব ঠিক হয়ে যাবে।
বেদনার বোঝা বইতে বইতে চার পাশ শুধু আঁধার!
হাসতে পারতাম আসত যদি বৃষ্টি
বিজতে গেলে হাসত সবাই হত কিছু সৃষ্টি।
সবুজ পাতার সাথে লাল গোলাপ ,
গেথে নিলাম শ্রদ্ধার সন্মানের
ভালবাসার লাল সুতায় ,
রেখে অতি যতনে হৃদয়ে,
বিনিময়ে আল্লাহ দান করুন
সবুজ ভাইকে জান্নাতের সবুজ বাগান।
ইন শা আল্লাহ আল্লাহ আরশের ছায়াতলে আমি পাব উনাকে ।
অনেকের চেয়ে আলহামদুলিল্লাহ উনি ভাল আছেন। আমার জন্য দোয়া চাইতে এই দোয়াটা চাইবেন তিনি আমার এই শেষ ভালবাসার সম্বল্টুকু নিয়ে আমাকে যেন ঈমানের কঠিন পরীক্ষায় না ফেলেন।বরং আমাকে আল্লাহ শহীদি মরন দিয়ে উনার ভালবাসার অশ্রু মিশ্রিত একমুঠো মাটি যেন আল্লাহ আমার কবরে রাখার সুযোগ উনাকে দান করেন । আমার খুব চাওয়া আমার প্রভুর কাছে উনার কোলে মাথা রেখে জীবনের শেষ ঘুমটা যাওয়ার।
http://insidebd.net/news/2015/03/07/details/16163
মন্তব্য করতে লগইন করুন