রিফাতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাঃ ৩ দিনের রিমান্ড মঞ্জুর
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৪৪:৪১ রাত
রিফাতের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলাঃ ৩ দিনের রিমান্ড মঞ্জুর
পরীক্ষার কেন্দ্র থেকে জামায়াত নেতার ছেলেকে আটকের পর অমানুষিক নির্যাতনের অভিযোg
এস এস সি পরীক্ষা দেয়ার সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম
খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানকে আটক করে র্যাব হেড কোয়ার্টারে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার উত্তরা হাইস্কুল কেন্দ্র থেকে তাকে আটক করে র্যাব হেড কোয়ার্টারে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মাহফুজুল ইসলাম বলেন, ‘গোয়েন্দা পুলিশ রিফাতকে আটক করেনি। আর এসএসসি পরীক্ষার্থীকে তো আটক করার প্রশ্নই আসে না।’র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খানও দাবি করেন, র্যাব তাকে আটক করেনি।
তবে সংশ্লিস্ট সূত্র জানায় জামায়াতের কেন্দ্রীয় নেতার ছেলে হিসেবে গুরুত্বপূর্ন তথ্য থাকার সন্দেহে তার উপরে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের মাধ্যমে তার বাবা ও অন্যান্য জামায়াত নেতাদের সম্পর্কে তথ্য আদায়ের চেষ্টা করছে র্যাব। এতে এসএসসি পরীক্ষার্থী রিফাত আব্দুল্লাহ খান মারাত্মকভাবে আহত হয়েছেন
ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের ছেলে রিফাত আব্দুল্লাহ খানের বিরুদ্ধে পল্লবী থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রোববার আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীসহ কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করেছে রিফাত আব্দুল্লাহ।
এ অভিযোগে গত শুক্রবার উত্তরার একটি স্কুলের পরীক্ষার কেন্দ্র থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযোগে আরো জানা গেছে, গত ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতের তা-ব মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর যে সব সদস্য দায়িত্ব পালন করেছেন। তাদের দেখে নেওয়ারও হুমকি দেন রিফাত আব্দুল্লাহ।
এছাড়া, শাহরিয়ার কবির, ট্রাইবুনালের আইনজীবী ও পুলিশকে টার্গেট করেও ফেসবুকে কটূক্তি করে আসছিল রিফাত। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসএসসি পরীক্ষার্থী রিফাতের প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার চিন্তা করছে।
আর অবরোধ-হরতালে নাশকতা ও সহিংসতায় জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
পল্লবী থানার সহকারী পরির্দশক (এসআই) মনিরা আক্তার শীর্ষ নিউজকে জানান, গোয়েন্দা পুলিশের এসআই তোফাজ্জল হোসেন বাদি হয়ে তথ্য প্রযুক্তির আইনে শনিবার পল্লবী থানায় ৩৪ নম্বর মামলা দায়ের করেছেন।
http://www.csbnews24bd.com/?p=5870
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেখকের সাথে সহমত
আমারতো মনে হয় কিশোর রিফাত যদি সে রকম কিছু করেই থাকে তবে সে তা শিখেছে সরকারের ঐ সমস্ত হর্তা-কর্তাদের কাছ থেকেই। যানিনা আরো কত লক্ষ্ রিফাত ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে সেগুলো ফেরত দেয়ার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুণ্।
দেখুন - সরকারের ছয় বছরের কর্মকান্ডে ৬ লাখের বেশী ঘটনা ঘটেছে - যেখানে আইন বলে কোন কিছুর বালাই ছিল না। ইতোমধ্যে পাড়াপ্রতিবেশী সহ সারা বিশ্ব জানে যে বাংলাদেশ সরকারপ্রধান সাগর-রুনীর মত আইনকে শুধু হত্যাই করেনি ইতোমধ্যে ওটাকে পোষ্টমর্টেম করে মর্গে রেখে দিয়েছে - আর তার বিস্তৃত ফিরিস্তি দিয়েছে পুলিশ, র্যাব এর কর্তা ব্যাক্তির পাশাপাশি সমাজ কল্যান? মন্তরী ও - অথচ বিরোধী দলগুলো যেন আইনের প্রান ফিরে আসবে বলে ধ্যানে মগ্ন হয়ে আছে।
আমরা মরা আইনের প্রেতাত্মাকে দিয়ে কাদের মোল্লাকে ও খুন করতে দেখলাম - তবুও আমাদের বিরোধী দল সমূহের আইনের আশ্রয়ের প্রত্যাশা দেখলে - কষ্ট হয়, যাতনা হয়।
তারচেয়ে হাসিনাকে সামহোয়াট রব মানলেও ভাল হতো - ঠিক যেভাবে তোফায়েল রা ওনাকে রব মানেন।
মন্তব্য করতে লগইন করুন