তবুওকি বলতেই হবে আজি বসন্ত।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫০:৫৩ রাত

তবুওকি বলতেই হবে আজি বসন্ত।



বাগানে ফুল ফুটছে কোকিল ডাকছে

মৌমাছি ফুলে ফুলে গুনগুন করছে

অলিরা কলিদের কানে কানে

কি কি জানি গোপনে বলে যাচ্ছে ।।

আমি বলি,প্রভু! প্রিয়জন দূরে কেন?

এত বিরহের জ্বালা হৃদয়ের ব্যাথা

বুকের সকল দুঃখ কষ্ট দূর করে

ক্লান্ত হিয়াটাকে সুখে ভরে দাও।।

প্রিয়জন হারাবার পীড়নে

কেন স্বজনের পীড়িত এ মন?

স্বামী সন্তান কেন দূরে থাকতে হয়

তাদের খাবার নিয়ে হেরায় যেতে হয় ?

আজি বসন্তের আনন্দে নাচেনা কেন মন

অতন্দ্র প্রহরী হয়ে জেগে থাকে রাতে দু'নয়ন

পোড়া আখি গুলো লোনা জলে ভাসায় বদন,

হাজার স্মৃতি ভেসে বেড়ায় হৃদয় গগন।।

হৃদয়ে ফুল ফুটে নাই পাখি ডাকে নাই,

কোকিলের কুহুতান কানে বাজে নাই

তবুওকি বলতেই হবে আজি বসন্ত।

আজিকার বসন্তের ফুলেল আনন্দে

ভরে থাকুক সবার জীবন বাগান।।

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304337
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আজিকার বসন্তের ফুলেল আনন্দে
ভরে থাকুক সবার জীবন বাগান।।

আমিও এটাই চাই Rose
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৫
246176
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying
304339
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৫
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৭
246177
সত্যলিখন লিখেছেন : আজিকার বসন্তের ফুলেল আনন্দে
ভরে থাকুক সবার জীবন বাগান।।
304362
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩১
দ্য স্লেভ লিখেছেন : আপনার জীবন হয়ে উঠুক বসন্তময়। আল্লাহ আপনার কল্যান করুক সব সময়
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৮
246180
সত্যলিখন লিখেছেন :
১৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৫৮
246181
সত্যলিখন লিখেছেন :
304381
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:০০
আবু তাহের মিয়াজী লিখেছেন : আপনার জম্য এই অধমের পক্ষ থেকে দোয়া থাকলো। Praying
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১০
246207
সত্যলিখন লিখেছেন :
১৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১৪
246410
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমীন।
304384
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:১৩
শেখের পোলা লিখেছেন : শিমুল পলাশ ডালে দেখিলে আগুন,
বুঝে নিও মোর গাঁয়ে এসেছে ফাগুন৷
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১৪
246210
সত্যলিখন লিখেছেন :
304391
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫১
লজিকাল ভাইছা লিখেছেন : আমি বললাম না, কারন যারা বলে তাদেরকে জিজ্ঞেস করি এখন বাংলা কত সাল?? আপু আপনার মন ছুঁয়ে যাওয়া লেখার জন্য অনেক ধন্যবাদ। আপনার ভাইছার পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকল। আল্লাহ্‌ আপনাকে দুনিয়া ও আখেরাতে কল্যান দান করুন,আমীন।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:১১
246208
সত্যলিখন লিখেছেন : “হে আল্লাহ্‌ তুমি মাফ করে দাও গুনাহ,ত্রুটি,বিচ্যুতি এবং অজ্ঞতা,আমার কাজ কর্মে আমার সীমালঙ্ঘন এবং আমার তরফ হতে সংঘটিত সেসব অপরাধ যা তুমি আমার অপেক্ষা অবহিত রয়েছ ।।“
বুখারী শরীফ -৬৩৯৮Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File