হায় হায় !ম্যাডাম করল কি!

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪৬:৪৫ রাত



পুড়লো শিশু মোমবাতির আগুনে

আপা কাইন্দা নয়ন ভাসায় বানে।

কেন টিসু ভিজছে না?

গ্লিসারিন টা কি খাটি না?

সব খানে কি ভেজাল থাকলে হয়?

শেষ মেষ থু থু দিয়ে চোখ ভিজাতে হয়।।

বুবু আমার পাক্কা অভিনেত্রী

যতই অবরোধ দেক দেশনেত্রী।।

শিশু কান্দে মিথ্যা দেখে

দিদি কান্দে মুখ ঘুরিয়ে।

বেকুবের দল অবাক হয়ে

তাকিয়ে রয় অপলক নয়নে।।

হায় হায় !ম্যাডাম করল কি!

পানি ঢালার জায়গা এটা নাকি?

বিষয়: বিবিধ

১৩৪৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304270
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:১০
শেখের পোলা লিখেছেন : শুধুই কি তাই,
ঢালছে টাকা গৌরী সেনের,
তাতো দেখেন নাই৷
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:১৬
246114
সত্যলিখন লিখেছেন : দিদির কান্ড দেখতে দেখতে চশমার পাওয়ার ৩ বার পাল্টালাম তাতো আপনাকে জানাই নাই।জাযাকাল্লাহু খাইর ।
304280
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৭
লজিকাল ভাইছা লিখেছেন : প্রতিভা,সত্য এবং চুল্কানি চাইলেও লুকান যায় না।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩২
246118
সত্যলিখন লিখেছেন : ভাইছা ,আপনার লজিকেল দৃষ্টিতে হাসিনা আপার মাঝে আপনার উল্লেখ করা তিন গুনের সমাহারে আপা হলেন ত্রিফলা। সাধনা ঔষধালয়ের মত সব ঔষধ আপা দিতে জানেন।
অনেক পরে আমার ব্লগে আসার জন্য আন্তরিক ভাবে চাইব আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন।
304313
১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:১০
লজিকাল ভাইছা লিখেছেন : আপনার ব্লগে আমি নিয়মিত থাকার চেস্টা করি। হয় ত ছোট মানুষ টি কে আপনার নজরে পড়েনি।
304330
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চৈতের ওয়াজ পেীষ মাসে হইত আগে।
এখন এক বিছানার কান্না অন্য বিছানায়!!
আমরা আর হাসি না!!
২৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১২
247631
সত্যলিখন লিখেছেন : হবুচন্দ্র রাজার দেশে কান্দতে মানা ছিল ।আর আমাদের হাসু বুবুর দেশে হাসতে মানা সকল প্রজার কান্দবে সকল লোক ।লাসের বন্যা বাসিয়ে দিচ্ছি তাও কান্দছে না জনগন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File