হায় হায় !ম্যাডাম করল কি!
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৪৬:৪৫ রাত
পুড়লো শিশু মোমবাতির আগুনে
আপা কাইন্দা নয়ন ভাসায় বানে।
কেন টিসু ভিজছে না?
গ্লিসারিন টা কি খাটি না?
সব খানে কি ভেজাল থাকলে হয়?
শেষ মেষ থু থু দিয়ে চোখ ভিজাতে হয়।।
বুবু আমার পাক্কা অভিনেত্রী
যতই অবরোধ দেক দেশনেত্রী।।
শিশু কান্দে মিথ্যা দেখে
দিদি কান্দে মুখ ঘুরিয়ে।
বেকুবের দল অবাক হয়ে
তাকিয়ে রয় অপলক নয়নে।।
হায় হায় !ম্যাডাম করল কি!
পানি ঢালার জায়গা এটা নাকি?
বিষয়: বিবিধ
১৩৪৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঢালছে টাকা গৌরী সেনের,
তাতো দেখেন নাই৷
অনেক পরে আমার ব্লগে আসার জন্য আন্তরিক ভাবে চাইব আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন।
এখন এক বিছানার কান্না অন্য বিছানায়!!
আমরা আর হাসি না!!
মন্তব্য করতে লগইন করুন