যে কারনে আপনি আওয়ামিলীগের বিরুদ্ধে অংশগ্রহণ করবেন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ জানুয়ারি, ২০১৫, ০১:১৬:০৫ রাত

যে কারনে আপনি আওয়ামিলীগের বিরুদ্ধে অংশগ্রহণ করবেন



নিচের পয়েন্টগুলি পড়ে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন তাদের সমর্থন করা যায় কিনা?

(১)ক্ষমতায় এসেই বাইতুল মোকাররমের সাবেক খতিব হক্বপন্থী মাওলানা নুরুদ্দীন কে পরিকল্পিতভাবে হত্যা করে বিতর্কিত ব্যক্তি মাইজভান্ডারী ভন্ড সালাহউদ্দীন কে খতীব নিয়োগ করে "ইসলাম-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দলোনের কেন্দ্রবিন্দু বাইতুল মোকাররম" কে নিষ্ক্রিয় করণ।

(২)একজন নাস্তিক কে 'ইসলামিক ফাউন্ডেশন'-এর চেয়ারম্যান নিয়োগ, সকল ইসলামিক প্রকাশনা বন্ধ করে "মুজিব-সমগ্র" প্রকাশের উদ্যোগ, প্রতিষ্ঠা-বার্ষ িকীতে মসজিদপ্রাঙ্গনে মার্কিন নগ্ন তরুণী দিয়ে নৃত্য।

(৩)ওয়ার্ল্ড ক্রিকেট উদ্বোধনী অনুষ্ঠানে মুজিব ও দেশী-বিদেশী পর্নো সংস্কৃতি বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতেগিয়ে জাতীয় মসজিদে তিন ওয়াক্তের "আযান" এ নিষেধাজ্ঞা।

(৪)সংবিধান থেকে "রাষ্ট্রধর্ম ইসলাম" ও "আল্লাহর উপর আস্থা" কে অপসারণ।

(৫)কুরআন বিরোধী নারী-নীতিমালা প্রণয়নের তীব্র চেষ্টা।

(৬) নাস্তিক বাম কর্তৃক শিক্ষানীতি প্রণয়ন, "ইসলাম ধর্ম শিক্ষা" কে ঐচ্ছিক করার অপচেষ্টা।

(৭) ২০জন বোরকা পরিহিতা কে জেলে নিয়ে বোরকা খুলতে বাধ্য করণ, হাইকোর্টে বোরকায় বাধ্যতা নিষেধ রায় দিয়ে পরোক্ষভাবে উলঙ্গপনায় স্বাধীনতা প্রদান।

(৮) প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'মা কালী' কে প্রশংসা করে আল্লাহর সাথে শিরক।

(৯) ডেপুটি স্পিকার শওকতের বোরকা অবমাননা, কুৎসিত চেহারা ঢাকতেই বোরকা পরা হয়।

(১০) আওয়ামী অসংখ্য মন্ত্রী এম.পি নেতাকর্মীদের প্রকাশ্যে ইসলাম বিরোধী বক্তব্য।

(১১) আল্লাহ, রসুল কে কটূক্তিকারী দের পদলেহন, নিরাপত্তা ও উত্সাহ প্রদান।

(১২) সর্বপোরি নাস্তিক খোদাদ্রোহী দের পক্ষালম্বন।

(১৩) নাস্তিকতার বিরুদ্ধে আন্দোলনে/ মিছিলে ওলামা ও সাধারণ মুসল্লীদের পুলিশি হামলায় হত্যা।

(১৪) পাঠ্যবইয়ে ইসলাম অবমাননা।

(১৫) প্রথম শ্রেণীর বাংলা বই থেকে "মহানবী (সা)এর ভালবাসা" গল্পটি উচ্ছেদ।

(১৬) দ্বিতীয় শ্রেণীর বই থেকে "সবাই মিলে করি কাজ"(খন্দক যুদ্ধের ঘটনা) অপসারণ।

(১৭)৩য় শ্রেণীর বই থেকে "তুলি দুই হাত করি মোনাজাত" ও "হযরত আবু বকর" নিশ্চিহ্ন।

(১৮) ৪র্থ শ্রেণীর বই থেকে "হযরত উমর(রা)" উধাও।

(১৯)৫ম শ্রেণীর বই থেকে"বিদায় হজ্ব" প্রবন্ধটির মূলোত্পাটন।

(২১) মাদ্রসার বোর্ডের নবম-দশম বই এ আল্লাহর সন্তান আছে বলে উল্লেখ করা।

(২২) মহানবী স: কে ধর্ম নিরেপেক্ষ নবী বলা এবং মদীনাকে ধর্মনিরেপক্ষ রাষ্ট্র বলা।

(২৩) কোরআনের আয়াতের বিকৃতি ও অপব্যাখ্যা করা।

(২৪)শেখ মুজিবুর ও অন্যান্য কল্পিত রুপকথা দিয়ে শিশুদের ধর্মীয় মূল্যবোধ থেকে বঞ্চিতকরণ।২৫) ২০০৯ সালের ২৫ শে ফ্রেব্রুয়ারী দক্ষ চৌকশ ধর্মপরায়ন সেনা সদস্যদের হত্যা করে দেশের সীমান্ত খুলে দেওয়া

ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি।

আওয়ামীলীগকে আগে চোর, হিংস্র ও দেশাদ্রোহী মনে হত। আর এখন তার ধর্ম নিয়ে সন্দেহ হয়। তাই সমর্থন দেয়ার আগে ভাবুন শতবার। cltd

তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে ৷suara Ale Imran 104

" আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না ৷ এই ধরনের লোকেরা আসলে জীবিত ৷ কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের কোন চেতনা থাকে না ৷সুরা বাকারা আয়াত ১৫৪

আল্লাহ এখানে মৃত্যু শব্দটি এবং এর ধারণা দ্বারা মানুষের মনে ভীতির সঞ্চার করেন নাই । আল্লাহ জানেন ্মানুষ মৃত্যুর কথা শুনে সে মনের সাহস ও শক্তি হারিয়ে ফেলে । তাই আল্লাহর পথে শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে । কারণ তাদেরকে মৃত বললে ইসলামী কায়েমের দলের লোকেরা জান মাল উতসর্গ করে জিহাদ, সংঘর্ষ ও প্রাণ উৎসর্গ করার প্রেরণা স্তব্ধ হয়ে যাবার সম্ভাবনা দেখা দেবে । এর পরিবর্তে ঈমানদারদের মনে এই চিন্তা বদ্ধমূল করতে বলা হয়েছে যে, আল্লাহর পথে যে ব্যক্তি প্রাণ দেয় সে আসলে চিরন্তন জীবন লাভ করে । এই চিন্তাটি প্রকৃত ব্যাপারের সাথে পূর্ণ সামঞ্জস্যশীলও । এ চিন্তা পোষণের ফলে সাহস ও হিম্মত তরতাজা থাকে এবং উত্তরোত্তর বেড়ে যেতেও থাকে।

বাংলাদেশে ইসলামের ধ্বংসের জন্য বর্তমানে যেই অরাজগতা অন্যায় অবিচার চলছে তা আইয়্যামে জাহিলিয়াতের যুগেও হয়নি । মিশর ফিলিস্তিন আফগানিস্থান সব দেশের থেকে খারাপ অবস্থ্যা চলছে । নিজের দেশের স্বাধীনতা বলতে আমাদের কথা বলার অধিকার্ও আমরা হারিয়ে ফেলেছি । পাখপাখালীর চেয়েও নিরাপত্তাহীন্তায় ভুগছি ।মা কান্দে সন্তান হারায়ে স্ত্রী কান্দে স্বামীর জন্য , সন্তান ভাই বোন কান্দে বাবা ভাইয়ের জন্য । ফেরাউনের সময় তার উত্তরসুরীরা এতো নিষ্টুর ছিল না ।এর পরেও আপনারা কি ঘরে বসে থাকবেন ?



বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302126
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত কিছুর পরেও যারা আওয়ামি লিগ কে সমর্থন করেন তারা কি তাদের মুসলিম বলে দাবি করতে পারবেন!!

( আজকেই এক মন্ত্রি বোরকা পড়তে নিষেধ করেছেন)
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫১
244364
সত্যলিখন লিখেছেন : এই কথা বলার সাহস আপনার ছাড়া আর কারো আছে বলে এই দুই দিন মনে হয় নাই । নিরবতা সম্মতির লক্ষন ।আমরা হলাম নিরব দর্শক মুসলমান।
302313
৩১ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:২৭
প্রেসিডেন্ট লিখেছেন : ফেরাউনের চেয়েও অনেকগুণ বেশি এই জালিম এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানের দাবি। আমি মনে করি, দল মত নির্বিশেষে যে সকল মুসলমান এদের বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যুবরণ করবেন আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন।
৩১ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
244536
সত্যলিখন লিখেছেন : সহমত ।ইনশাল্লাহ । তাই চেষ্টা চলবে সব সময়।Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File