কোথায় সুন্নত ?রাসুল সাঃ সুন্নত আর সুন্নতে খাতনা নামে শরিয়তকে ধ্বংস করা হচ্ছে?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২০ ডিসেম্বর, ২০১৪, ০২:০৯:৩৯ রাত
সাহেব সকালেই বললেন ,রাতের রান্নার আয়োজন না করতে ।আমি বুঝেছি কোথায়ও দাওয়াত আছে। জানতে চাইলাম কোথায় ও কি অনুষ্টাণ ?
সাহেব আত্নীয়ের নাম নিয়েই বললেন তার ছেলের আজ গায়ে হলুদ আর আগামী কাল অনুষ্টান। আমি ভেবেছি , কয়দিন আগে ছেলে হল আজ শুনি গায়ে হলুদের অনুষ্টান।
স্টাটেজে দুলার সাজে ছোট বাচ্ছা ছেলে বসা ।আম আর আমার মামনি অবাক হয়ে দুলা দেখছি আর বড় বড় অক্ষরে লিখা সোহানের গায়ে হলুদ ।আমরা দুই জন দুই জনের দিকে তাকাচ্ছি আর নাচগান বাদ্যযন্ত্রের আওয়াজে কেউ কাউকে কিছু বলার ছিল না । তাও পাশে এক ভাবীর পাশে বসে জানলাম কার সাথে বিয়ে হচ্ছে এই ছোট ৭/৮ বছরের বাচ্ছাটার । তিনি জানালেন , না এই গায়ে হলুদ সুন্নতেখাতনা মানে মোসলমানীর অনুষ্টানের আগের অনুষ্টান।আমি অভাক।
কোথায় সুন্নত ?
রাসুল সাঃ সুন্নত আর সুন্নতে খাতনা নামে শরিয়তকে ধ্বংস করা হচ্ছে?
যেখানে ইসলামের ফরজ সুন্নত ফলের বালাই নেই তবে ১০০% ছিল প্রতিবেশি বিধর্মীদের কালচারের চিত্তবিনোধনে পরিপুর্ন।কিন্তু আমরা মুসলমানরা কোন দিকে এই সুন্টানতে খাওতনাকে নিয়ে যাচ্ছি ।আমরা যা করছি তা আল্লাহর বিধানের ও রাসুল সাঃ এর শরিয়তের পরিপন্থি।
সেখানে পর্দা ফরজ তা আমি ,আমার মামনি ((ছেলে বৌ)আমার দাদুমনি পর্দা করেছিলাম ।
আমার আজ মনে হল শয়তান লজ্জা দ্বীধাদন্দে ছিল আসলে আমরা রাসুলের উম্মতের দাবীদার কিনা? মুসলমান মোসলমানী করার পরে অনুষ্টান ও অনুষ্টানের পূর্বে গায়ে হলদের সন্ধ্যা নামে যে আপত্তিকর ও অশ্লীল আয়োজন করেন । তাতে যেয়েআল্লাহর আযাব আর পাপের ভাগী হতে হয় ।আর না গেলে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন হয় । এই খানে ওহিনুকুল সম্পর্কে মানুষের জান যায় যায় অবস্থ্যা । আমার দাদুমনি কিছুতেই সেখানে থাকবে না ।আর আমার দাদা ভাই কিছুক্ষন দাদীর কোলে বসে নৃত্যের তালে তেলে নেচে এর পর আর সহ্য হচ্ছে না এরপর দাদী কে দেখায়ে দিলো তাকে নিয়ে বাহিরে চলে আসতে ।
আপনি এই সময় কি করবেন তা ভাবতে হয় অনেক সময় ধরে ।কারন না গেলে হবে আত্নীয়ের সাথে নোমালিন্য হবে। আর এই ইসলাম অজানাদের ছাড়া ইসলামের দাওয়াত কাকে দিতে যাবেন ? । আমার ঐ সময়টা পার করতে অনেক কষট হয়েছে কিন্তু আত্নীয়তা সম্পর্ক ঠিক রেখে ইসলামের মডেল হয়ে তাদের মাঝে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার কথা মনে করে ধৈর্য্য ধরে আল্লাহর সাহায্য চেয়েনি । আর তাদের মাঝে হিন্দি বাংলা অশ্লীল গানের সাথে নৃত্যের যে মহড়া ছিল তাতে মনে হয়েছে ইসলামের অজ্ঞতাই তাদের এই ইসলামের বিধান না পালন করার কারন । তাই দাওয়াতি কাজের লক্ষে সবার সাথে এই জাহান্নামের ভিতরেও দাওয়াতি কাজ করলাম কৌশলে আবার সবার বাসায় যাবার মত সম্পর্ক স্থাপন করে আসলাম ।আল্লাহ হেদায়াতের মালিক ।আলহামদুলিল্লাহ ।
আমার মনে ইসলামের প্রাচার প্রসার আরো বেশি আমরা না ঘটালে এই অসভ্য সংস্কৃতির জোয়ারে য়ামাদের ভবিষ্যৎ প্রজন্ম অনায়াসে জাহান্নামের অনলের অতল গহ্বরে গিয়ে পড়বে ।
তাছাড়া আপনি যেই পরিমান অর্থ এই বেহুদা কাজে অপব্যায় করলেন ।সেই অর্থে বহু পরিবারের শীত বস্ত্র ও অন্ন্ বস্ত্র এর অভাব কিছুটা হলেও পুরন হত ।এই ব্যাকপার্টি আর গায়িকারা মোটা অংকের টাকা নিয়ে সবাইকে পাপের ভাগীধার বানায়ে গেলো । আল্লাহ এই অভিশস্ত অবস্থ্যা থেকে আমাদের সবাইকে রক্ষা করুন ।
তাই আসুন আমরা আর ঘরে বসে থেকে ঘড়ির সময় দেখে জীবন সময় পার হবার আগেই সবাই সবার পরিবার সমাজ রাষ্ট্রে ইসলামের বিধান কায়েম করার চেষ্টা শুরু করি ।
ইসলামের ও রাসুল সাঃ এর আদর্শে আমাদের সমাজ সভ্যতা ও সংস্কৃতি ঢেলে সাজাতে হবে । না হলে আমাদের দুনিয়াতে ও আখিরাতে আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাব না ।
বিষয়: বিবিধ
৪৬৬৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
আল্লাহ আপনাকে আমার ব্লগে আসার জন্য দুনিয়াতে ও আখিরাতে জান্নাতী সুখ দান করুন।
Click this link
টাকা হলে পারত না ।আল্লাহ আপনাকে আমার ব্লগে আসার জন্য দুনিয়াতে ও আখিরাতে জান্নাতী সুখ দান করুন।
Click this link
Click this link
আপনি মুসলমান হলে ৩টি বিষয়ের উপর বিশ্বাস আনতেই হবে
Click this link
মন্তব্য করতে লগইন করুন