হে প্রভু, তুমি শুধুই আমার
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ ডিসেম্বর, ২০১৪, ১২:৪৬:৪৫ রাত
হে প্রভু, আমি যখন ভাবি তুমি শুধুই আমার
কেউ জানে না আমার হৃদয়ের কাবায় তোমার স্থান
তখন তোমাকে ভালোবেসে ফেলি আরো প্রান উজাড় করে
আমার জান মাল সবই দিলাম তোমারে জান্নাতের বিনিময়ে
তুমি কবুল করলে আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হবে।।
প্রভু..তোমাকে ভালো না বাসলে আমি হারিয়ে যেতাম নরকে,
আমি ভালোবাসার আনন্দ টাই অনুভব করতে পারতাম না:
যদি তোমাকে আর তোমার রাসুল কে ভালবাসতে না পারতাম
হে রহমান আমার জীবনকে অভিশাপ্ত করনা.ক্ষমা করে দিও
আমি আজ ও তোমায় ভালোবাসি বলে দুঃখ বেদনায় নিরাশ হইনা।।
আমার দুনিয়াবি সুখ কেউ কেড়ে নিলেও তাতে কোন দুঃখ নেই
যদি আমার দয়াময়!ক্ষমা করে দিয়ে দেন জান্নাতুল ফেরদাউসের সুখ
কিন্তু.আমার মনে্র গহীনে যাদের জন্য রয়েছে বিশাল ভালবাসার ভান্ডার
আমার লুকানো ভালোবাসার মানুষ গুলোকেও তুমি দিও প্রভু একই সন্মান।
তুমি তো জান তাদের কে ভালবাসার মাঝে আমি যে পাই অনাবিল সুখ
তারা কোরানের পথের সৈনিক তাই সেই পথই আমার বেঁচে থাকার সম্ভল।।
যখন আমি প্রিয় হব তোমার,,
তখন তুমি আমার উপর সন্তুষ্ট হয়ে দিও শহিদি মরনের সুখ
রব্বিজ আলনি মুকিমাস সালাতি
ওয়া মিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুয়া
বিষয়: বিবিধ
১৫৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হুমম! মরার পরই আল্লার ব্যবস্থাপনায় জান্নাতের ৭২ বেশ্যার সাথে আকাজ-কুকাজ শুরু করে দিবেন। বসে আছেন ক্যান? আল্লায়ু আকবর বলে সুইসাইড ফাঁটিয়ে দিন জলদি।Click this link
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
Click this link
মন্তব্য করতে লগইন করুন