দাদী -নাতীর ভালবাসা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ অক্টোবর, ২০১৪, ০৬:১৫:০১ সন্ধ্যা



অনেক বৃষ্টি ঝরছে

শুধু তোমাকে মনে পড়ছে,

অবুঝ মনে কেন জানি তোমায়

খুব পেরেশান হয়ে খুজছে।

কেউ বুঝেনি আমার ব্যাথা

নাতি বুঝল মনের কথা।

তাই বন্ধু হয়ে এসে বসল পাশে

দাদী ,বল না তোমার কিহয়েছে?

দাদাকে এমন ব্যাকুল মনে

আমি আছি না খুজবে কেন ?

আমার ভালবাসা তোমার সনে

মনের কথা সব বল মোর সনে।

ডিজিটেল নাতি বলে কি?

মাথায় পড়ল বজ্র টি।

দাদা তোমার শুনলে নাতি

বৃষ্টি ভেজা হাতের ছাতি

তাড়াবে দাদীনাতির প্রেমপীরিতি।

থাম দাদি , ভয় পেও না

তোমার গলা জোড়ানো হাত

আমি কোন দিন ছাড়ব না।

দাদার শক্তি কেমন আছে ?

তা আমার জানা আছে ।

হাস খেল এবার আমার সনে

কাটাও সময় শেষ বিকালের

আনন্দ থাকবে তোমার মনে।

বিষয়: বিবিধ

২৪০৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273198
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
ফেরারী মন লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... Rose Rose
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
217290
সত্যলিখন লিখেছেন : প্রেম কেন আসল নাতীর জীবনে ? পুরান প্রমিক রা চোখ দেখে মন জুড়ায় ।নতুন রা কি আর সেই চোখ পাবে ?
273201
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
শেখের পোলা লিখেছেন : কবি নজরুল বষলেছেন,' আসল চেয়ে সূদ পিয়ারা'৷ দাদা আসল আর নাতি সূদ৷ দাদী নাতির কািনী ভাল লাগল৷ ধন্যবাদ৷
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
217295
সত্যলিখন লিখেছেন : মনের দিক থেকে যৌবন আছে যার , তার কাছেই আসলের চেয়ে সুদের পিয়ারী বেশী। তাই তার কাটায় দাদা দাদীর মাঝখানে থেকে। আর দিনে থাকে দাদির বুকে । এখন কোলে বসে আছে ।আমি আছি দুইজনের ভালবাসার অত্যাচারে । দোয়া চাই দাদা নাতীর জন্য । জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।আমিন।
273207
১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
আফরা লিখেছেন : আপু এটা কিন্তু ঠিক হচ্ছে না...... আপনি দুইজন দখল করলে আমাদের কি হবে........।আমি রূপবান হতে রাজী আপনার নাতির জন্য

১১ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
217297
সত্যলিখন লিখেছেন : আপু , মেয়েরা সব কিছুর ভাগ দিতে রাজি কিন্তু স্বামী আর প্রেমিকের ভাগ দিতে রাজি নয়। তুমি যদি কোথায় সুখের পায়রা খুজে না পাও তোমার সুখের কথা ভেবে তা হলে আমি আমার প্রেমিক নাতীকে তোমার জন্য আমার ভালবাসা কোরবানী করব ইনশাল্লাহ। সেই মন তোমার এই আপুর আছে ।আলহামদুলিল্লাহ।
273295
১২ অক্টোবর ২০১৪ রাত ০১:০৫
বাজলবী লিখেছেন : দাদা, দাদি,নাতিকে নিয়ে সুখে দিন কাটুক।জাযাকাল্লাহ খাইর।
১৩ অক্টোবর ২০১৪ রাত ০২:১৫
217719
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আল্লাহ আপনার দোয়া কবুল করে নিন ।আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
273323
১২ অক্টোবর ২০১৪ রাত ০৩:৪২
ভিশু লিখেছেন : ভালো লাগ্লো...Happy Good Luck
১৩ অক্টোবর ২০১৪ রাত ০২:১৭
217720
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
273713
১২ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব সুন্দর হয়েছে, কিন্তু আপু!!!! থাক বলবনা!
১৩ অক্টোবর ২০১৪ রাত ০২:২১
217727
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । অসমাপিকা মন্তব্য সমাপিকা মন্তব্যের চেয়েও ভয়ংকর।তাই বাকী টুকু বলেই ফেল । হয়ত সেই কথাটাই আমার জীবনের খুব দরকারী উপদেশ ছিল । যা অনেকেই আপন হওয়াতে বলে নাই।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
১৩ অক্টোবর ২০১৪ রাত ০২:২৩
217728
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ । অসমাপিকা মন্তব্য সমাপিকা মন্তব্যের চেয়েও ভয়ংকর।তাই বাকী টুকু বলেই ফেল । হয়ত সেই কথাটাই আমার জীবনের খুব দরকারী উপদেশ ছিল । যা অনেকেই আমাকে আপন না ভাবাতে বলে নাই।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৮
217777
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপু, আমি খুব ভুলোমনা লোক, রাতে বলতে পারিনি চোখে ঘুম ছিল প্রচুর, এখন না বলা কথাটি বলতে চেয়েও আর বলতে পারছিনা, কারণ ভুলে গেছি!!! সরি আপু! তোমাকে উপদেশ দেয়ার সাহস আমি রাখিনা!!!! বরং তোমার কাছ থেকে উপদেশ পেয়ে তদানুযায়ী চলে নিজেকে ধন্য করতে চাই।
১৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৯
217778
গাজী সালাউদ্দিন লিখেছেন : সালামের উত্তর দেয়া হয়নি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহ্মাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File