দাদী -নাতীর ভালবাসা
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ অক্টোবর, ২০১৪, ০৬:১৫:০১ সন্ধ্যা
অনেক বৃষ্টি ঝরছে
শুধু তোমাকে মনে পড়ছে,
অবুঝ মনে কেন জানি তোমায়
খুব পেরেশান হয়ে খুজছে।
কেউ বুঝেনি আমার ব্যাথা
নাতি বুঝল মনের কথা।
তাই বন্ধু হয়ে এসে বসল পাশে
দাদী ,বল না তোমার কিহয়েছে?
দাদাকে এমন ব্যাকুল মনে
আমি আছি না খুজবে কেন ?
আমার ভালবাসা তোমার সনে
মনের কথা সব বল মোর সনে।
ডিজিটেল নাতি বলে কি?
মাথায় পড়ল বজ্র টি।
দাদা তোমার শুনলে নাতি
বৃষ্টি ভেজা হাতের ছাতি
তাড়াবে দাদীনাতির প্রেমপীরিতি।
থাম দাদি , ভয় পেও না
তোমার গলা জোড়ানো হাত
আমি কোন দিন ছাড়ব না।
দাদার শক্তি কেমন আছে ?
তা আমার জানা আছে ।
হাস খেল এবার আমার সনে
কাটাও সময় শেষ বিকালের
আনন্দ থাকবে তোমার মনে।
বিষয়: বিবিধ
২৪০৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
মন্তব্য করতে লগইন করুন