হাজির প্রভু আমি হাজির
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৩ অক্টোবর, ২০১৪, ০৪:৩২:১৬ বিকাল
হাজির প্রভু আমি হাজির
লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক
হে প্রভু দয়াময়!চেয়ে দেখ
তোমার ডাকে এই গোলাম হাজির।
আমি জানি ,তুমি মহিয়ান
তুমিই গরিয়ান তুমি সর্বশক্তিমান।
পশুকে জবাইইয়ের আগে মোর
নফসপশুকে জবাই এর শক্তি দাও,
আমার নিয়তে কথা কাজে মিল রেখে
মোর হেদায়াত করে দাও ।
বুকে ব্যাথা চোখে জল মুখে হাসি নিয়ে
দৃঢ় থাকি যেন মুমিনের মতন।
রাসুলের সাঃ অপমানে মোর হিয়া কাপে
নয়নে অঝরে বারি ঝরে,
তার প্রেমে মুমিনেরা দেখে যখন
তার আত্নত্যাগের মক্কা-মদিনার জীবন
রক্তের লোহিত কনিকা বারুতের মত
উত্তপ্ত হয়ে নাস্তিকদের খোজে।
আমরা মুসলিম!এক আল্লাহ ছাড়া
ডরাইনা কারো তা শুন মুরতাদ।
বিধর্মীদের কোলে বসে কেন করিস
আমার প্রানের রাসুলের বদনাম।
এই নরপশু হায়না,তোর বুকে সাহস থাকলে
বাংলার মাটিতে আয় না,
পিচাশের মাংস শিয়াল কুকুর খাবে না,
যেমন খায়নি ফেরাউনের লাস।
তুমি মোরে আত্নসমর্পনকারী হিসাবে
কবুল কর নাও হে মহান!
আমি তোমার বানী পড়ে জেনেছি,
তুমি আছো মোর হৃদয়ের মাঝে।
তাই তো আমি তাওয়াফ করি
সারাক্ষন আমার হৃদয়ের চারপাশ।
কত মেহমান তোমার ঘর
তাওয়াফ করছে কত মেহনত করে
মীনা আরাফায় ক্ষমা পাবে
কত গুনাগার পাপীতাপী বিশ্বজাহানের
ইয়া গাফুরুর রাহিম এই গুনাগারকে
ক্ষমা করে তাদের সাথে কর সামিল।
তুমি ছাড়া কেহ নেই আমার,
তাই প্রভু রহমতের চাদরে ডেকে রাখো আমায়।
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্ষমা করে তাদের সাথে কর সামিল।
তুমি ছাড়া কেহ নেই আমার,
তাই প্রভু রহমতের চাদরে ডেকে রাখো আমায়[/b
সুন্দর কবিতা!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
ঈদ মোবারক
অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন