বান্ধবীদের সাথে বৃষ্টি ভেজা আনন্দে।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:২৫:০৮ সন্ধ্যা



অঝোরে বৃষ্টি ঝরছে যখন

আমি ভিজে হাটছি তখন

মন আকাশ দুই কান্দছে

কেউ বুঝবে না জানি তখন

প্রভু তুমি জানো সবই

মনটা কেন করছে এমন

তোমার পথের মুজাহিদা

কত ঝড় বৃষ্টি সইবে এমন।।

ট্রিং ট্রিং ট্রিং বাজ়োছে ফোন

কে স্মরন করেছো বোন?

কালো মেঘে এক মুঠো রোদ্রু

মায়াবিনী মাধুবী ভালবাসা

আর রিমিঝিমি মিষ্টি হাসি

Lily Farooque প্রিয় বোনটি।

সব ভুলে ক্ষনিকে ফিরে গেলাম সেই

বান্ধবীদের সাথে বৃষ্টি ভেজা আনন্দে।।

মাথার উপর ছাতা হাতে কে?

ভাবছি পথিক কেন ধরল ছাতা

অচেনা অজানা পথিকের বন্ধুত্ব

ভালবাসা দেখেলে ভয়ে মাথা হয় ব্যাথা

সাথে সাথে ধন্যবাধ জানায়ে কেটে পড়ি

ধুরধুর করে কাপা বুকে দৌড়ে চলি ।।

পৌছে দেখি নকসি কাথায়

আরাম আয়েশে বোনেরা শুয়ে

আপা আজ মন চায় না বসতে

তাই আবার ভিজে এলাম ঘরেতে

সাহেব বউ না পেয়ে চলে গেলেন কর্মে

তাকে না পেয়ে তাই বসে প্রভুকে বললাম,

তুমি দেখছ এই গোলামের চেষ্টা

রহমমান এই রহমতের পানি দিয়ে

ধুয়ে দাও মেছে দাও আমার সকল পাপ।

জিহাদের পথে রেখো ঝড় বৃষ্টি তুফানে

আমাকে রেখো শহিদী মরন পর্যন্ত

তোমারি জিহাদের ময়দানে।

বিষয়: বিবিধ

১৫৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268305
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ..ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৩
212069
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।
268307
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
ফেরারী মন লিখেছেন : আজ এই ঝরো ঝরো বৃষ্টিতে
শুধু তোমাকেই পড়ে মনে Sad Broken Heart
আই মিস ইউ সো মাচ
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৫
212070
সত্যলিখন লিখেছেন : আপা উনি কে ? যার কথা আপনার শুধু মনে পড়ে আর মিস করছেন। তিনি ধুলাভাই নাকি ?
২৫ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
212359
ফেরারী মন লিখেছেন : না আপা আমি ছেলে ব্লগার। আমার ইয়ের চোখ দুটো এমন সুন্দর হবে যাতে সারাক্ষণ তার চোখ দেখতেই আমার বেলা গড়িয়ে যায়। তাই তাকেই মিস করছি। Sad
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৫
212477
সত্যলিখন লিখেছেন : আহারে ভাই ,আপনি কি জানেন না ইয়ে না করে বিয়ে করে ফেলেন। তা হলে তো আর সারাক্ষণ তার চোখ দেখতে দেখতে হয়রান হতে হত না আর বেলা গড়িয়ে গড়িয়ে প্রেমের কবিতা লিখতে হত না । বয়স যদি শেষ করে ফেলেন পরে আর সাধন হবে না ।
268319
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
বিন হারুন লিখেছেন : রহমমান এই রহমতের পানি দিয়ে
ধুয়ে দাও মেছে দাও আমার সকল পাপ।
জিহাদের পথে রেখো ঝড় বৃষ্টি তুফানে
আমাকে রেখো শহিদী মরন পর্যন্ত।
আমীন.


২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৭
212072
সত্যলিখন লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। Praying Praying Praying
268322
২৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
বাকপ্রবাস লিখেছেন : সুন্দর,
বিশাল বিস্তৃতি কবিতার প্রেক্ষাপট, ছোট ছোট করে ছন্দের তালে আরো সুন্দর হতে পারে।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১০
212073
সত্যলিখন লিখেছেন : আমার শিক্ষক দাদা আমার জ্ঞান দেওয়া শেষ না করেই উনি হারিয়ে যায়। এরপর আর ওস্তাদ না থাকাতে তাল ছন্দ সব হারানো শুরু করেছে। আমি হারানো আগ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করব আপনার উপদেশ পালন করতে ।
268359
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১২
212078
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।
268363
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৫
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল লাগল আপু Roseবান্ধবী হবে মনে হয় Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৪
212081
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।বলেছেন বলে অনেক খুশি হয়েছি ।জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৮
212083
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ আপু।Love Struck দোয়া করবেন। শুভেচ্ছা রইল Good Luck
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
212106
সত্যলিখন লিখেছেন : আপনি আজ লাল গোলাপ দিয়ে আমার হৃদয়ের ভালবাসার বৃত্তের ভিতরেই ডুকে গেলেন । তাই ইনশাল্লাহ এই হৃদয় তার প্রভুর কাছে তার ভালবাসার মানুষদের জন্য আল্লাহর কাছে কেদেই যাবে । ইনশাল্লাহ ।
268373
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৭
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : চিন্তাগুলো সুন্দর! ভালোলাগলো! Rose Rose Rose
২৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৬
212105
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আমার জন্য আল্লাহর সাহায্য চাইবেন আমি যেন এই চিন্তার আলোকে দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করতে পারি ।জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File