বান্ধবীদের সাথে বৃষ্টি ভেজা আনন্দে।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:২৫:০৮ সন্ধ্যা
অঝোরে বৃষ্টি ঝরছে যখন
আমি ভিজে হাটছি তখন
মন আকাশ দুই কান্দছে
কেউ বুঝবে না জানি তখন
প্রভু তুমি জানো সবই
মনটা কেন করছে এমন
তোমার পথের মুজাহিদা
কত ঝড় বৃষ্টি সইবে এমন।।
ট্রিং ট্রিং ট্রিং বাজ়োছে ফোন
কে স্মরন করেছো বোন?
কালো মেঘে এক মুঠো রোদ্রু
মায়াবিনী মাধুবী ভালবাসা
আর রিমিঝিমি মিষ্টি হাসি
Lily Farooque প্রিয় বোনটি।
সব ভুলে ক্ষনিকে ফিরে গেলাম সেই
বান্ধবীদের সাথে বৃষ্টি ভেজা আনন্দে।।
মাথার উপর ছাতা হাতে কে?
ভাবছি পথিক কেন ধরল ছাতা
অচেনা অজানা পথিকের বন্ধুত্ব
ভালবাসা দেখেলে ভয়ে মাথা হয় ব্যাথা
সাথে সাথে ধন্যবাধ জানায়ে কেটে পড়ি
ধুরধুর করে কাপা বুকে দৌড়ে চলি ।।
পৌছে দেখি নকসি কাথায়
আরাম আয়েশে বোনেরা শুয়ে
আপা আজ মন চায় না বসতে
তাই আবার ভিজে এলাম ঘরেতে
সাহেব বউ না পেয়ে চলে গেলেন কর্মে
তাকে না পেয়ে তাই বসে প্রভুকে বললাম,
তুমি দেখছ এই গোলামের চেষ্টা
রহমমান এই রহমতের পানি দিয়ে
ধুয়ে দাও মেছে দাও আমার সকল পাপ।
জিহাদের পথে রেখো ঝড় বৃষ্টি তুফানে
আমাকে রেখো শহিদী মরন পর্যন্ত
তোমারি জিহাদের ময়দানে।
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুধু তোমাকেই পড়ে মনে
আই মিস ইউ সো মাচ
ধুয়ে দাও মেছে দাও আমার সকল পাপ।
জিহাদের পথে রেখো ঝড় বৃষ্টি তুফানে
আমাকে রেখো শহিদী মরন পর্যন্ত।
আমীন.
বিশাল বিস্তৃতি কবিতার প্রেক্ষাপট, ছোট ছোট করে ছন্দের তালে আরো সুন্দর হতে পারে।
মন্তব্য করতে লগইন করুন