তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৫:২৭ রাত

তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।



হে রহমান আমাকে যারা ঘৃনা করে তাদের কে তুমি ভালবাস ।

হে প্রভু আমাকে যারা কষ্ট দিয়ে মনটা ক্ষত বিক্ষত করে তাদের তুমি ক্ষমা করে দিও।

হে দয়াবান আমাকে যারা নিষ্ঠুর ভাবে দূর দূর করে দূরে সরায়ে শান্তি পায় তাদের প্রতি তুমি পরম দয়ালু হয়ে তাদের শান্তি দুনিয়া ও আখিরাতে আরো বাড়িয়ে দিও।

তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ট দয়ালু তাই তাদের মধ্যে যারা অসুস্থ্য আছে তাদের দয়া করে সুস্থ্যতা দান করে নেক হায়াত দান কর।

ক্ষমা করা মহৎ গুন ,আমাকে সেই গুনটি বাড়িয়ে দাও বহুগুন। আমার কারো জন্য কোন অভিযোগ নেই তোমার কাছে । কারন তুমি আমাকে অনেক নেয়ামত না চাইতে দিয়েছ ।আলহামদুলিল্লাহ । আর বাকি সব আখিরাতের জন্য রেখে দাও ।এই ভেবেই নাও পাওয়ার নেই কোন আফসুস।

শুক্রবারের আসর থেকে মাগরিবের দোয়া কবুলের সময় তুমি আমার নয়নের জলে লেখা কথা গুলো কবুল করে নাও ।

কারন আমি তাদের অনেক বেশি বেশি ভালবাসি ।তাদের কোন ক্ষতি বা কষ্ট আমার হৃদয়ে এসে প্রতিফলিত হয় । তা সইতে কষ্ট হয় অনেক বেশি । আমি যাদের ভালবাসি তারা সুখে আছে তা শুনলেই আমার সুখ বেড়ে যায় বহু গুন । তাই তুমি তাদের সবাই কে রোগ বালাই দুনিয়াবী আসমানী বালা মসিবত থেকে রক্ষা করে তোমার হেফাযতে তমাড় ভালোবাসার চাদর দিয়ে ডেকে দিও।

তা তুমি অন্তরযামী হয়ে সবই দেখ ও জানো ।

দুনিয়াতে দেখা পাবার বা কোন স্বার্থের টানে ভালবাসিনি কাউকে কোন দিন ... তবু ভালবাসা থাকবে চিরদিন ...আফসুস করিনা আমি এই ভেবে ,আমার ভালবাসা ভাল লাগা শুধু তোমার সন্তুষ্টির জন্য হলে আমি তো কালই তোমার আরশের ছায়ায় দেখা হবে কথা হবে তাদের সনে । ইনশাল্লাহ ..তাই চলে যাক না বিরহের ব্যাথার মাঝে অপেক্ষার প্রহর গুনে গুনে এই ক্ষন্সথায়ী কয়টি দিন শেষ হবে নিশ্চয় একদিন । আমার অজ্ঞতার বা বোকামী , জানা অজানা বশত কোন ভুল বা বেয়াদপি কারো সাথে হয়ে থাকলে আমাকেও ক্ষমা করে দিন ।

আল্লাহ ামাকে আপনাদের আমাদের মা বাবা কে ও সকল মুমিন মুমেনাকে ক্ষমা করে দিন।

তুমি শুধু আমাকে সইবার শক্তি দিয়ে ধর্য্যশীলদের কাতারে শামিল করে নাও।

হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তাওফিক দাও।

বিষয়: বিবিধ

৪১৪৮ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264382
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৩
মাজহারুল ইসলাম লিখেছেন : আমীন
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৫
207904
সত্যলিখন লিখেছেন : ব্লগে আসার জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৫
207906
মাজহারুল ইসলাম লিখেছেন : প্রায় ৯ মাস পরে আসলাম, আর এসে দেখি আমার কিছু পোস্ট গায়েভ হয়ে গেছে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৭
207908
সত্যলিখন লিখেছেন : আমি তো সব সময় পাহারায় থাকি তাও দেখি আমার ব্লগে চোর ডুকেছে ।আমার অনেক লিখা সেভ নেই কিন্তু এখানেই আসে সেই গুলো যে কোথায় গেলো তা বুঝতে পারছি না।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৪
207912
মাজহারুল ইসলাম লিখেছেন : আমার লেখা ছিল সব সরকার বিরুধি আর আমার মনে হয় ব্লগ কতৃপক্ষ ডিলেট করে দিয়েছে। যাক অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ এর দিকে এগিয়ে চলে মানুষ, আমি এখন এই নিয়ে এগিয়ে চলতে হবে ভবিষ্যতের দিকে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৭
207916
সত্যলিখন লিখেছেন : আমার সেই রকম গুলো নেই । তবে তার মানে আপনার বদরের সংগ্রাম আল্লাহ কবুল করেছেন ।তাই ব্লগ কতৃপক্ষ আখিরাতের জন্য পাঠায়ে দিয়েছেন ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৯
207917
মাজহারুল ইসলাম লিখেছেন : মনে হয়
264384
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৭
বুড়া মিয়া লিখেছেন : আমার বুঝ মতে তো আপনি ইসলামী-আন্দোলন বা জামাতে-ইসলামী এর পক্ষপাতী, কিন্তু উপরে যে ছবির মধ্যে হাদীস দিলেন – সেখানে নৌকা-মার্কা লাগালেন কেনো?
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৪
207902
সত্যলিখন লিখেছেন : বুড়া মিয়াদের বূড়া কালে বুঝ আর থাকে না। শিশু হয়ে যায় । তাই এইটা নৌকা মার্কার নৌকা না । এইটা নদীতে সব বুড়াদের নিয়ে পানিতে ফেলে দেওয়ার নৌকা । কারন বুড়ারা কাজের বেলায় আকামা আর কথার বেলায় পটর পটর করে বেশি অশান্তি করে ।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৬
207907
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন পারভিন আপা
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৩
207909
বুড়া মিয়া লিখেছেন : কাজ করবেতো পোলাপান আর জোয়ান-রা, বুড়ারাতো রিটায়ার্ড। কিন্তু জোয়ানদের এই বুঝটাও যে কেনো হচ্ছে না, সেটাও চিন্তার বিষয়! এ জন্যই মনে হয় দেশে প্রবাদ হয়েছে –

জোয়ানের বুদ্ধি গলায় (পটর পটর গলাবাজি আর কি) আর বুড়ার বুদ্ধি তলায়

সব বেকুব জোয়ানদের বুঝ দান করুক রাব্বুল-আলামীন ...
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১৪
207911
সত্যলিখন লিখেছেন : আমার দাদা ছিল ৯০ বছরের বুড়া। কিছুই করতে পারত না । শরীলে নাই জোর । কিন্তু মুখটা মাইক । আর আমি ছিলাম দাদার হাতের লাঠি । না কিছু কইতে পারতাম কারন আম্মা বলছে বুড়াদের মনে কষ্ট দিও না।বদদোয়া দিবে। আবার আমি সইতেও জানের রাব টা বাজে বাজে । কিন্তু দাদা কে খুব মায়া লাগত তাই কিছু ক্ষন বিরক্ত হলেও আবার সব সহ্য করে নিতাম নিরবে।
ব্লগেও এই বুড়া কে নিয়া সেই বিপদে আছি । না হলে কত আগে ব্লক করে হতভাগার সাথে নদীতে ফেলে দিয়ে আসতাম ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২৩
207913
সত্যলিখন লিখেছেন : আমি মাফ চাই দোয়া চাই ।কারন আমি পোলা পাইন বা জোয়ান কোনটাই না ।আবার বুড়িও না। আত আমার বুদ্ধি ঠিক জায়গায় আছে । তবে বুড়া মিয়ার কথা সত্য বলেছেন ,বুড়ার বুদ্ধি তলায় মানে পায়ের তলায়ও নাই ।সেখানে থাকলেও কাতুকুতু দিলে একটূ নড়াচড়া দিত। তবে সে বুদ্ধি খুজে পেয়ে ঝাড়ু দিতে গিয়ে খাটের তলায় ইদুদের গর্তে। এই টা কাজে লাগায় ইদুরের বউ পোলা পাইনে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৭
207918
বুড়া মিয়া লিখেছেন : আমারে নিয়া বিপদের কোন কারণ নাই! তবে মনে চাইলে হতভাগার মতো ব্লক করে পারেন, বিরক্ত হইলে।

সবাই আপনাদের মতো বুদ্ধিমান/মতীদের নিয়ায় মহা-বিপদে আছে। এসব বুদ্ধি ফেলে দিয়ে নতুন বুদ্ধি ধার করেন কারও থেকে, নয়তো আল্লাহর কাছে আরও বেশী করে জ্ঞান-বুদ্ধি চান, আশা করি উনি দিবেন।

এতো বুদ্ধি কইরা প্রবাদের যে ব্যাখ্যা দিছেন, তাতে কইরা এইটা না কইয়া আর পারা গেলো না আপাজান!
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৬
207919
সত্যলিখন লিখেছেন : বুড়াদের রাগ নাকের আগায়। রেগেছেন তো ঠকেছেন । হাসিনা আপাজান এতো বুড়া মিয়াদের নিয়া দেশ চালায় আর আমরা এক বুড়া মিয়া নিয়া কি ব্লগ চালাইতে পারব না ? ইনশাল্লাহ পারব ।আপনার হাসিনা আপাকে বিপদে আছে পুরা দেশ ।আর আমাদের বুদ্ধিমান/মতিদের দ্বারা আলহামদুলিল্লাহ আর কিছু না হোক সবার নিজের ঘরের বুড়া মিয়ারা ঠান্ডা মাথায় ঘুমাইতেছে । এটা কি কম কথা নাকি ?
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৯
207921
সত্যলিখন লিখেছেন :
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৩
207925
বুড়া মিয়া লিখেছেন : আপনাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, ভালো-মন্দ কিছু বুঝেন বা না-কি বুঝেন না, তা নিয়ে কখনও চিন্তা করেন না। নিজেদের যা মনে হয় – তার সাথে কারও মত না মিললেই – হাসিনার লোক, খালেদার লোক বলে ফেলেন! এ জন্যই সাধারণ যারা রাজনীতিও করে না, তারাও আপনাদের এ চরিত্রের কারণে – আপনাদের প্রতি সহানুভূতি থাকলেও উঠিয়ে নেয়!

নিজেরা ঠান্ডা-মাথায় ঘুমাইতে পারলেইতো আলহামদুল্লিলাহ, তাইনা? শুধু শুধু কি মানুষ গালি দেয় আপনাদের? এজন্যইতো মানুষ বলে আপনাদের বিচার-বিবেকবোধ-জ্ঞানহীন মাথা দিয়া কোন লাভ হবে না দেইখা ইসলামের যে সামান্য কিছু জানেন বোঝেন, তা-ই বেচেন আপনারা নিজেদের শরীর-মন আর মাথা ঠান্ডা রাইখা ঘুমাইয়া আলহামদুলিল্লাহ কওয়ার জন্য, সাধারণ মানুষের জন্যও না, ইসলামের জন্য না!

আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি কোন দলের সাথেও নাই এবং রাজনীতিও করি না!
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০২
207930
সত্যলিখন লিখেছেন : মানুষ জন্মসূত্রে কারো গায়ের রং, দেশ ও ধর্মের জন্য অন্যকে ঘৃনা করতে শেখে না। মানুষেরা তাকে ঘৃনা করতে শেখায়। যেহেতু তাকে ঘৃনা করতে শেখানো যায় তাই তাকে ভালোবাসতেও শেখানো সম্ভব। কারন ভালোবাসাটা ঘৃনার চেয়ে আরো সহজ ও স্বতস্ফুর্তভাবে আসে।
------- নেলসন ম্যান্ডেলা

বুড়া মিয়া বেশি চালাকি করবেন না। শেষ কথায় আপনার আসল কথা বিচারপতি এস কে সিনহার মত বের হয়ে এসেছে।
তা হলো,"আমি কোন দলের সাথেও নাই এবং রাজনীতিও করি না!"
তার মানে আপনি নিরপেক্ষ।আর নিরপেক্ষ থাকে সুবিধাবাদী শয়তান নাস্তিক মুনাফিক। এরা ইসলামের প্রথম থেকে আজ পর্যন্ত ইসলামের দুশমনী করেই আসছে। নবীজী সাঃ মক্কার কাফেরদের চেয়েও এদের কে নিয়ে বেশি পেরেশানীতে ছিলেন । ইসলাম বিজয়ের তখনো দেরী হয়েছে আপনাদের ওস্তাদদের জন্য আজো দেরী হচ্ছে আপনাদের জন্য ।ভবিষ্যতেও আপনাদের ছাত্রদের জন্য।
বুড়া মিয়া এখনো সময় আছে হয়ত রাস্তার ডানে আসেন না হলে বামে চলে যান । মাঝখানে আইল্যান্ডের উপর থেকে দুই পাশের সুযোগ ভোগ করতে গিয়ে আমও হারাবেন চালাও খোয়াবেন। পরে কি শ্মশানে নিবে না ঘোরে ফেলবে এই নিয়ে লটারী করতে হবে।

আহারে বুড়ামিয়া,আপনি যেমন আমার সাথে মুখিক যুদ্ধে লাগচ্ছেন ।আপনার নিরপেক্ষ দলের নেত্রী হাসিনা আপাও কয়দিন টুপি আর তসবির দানা নিয়া হুজুরদের সাথে থাকে। আবার সব হুজুররা যখন উনার দূর্নীতি বুঝে জনগনের পক্ষে কথা বলার জন্য রাজপথে নামল তখন উনি চোখ পিঠে নিয়ে এক লাফে রাস্তার বামে গিয়ে তিনি টুপি আর তসবি দানা ফালায়ে এই বার মাকালী ফসল বেশি দিছে বলে মন্ডামিঠাই পুজার পার্বন খেইয়ে সব হুজুরদের জেল গুম ঘুন রিমান্ড ফাসি সব একে বারে হেফাজতে্র হুজুর সহ সব উনার হেফাজতে রেখে দিলেন ।

এই বার বলেন তো বুড়ামিয়া নিরপেক্ষ হয়ে দেশের জন্য দশের জন্য কি কি করেছেন ।আর কয়টা পোস্ট দিয়েছেন ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:৪৬
207933
বুড়া মিয়া লিখেছেন : দেশের জন্য কি করেছি বা করবো তার ফিরিস্তি বা পরিকল্পনা আপনার মতো বিবেক-বিচার-বোধহীন মানুষকে বলার প্রয়োজন মনে করছি না, ওসব বোঝার মতো অবস্থান আপনার অন্তত নাই, সেটা নিশ্চিত।

আপনার মতো এমন বিবেক-বিচার-বোধহীনরা যদি ডানের সবাই হয় এবং এই মানসিকতার পরিবর্তন যদি না হয়, অসম্ভব অনেকটা আমার ডানে যাওয়া; আর বামের লোকদেরও যদি চরিত্র ও অবস্থান পরিবর্তন না হয়, সেখানে যাওয়ায় অসম্ভব।

তাই এমন ক্ষেত্রে, কোথাও আমি যাবো না, মধ্যেই থাকবো – আম ও ছালা কোনটাই হারাবো না! ইনশাআল্লাহ ...

আপনার মতো মানুষ দিয়ে যদি আপনাদের দল পরিপূর্ণ হয়ে থাকে, তবে সে দলের নীতি-নির্ধারকদের উচিৎ আপনার মতোদেরকে ঝেটিয়ে বিদায় করে দল পূনর্গঠন করা, নয়তো এমন লোকের দল বিজয় কোনদিনও পাবে না বরঞ্চ ক্ষতি করবে!

আর পোষ্টতো আমি দেই এমনি-ই সময় পার করার জন্য এবং এতে মাঝে মাঝে আনন্দও পাই, যে কয়টা দেয়া হইছে গিয়ে পড়ে মন্তব্য করে আসার দাওয়াত রইলো।

আরও কিছু দিন হয়তো মৌখিক/ব্লগীয় ঝগড়া চালাতে পারি আপনার সাথে, সেটা নির্ভর করবে আমার কাজে যোগদানের উপর।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২৩
208040
সত্যলিখন লিখেছেন : আমি বিবেক-বিচার-বোধহীন তা আমি অনেককে প্রানপনে সবাইকে বুঝাতে চেষ্টা করেছি।আপনি আজ বুঝেছেন আর আমার প্রান প্রিয় সন্মানিত অনেক জ্ঞানী শিক্ষক দাদা আরো আগে বুঝেছেন ও বুদ্ধিমানের মত আমার ব্লগ থেকে আসা বন্ধ করে দিয়েছেন। একেই বলে জ্ঞানী। কিন্তু আপনি সেই দিক থেকে বিবেক-বিচার-বোধহীন ব্লগারের ব্লগে বার বার আসছেন।
হামান মাঝখানের লোক ছিল। ফেরাউন ও মুসা আঃ কাউ কেই সে নারাজ করে নাই। মাঝে দিয়ে আল্লাহকে পায় নাই ।ইসলামের সত্য বলার জন্য গালি আর ঝাটা মারা খান নাই এমন খাটি মুসলমান খুব কম আছেন।
সময়ের হিসাব আল্লাহ নিবেন।তাই এমনি সময় কাটানোর জন্য পোস্ট ও মন্তব্য না করে আমার মত বিবেক-বিচার-বোধহীনদের উপকারের জন্য কিছু পোস্ট দেন।









১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৫
208063
বুড়া মিয়া লিখেছেন : সেটাতো ইসলামিক-রুল; কাউকে বোঝানোর চেষ্টা চালাতে হবে, নিজের ভুল থাকলে তাও শুধরাতে হবে, ফেলে রেখে চলে গেলে কি হয় তা কি শিখানো হয় নাই আমাদের মাছওয়ালার [ইউনুস(আঃ)] ঘটনা দিয়ে?

মুসলিমদের সব ব্যাপারে মধ্যপন্থাও মনে হয় কুর’আনেরই শিক্ষা।

মেয়েদের ব্যাপারে আমি আর কিছু বলতে চাইনা, কুর’আন-হাদীসের আলোকেও – আমি আগেই বলেছি সেসব এবং আপনিও জানেন সেসব নিশ্চিত।

ইদানীং-তো পোষ্ট দিচ্ছিই, আপনাকে তো দাওয়াতও দিলাম একটু আগে, আসুন।
264388
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০২
লোকমান লিখেছেন : হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তাওফিক দাও।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:০৮
207920
সত্যলিখন লিখেছেন : ব্লগে আসার জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ।Praying Praying Praying
264390
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:২১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৩
207922
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তাওফিক দাও।
264399
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : আমীন Prayingজাজাকাল্লাহ আপু। ভালো লাগলো Good Luck Rose
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৪
207931
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।হে আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার দ্বীনের পথে চলার তাওফিক দাও।
264402
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২৩
স্বপন২ লিখেছেন : আপু,চমৎকার লেখা। বুড়া মিয়ার অনেক নিক
আছে। যেমন , মেজর, ম্যাগইভার, হতভাগা,
এবং বুড়া মিয়া। সারা জীবন বুড়া মিয়া বামদের
সাথে ছিল। বয়েসর ভাড়ে কিছুটা বুড়া। আপনার সাতে তর্ক করে যাচ্ছে। আপনি লিখে যান। বুড়া মিয়া কেটে পড়বে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৯
207932
সত্যলিখন লিখেছেন : আপনি দোয়া চাইবেন আল্লাহর কাছে , আমি যেন আমার জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও ইসলামের কথা বলে যেতে পারি ।আমার আর কোণ চাওয়া নেই ,পড়ে দেখেন আর আপনারাও এদের মাধ্যমে সবার কাছে সত্য তুলে ধরেন ।এর বিনিময় পাবেন আখিরাতে । এরা আল্লাহর হুকুম ছাড়া আমাদের কিছুই করতে পারবে না ।
264417
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৯
আফরা লিখেছেন : আমীন । জাজাকাল্লাহ আপু। ভালো লাগলো
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৯
208096
সত্যলিখন লিখেছেন : ব্লগে আসার জন্য আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ।
264448
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:১১
মনসুর আহামেদ লিখেছেন : আপু, বুড়া মিয়ার কথায় কষ্ট পাওয়ার কিছু নেই।
ঊনি জীবনে ইসলামী আনন্দোলনে ছিল না। উনি
বাতেলী ধারনা নিয়ে আছে। ওনাকে এড়িয়ে যেতে পারেন। বা ব্লক করে দিতে পারেন। আপনি আপনার
লেখা চালিয়ে যান। আমাদের ঈমানকে মজবুত করেন
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
208110
সত্যলিখন লিখেছেন : আসসালামুআলাইকুম ।সন্মানিত ভাইয়া আমি এই ইসলামের দাওয়াত বা সত্য প্রচার করতে গিয়ে ময়দানে ও নেটে অনেক রকম অনেকের আরো খারাপ আচরন দেখেছি। মজলুম হিসাবে সাথে সাথে রাসুল সাঃ ও সাহাবা কেরামের কথা মনে করে সব ভুলে যাই ।ইনশাল্লাহ আমি আপনাদের থেকে আল্লাহর নেয়ামত যা পাবার আমি যোগ্য নয় সেই ভালবাসা মায়া মমতা ছেড়ে আমি কোথায়ও যাব না । কারন আমি ছোট বেলা থেকে মা বাবা হারায়ে ভালবাসার কাঙ্গাল হয়ে আছি। তবে তা আমি নেটে ও ময়দানে আমার দ্বীনি ভাই বোন দের কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ । আর দোয়া চাইবেন আমার জন্য আমি যেন আমার বুকের শেষ রক্তবিন্দু দিয়েও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য এই কলম ধরে রাখতে পারি । য়ার এদের কে ব্লক বা সঠিক জবাব না দিলে আজ আমাকে কাল আপনাকে বলার সাহস এদের বেড়ে যাবে।আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম সকল কল্যান দান করুন ।
264472
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৩
208113
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম সকল কল্যান দান করুন ।
১০
264518
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৫
আবু জান্নাত লিখেছেন : আপনাদের তর্ক বিতর্ক যেন এমন পর্যায়ে না পৌছে যে, দুই জনই মানসিক টেনশনে পড়ে শেষ পর্যন্ত ব্লগ ত্যাগ করে বসেন। আল্লাহ তায়ালা সকল কে দ্বীনি বুঝ দান করুক। লক্ষ রাখবেন আমাদের ভালবাসা, দুশমনি, ঝগড়া, তর্কবিতর্ক যেন একমাত্র আল্লাহর জন্য হয়।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫৮
208116
সত্যলিখন লিখেছেন : ইনশাল্লাহ ।আল্লাহ উপর ভরসা করেই বলি তিমি এমন করবেন না । সমালোচনা না থাকলে আমিও আমার ভুল বুঝব না আর আপনিও আমার জন্য আল্লাহর সাহায্য চাইবেন আল্লাহ তায়ালা আমাকে যেন হেদায়াত ও দ্বীনি ঈমানী এলেমী আমোলি যোগ্যতা দান করেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File