একটুখানি আলো দাও আমায়,
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ আগস্ট, ২০১৪, ০৯:৩৩:৫৫ রাত
একটুখানি আলো দাও আমায়,
একটুখানি আলো দাও আমায়,
হে প্রভু ! তোমার নুরের আলোর থেকে একটুখানি আলো দাও আমায়,
অন্ধকার হিয়াটারে হেদায়াতের আলোতে আলোকিত করে দাও আমার ।।
হে রব! তোমার হাবীবের আদর্শে আদর্শিত হবার একটু সুযোগ আমায় দাও,
হাসরের ময়দানে তৃষিত অন্তরে একটু কাউসারের পানি পান করতে দিও আমায়।।
হে রহমান! জান্নতুল ফেরদাউসের ফুলের বাগানের একটু ঘ্রান আমায় দা্ও,
পাপ পংকিল কুলোষিত জীবনটাকে সুভাসিত সুনির্মল করে দাওআমার।।
হে দয়াবান! তোমার ধৈর্য থেকে আমাকে একটু সবর করার শক্তি দাও,
শত দুঃখ ব্যাথায় বিপদাপদেও আমি যেন সবরকারী হিসাবে তোমায় পাই।।
হে পরওয়ার!দ্বীন কায়েমের তরে জান মাল সহ সকল ইবাদত কবুল করে না্ও আমার ,
হে অন্তরযামী! মরনেও যেন স্মরন করি তোমায় তাই শহিদী মরন দিও আমায় ।।
বিষয়: বিবিধ
১৬১৪ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাকি শুধু বলার জন্যই বলেছেন ?
মাত্র আল্লাহর কাছে শুকরিয়া জানাইয়া উঠতে না উঠতে হতভাগা হাজির । এই ব্লগে এই দুই জনের সাথে হয়ত জীণ নয় তো পরীর আছর আছে । আল্লাহ মাফ করুন । আর আপনাদের হেদায়াত দিক ।আমিন ।
এই চারটি নিক তার। বয়সের শেষ প্রান্তে
আমেরিকা থেকে বাংলাদেশে ফিরেছেন। আগে বামপন্থী আন্দোলনের সাথে ছিলেন। এখনো জামাত
শিবিরের বিরুদ্ধে ওয়াজ করেন।
শক্তিশালী করছে।
মন্তব্য করতে লগইন করুন