এক অমৃত শরাব প্রান করবেন?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৭ আগস্ট, ২০১৪, ১১:৩৭:৫৫ সকাল

এক অমৃত শরাব প্রান করবেন?



আমি মাঝে মাঝে অভাক হয়ে যাই ।

আল্লাহ দ্বীন কায়েমের আদেশ ফরজ করে দেওয়ার পরো মানুষ কিভাবে ঘরে বসে থাকে ।

দুনিয়ার হাজার হাজার ব্যাস্ততা আমাদের মরনের আগ পর্যন্ত থাকবেই ।

এর মাঝেই তো আমার আখিরাতের পাথেয় সংগ্রহ করে নিতে হবে। আর পরকালে আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তায় আপনি ঘরে বসে থাকে মানুষিক শান্তি পান কিভাবে?

পাচ ওয়াক্ত নামাজ পড়ার পরে যেমন অন্তরটা সুশীতল শান্তিতে ভরে উঠে ।

তেমনি আল্লাহর এই দ্বীন কায়েমের পথকে আপনি আল্লাহর আরেক ফরজ দায়িত্ব মনে করে তা পালনের উদ্দেশ্যে বের হন ।এতে আপনার কাছে দুনিয়ার সকল মোহ দুঃখ কষ্ট বা না পাওয়ার যন্তনা তুচ্ছ মনে হবে ।আল্লাহ মনের সকল অস্তিরতা দূর করে আল্লাহ আপনাকে অদৃশ্য ও আলৌকিক জান্নাতী শান্তি ও শান্তনার অমিয় ধারা দিয়ে মনকে ভরে দিবেন।

আপনি নিজেই অনুভব করবেন বেচে থাকার চালিকাশক্তি ঈমানী যজবা । মনে হবে আপনি কোন এক অমৃত শরাব প্রান করেছেন ,যা নবযৌবনের তেজদীপ্ত সৈনিকের মত দ্বীন কায়ের জন্য আপনাকে দেওয়ানা বানিয়ে দিয়েছে । যেই সৈনিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোন কিছুতে ভয় পান না এবং জান যাবে তাও দুনিয়ার অন্য কোন শক্তির কাছে মাথা নত স্বীকার করতে জানে না।

আল্লাহ কে ভয় করলে ৩টি পুরুস্কার পাবেনঃ

" যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার কাজ সহজসাধ্য করে দেন৷

এটা আল্লাহর বিধান যা তিনি তোমাদের প্রতি নাযিল করেছেন৷ যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার গোনাহসমূহ মুছে ফেলবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন৷ "

সুরা তালাক ৪-৫

এই উপদেশটি যদিও সবার জন্য এবং মানবজীবনের সব পরিস্থিতিতেই তা প্রযোজ্য । মুসলমানদের এ মর্মে সতর্ক করা হয়েছে আল্লাহ করানে যেসব নির্দেশ দেওয়া হয়েছে তা পালন করতে গিয়ে দায়িত্বের যত বড় বোঝাই আমাদের ওপর াসুক না কেন আল্লাহর ভয় মনে রেখে সর্বাবস্থায় তা মেনে চলতে হবে ইনশাল্লাহ।

আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দেবেন, আমাদের গোনাহ মাফ করবেন এবং আমাদেরকে বড় পুরস্কার দান করবেন ।

আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেসমূহ পালনের উদ্দেশ্যে যে বোঝা বহন করা হবে আল্লাহর প্রতিশ্রুতি হলো, তিনি মেহেরবানী করে সে বোঝা হাল্কা করে দেবেন এবং তার বিনিময়ে এত বড় পুরস্কার দেবেন, যা দুনিয়ায় বহনকৃত এই ক্ষুদ্র বোঝার তুলনায় অনেক অনেক বেশী মুল্যবান হবে ।

আল্লাহ আমাদের হুদাল্লিন মুত্তাকিন হয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিন।

বিষয়: বিবিধ

১৪৫৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251863
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৮
দিশারি লিখেছেন : অনেক ভালো লাগলো।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
196794
সত্যলিখন লিখেছেন : Click this link
251883
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৫
বাজলবী লিখেছেন : অামিন।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
196793
সত্যলিখন লিখেছেন : Click this link
251939
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১০
আল সাঈদ লিখেছেন : সাথে আছি।
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
196792
সত্যলিখন লিখেছেন : Click this link
251962
০৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৯
আফরা লিখেছেন : হে আল্লাহ আমাদের সকল কাজ সহজ করে দিন ,হে আল্লাহ আমাদের গোনাহ থেকে রিরত রাখুন ,যাতে কাল কিয়ামতে আমরা আপনার বড় পুরস্কার লাভ করতে পারি ।

হে আল্লাহ আমাদের হুদাল্লিন মুত্তাকিন হয়ে সিরাতুল মুস্তাকিমের পথে চলা সহজ করে দিন। আমীন !
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৪
196790
সত্যলিখন লিখেছেন : Click this link
০৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৫
196791
সত্যলিখন লিখেছেন : Click this link

Praying Praying Praying Praying Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File