কৃষকের ঈদ – কাজী নজরুল ইসলাম

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ জুলাই, ২০১৪, ০৮:৫০:২১ রাত





বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিম আসমানে,

লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গরস্থানে।

হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত- কংকাল

কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল?

রোজা এফতার করেছে কৃষক অশ্রু- সলিলে হায়,

বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়।

থালা, ঘটি, বাটি বাঁধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে,

তীর খাওয়া বুক, ঋণে- বাঁধা- শির, লুটাতে খোদার রাহে।

জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ

মুমুর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?

একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার

উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু- পাঁজরের হাড়?

আসমান- জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে।

এক ফালি চাঁদ ফুটে আছে, মৃত শিশুর অধর পুটে।

কৃষকের ঈদ!ঈদগাহে চলে জানাজা পড়িতে তার,

যত তকবির শোনে, বুকে তার তত উঠে হাহাকার।

মরিয়াছে খোকা, কন্যা মরিছে, মৃত্যু- বন্যা আসে

এজিদের সেনা ঘুরিছে মক্কা- মসজিদে আশেপাশে।

কোথায় ইমাম? কোন সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?

চারিদিকে তব মুর্দার লাশ, তারি মাঝে চোখে বিঁধে

জরির পোশাকে শরীর ঢাকিয়া ধণীরা এসেছে সেথা,

এই ঈদগাহে তুমি ইমাম, তুমি কি এদেরই নেতা?

নিঙ্গাড়ি’ কোরান হাদিস ও ফেকাহ, এই মৃতদের মুখে

অমৃত কখনো দিয়াছ কি তুমি? হাত দিয়ে বল বুকে।

নামাজ পড়েছ, পড়েছ কোরান, রোজাও রেখেছ জানি,

হায় তোতাপাখি! শক্তি দিতে কি পেরেছ একটুখানি?

ফল বহিয়াছ, পাওনিক রস, হায় রে ফলের ঝুড়ি,

লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় নাকো নুড়ি।

আল্লা- তত্ত্ব জেনেছ কি, যিনি সর্বশক্তিমান?

শক্তি পেলো না জীবনে যে জন, সে নহে মুসলমান।

ঈমান! ঈমান! বল রাতদিন, ঈমান কি এত সোজা?

ঈমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা?

শোনো মিথ্যুক! এই দুনিয়ায় পুর্ণ যার ঈমান,

শক্তিধর সে টলাইতে পারে ইঙ্গিতে আসমান।

আল্লাহর নাম লইয়াছ শুধু, বোঝনিক আল্লারে।

নিজে যে অন্ধ সে কি অন্যরে আলোকে লইতে পারে?

নিজে যে স্বাধীন হইলনা সে স্বাধীনতা দেবে কাকে?

মধু দেবে সে কি মানুষে, যাহার মধু নাই মৌচাকে?

কোথা সে শক্তি- সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার

আবে- জমজম শক্তি- উৎস বাহিরায় অনিবার?

আপনি শক্তি লভেনি যে জন, হায় সে শক্তি-হীন

হয়েছে ইমাম, তাহারি খোৎবা শুনিতেছি নিশিদিন।

দীন কাঙ্গালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাগিদ

কোথা সে মহা- সাধক আনিবে যে পুন ঈদ?

ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি

,ফুরাবে না কভু যে হাসি জীবনে, কখনো হবে না বাসি।

সমাধির মাঝে গণিতেছি দিন, আসিবেন তিনি কবে?

রোজা এফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে।

(নজরুল- কালজয়ী এই বিদ্রোহীকে আমার সালাম। আল্লাহ যেন তাঁর যে কোন একটা কাব্যের বিনিময়ে হলেও তাঁর কবরকে জান্নাতের সুঘাণে ভরিয়ে দেন।)

বিষয়: বিবিধ

১৭৩০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249145
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন :


দাঁতের ফাঁকে মনে হয় কোন মাংশ আটকে গেছে
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৩৩
193535
সত্যলিখন লিখেছেন : <ঈদ মোবারাক> তাক্বাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ্‌ আমাদের ও তোমাদের (নেক কর্মসমূহ) কবুল করে নিন। আমীন... ঈদের নিরন্তর শুভেচ্ছা>>

আজ় কে ঈদ তাই বুঝি পিনমারা দুই লাইন লিখেন নাই । আল্লাহ আপনার মনটা এই রকম সুন্দর সব সময় রাখুক ।
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৩৭
193536
হতভাগা লিখেছেন : পিনই মারছি । আপনি বুঝেও না বোঝার ভান করেছেন ।
249149
২৮ জুলাই ২০১৪ রাত ০৯:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৯ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
193630
সত্যলিখন লিখেছেন :



249162
২৮ জুলাই ২০১৪ রাত ১০:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ লিখাটির জননো
২৯ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
193629
সত্যলিখন লিখেছেন :



249194
২৯ জুলাই ২০১৪ রাত ১২:১২
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য ।
২৯ জুলাই ২০১৪ সকাল ১১:৫৯
193628
সত্যলিখন লিখেছেন :



মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File