"আপনার চিকিত্সার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।"

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ জুলাই, ২০১৪, ০৮:১৯:১৪ রাত



একটি অসাধারন গল্প।

আশা করি সবার ভাল লাগবে।

একদিন একটা গরীব ছেলে রাস্তায়

হাঁটছিলো ।সে তার লেখাপড়ার খরচ জোগাড় করার জন্য

ঘরে ঘরে গিয়ে বিভিন্ন জিনিস বিক্রি করতো । ছেলেটার

গায়ে ছিলো একটা জীর্ন মলিন পোষাক । সে ভীষণ ছিলো ।

... সে ভাবলো যে পরে যে বাসায় যাবে , সেখানে গিয়ে সে কিছু খাবার চাইবে । কিন্তু সে যখন একটা বাসায় গেলো াবারের আশা নিয়ে , সে ঘর থেকে একজন সুন্দরী মহিলা বেরিয়ে এলেন । সে খাবারের কথা বলতে ভয় পেলো।

সে খাবারের কথা না বলে শুধুএক গ্লাস পানি চাইলো । মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন যে সে ক্ষুধার্থ । তাইতিনি ছেলেটাকে একটা বড় গ্লাস দুধ এনে দিলেন । ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল"আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য?"

মহিলা বলল "তোমাকে কোন কিছুই দিতে হবে না ।

ছেলেটা বলল "আমার মা আমাকে বলেছেন কখনোকরুণার

দান না নিতে । তাহলে আমি আপনাকে মনের অন্তস্থল

থেকে ধন্যবাদ দিচ্ছি ।" ছেলেটার নাম ছিলো স্যাম কেইলি ।

স্যাম যখন দুধ খেয়ে ঐ বাড়ি থেকে বের হয়ে এল , তখন

সে শারিরিকভাবে কিছুটা শক্তিঅনুভব করলো ।

স্যাম এর বিধাতার উপর ছিলো অগাধ বিশ্বাস । তাছাড়া সে কখনো কিছু ভুলতো না । অনেক বছর পর ঐ মহিলা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরলো ।স্থানীয় ডাক্তাররা তাকে সুস্থ

করতে চেষ্টা করেও ব্যার্থ হল ।তখন তাকে পাঠানো হলো একটা বড় শহরের নামকরা হাসপাতালে । যেখানে দুলর্ভ ও মারাত্মক রোগ নিয়ে গবেষণা ও চিকিত্সা করা হয় ।

ডা: স্যামকেইলি কে এই মহিলার দায়িত্ব দেওয়া হলো ।

যখন ডাঃ স্যাম কেইলি শুনলেন যে মহিলা কোন শহর

থেকে এসেছেন , তার চোখের দৃষ্টিতে অদ্ভুথ একটা আলো যেন জ্বলে উঠলো । তিনি তাড়াতাড়ি ঐ মহিলাকে দেখতে গেলেন ।

ডাক্তারেরএপ্রন পরে তিনি মহিলার রুমে ঢুকলেন ।

এবং প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন ।

তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে , যেভাবেই হোক

তিনি মহিলাকে বাঁচাবেনই । ঐ দিন থেকে তিনি ঐ রোগীর

আলাদাভাবে যত্ন নেওয়া শুরু করলেন ।

অনেক চেষ্টার পর মহিলাকে বাঁচানো সম্ভব হলো ।

ডাঃ স্যাম কেইলি হাসপাতালের একাউন্টেন্ ট কে ঐ মহিলার

চিকিত্সার বিল দিতে বললেন,কারণ তার সাইনছাড়া ঐ বিল কার্যকর হবে না । ডাঃ স্যাম কেইলি ঐ বিলের কোণায় কি যেনো লিখলেন এবং তারপর সেটা ঐ মহিলার কাছে পাঠিয়ে দিলেন । মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন বিলটা খুলতে। কারণতিনি জানেন যে এতো দিনে যে পরিমাণ বিল এসেছে তা তিনি সারা জীবনেও শোধ করতে পারবেন না ।

অবশেষে তিনি বিলটা খুললেন এবং বিলের পাশ দিয়ে লেখা কিছু কথা তার দৃষ্টি আকর্ষণ করলো । তিনি পড়তে লাগলেন "আপনার চিকিত্সার খরচ হলো পুরো এক গ্লাস দুধ।"

এবং বিলের নিচের সাইন করা ছিলো ডাঃ স্যাম কেইলির

নাম।

Moral:- মানুষকে সাহায্য করুন , যতটা আপনার পক্ষে সম্ভব । হয়তো এই অল্প সাহায্যের ফল হিসেবে আপনি এমন কিছু পাবেন যা কখনো আপনি চিন্তাই করেননি!

শেয়ার অপশনে ক্লিক করে শেয়ার করুন ।

বিষয়: বিবিধ

১৬৪৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

241724
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:২৯
বাংলাদেশ_জিন্দাবাদ লিখেছেন : আমার জীবনে এখন পর্যন্ত চারবার রক্তদান করছি। প্রথম তিনবারই রক্ত দিয়ে অন্তত ২ দিন দূর্বল লাগত এবং ডিম, স্যুপ, মুরগী, বিরিয়ানী ও কাবাব যাই খাই না কেন শক্তিতো পেতামই না বরং কিছুটা অস্থির লাগত। চতুর্থ ও সর্বশেষটায় একজন বলল তুমি রক্তদানের পর দুধ খাও। ঠিকই রক্ত দিয়ে এসে কয়েক ঘন্টা পর দুফুরের খাবার পর এক কাপ গরম দুধ খেলাম তাতে ঘুম পেল। প্রায় এক হতে দেড় ঘন্টা পর ঘুম থেকে উঠে নিজেকে খুবই সতেজ লাগল মনে হল আজকে আমি কোন রক্ত দেই নাই। দুধে আল্লাহর অনেক নেয়ামত ও শেফা আছে।

পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫১
189457
সত্যলিখন লিখেছেন : Click this link
241729
০৪ জুলাই ২০১৪ রাত ০৮:৪৫
সন্ধাতারা লিখেছেন : Wonderful story apuni. Jajakalla khairan.
241738
০৪ জুলাই ২০১৪ রাত ১০:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫২
189458
সত্যলিখন লিখেছেন : Click this link
241746
০৪ জুলাই ২০১৪ রাত ১১:০২
ছিঁচকে চোর লিখেছেন : ধন্যবাদ সুন্দর একটি লেখা উপহার দেয়ার জন্য। অনেক কিছু অন্তত শিখলাম।
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫২
189459
সত্যলিখন লিখেছেন : Click this link
241748
০৪ জুলাই ২০১৪ রাত ১১:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার শিক্ষনীয় গল্প ,ধন্যবাদ
241790
০৫ জুলাই ২০১৪ রাত ০২:৪৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : চমত্কার শিক্ষনীয় গল্প ,ধন্যবাদ লেখককে
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫২
189460
সত্যলিখন লিখেছেন : Click this link
241835
০৫ জুলাই ২০১৪ সকাল ০৯:২৪
আহ জীবন লিখেছেন : আমার আব্বু বলত চাকরীর ব্যাপারে "কার রিজিক কোথায় আছে কেউ বলতে পারে না। সব জায়গায় এপ্লাই কর।"

আপনার সুরে আমিও বলি "কার জন্য কি, কিছু কোথায় আল্লাহ মিলিয়ে রেখেছেন আমরা কেউ জানিনা। আমরা এর সন্ধান পাব সাহায্য করা এবং সাহায্যের প্রতিদান দেওয়ার মাধ্যমে। তবে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন না করলে মুসলিম হিসাবে একটা শূন্যতা এবন মনের গহিনে অতৃপ্তি থেকে যাবে।"

আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করার কৃতজ্ঞতা প্রকাশ করার সাহস ও শক্তি দান করুন।

আমিন।
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫৩
189461
সত্যলিখন লিখেছেন : Click this link
241906
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:১৮
ইবনে হাসেম লিখেছেন : সুন্দর গল্প শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫৩
189462
সত্যলিখন লিখেছেন : Click this link
242052
০৫ জুলাই ২০১৪ রাত ০৯:২১
বাজলবী লিখেছেন : এ ধরনে একটা শিক্ষনিয় সর্ট ফিল্ম দেখেছিলাম।পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
১১ জুলাই ২০১৪ রাত ১১:৫৩
189463
সত্যলিখন লিখেছেন : Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File