আমেরিকার আবিষ্কারক কলম্বাস নয় আবু রাইহান আল বেরুনি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ জুন, ২০১৪, ০১:৩৮:৫০ দুপুর



আমেরিকার আবিষ্কারক কলম্বাস নন, আবিষ্কারক একজন মুসলিম মনীষী। মার্কিন ইতিহাসবিদ এস. ফ্রেডরিক স্টার তার ‘হিস্ট্রি টুডে’ নামক নিবন্ধে এমন দাবি করেছেন। সারা পৃথিবীবাসী এতোদিন স্প্যানিশ নাবিক কলম্বাসকেই আমেরিকার আবিষ্কারক হিসেবে জেনে এসেছেন। তবে, ফ্রেডরিক আমাদের জানাচ্ছেন, আমেরিকার আবিষ্কারক হলেন মধ্যযুগের মুসলিম ভূগোলবিদ আবু রাইহান আল-বেরুনী। নিবন্ধটিতে দাবি করা হয়েছে, কলম্বাসের ৫০০ বছর আগেই আমেরিকা আবিস্কার করেছিলেন এই মুসলিম মনীষী। নিবন্ধ বলছে, মুসলিম মনীষী আবিস্কার করলেও পাদপ্রদীপের আলোয় আসে কলম্বাসের নাম।

নিবন্ধে বলা হয়েছে, ১৪৯৮ সালের অনেক আগেই আমেরিকা আবিস্কার করেন আবু রাইহান। নিবন্ধ অনুসারে ৯৭৩ সালে আজকের মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানে জন্ম আবু রাইহানের। ওই ইতিহাস লেখকের মতে, আবু রাইহানই এশিয়া-ইউরোপসহ পৃথিবীর অজানা ভূমি আবিস্কারের প্রথম পথ প্রদর্শক। আবু রাইহান স্বশরীরে আমেরিকা গেছেন কি না সেটা স্পষ্ট করেননি নিবন্ধকার। তবে আমেরিকা যে আমেরিকার জায়গায় ছিল সেটার বাস্তবসম্মত ধারণা দেন এই মুসলিম ভূগোলবিদ। ১১ শতকে অজানা দেশ আবিস্কারে নামা আবু রাইহান তার চোখ শুধু আমেরিকাতেই বেধে রাখেননি। ভূগোল বিশারদ এই মনীষী চোখ রেখেছিলেন পশ্চিম ইউরোপ থেকে শুরু করে পুরো আফ্রিকা, পূর্ব-এশিয়াসহ পৃথিবীর এক-পঞ্চমাংশের দিকে। মধ্যপাচ্য, উত্তর-পশ্চিম ও ভারতসহ অনেক দেশের ভাষা জানতেন রাইহান। দক্ষ ছিলেন গণিত, জোতির্বিদ্যা, খনি বিদ্যা, ভূগোল, মানচিত্রাঙ্কন বিদ্যা, জ্যামিতি ও ত্রি-কোনোমিতিতে। আর এসব ব্যাপারে তিনি বিখ্যাত মুসলিম মনীষী আহম্মেদ আল-ফারহানির মতোই দক্ষ ছিলেন বলে ওই নিবন্ধে উল্লেখ করা হয়েছে। গ্রীক মনীষী ক্লডিয়াস টলেমি ও পিথাগোরাসের মতোই ভূগোল বিষয়ে পড়াশুনা করেছেন আবু রাইহান। টলেমি ও পিথাগোরাসের মতো রাইহানও ধারণা দিয়েছিলেন যে, পৃথিবী চারদিকে ঘুরে। আবু রাইহানের শিক্ষক আল-ফারহানিও পৃথিবী চারদিকে ঘুরা তত্ত্বের কথা বলেছিলেন। অবাক করা ব্যাপার হলো, যে ভিত্তির কথা উল্লেখ করে কলম্বাস আমেরিকা আবিষ্কারে তার নিজের মতের কথা বলেছিলেন, সেটা আল-ফারহানি ও আবু রাইহানের তত্ত্বের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়।

নিবন্ধকার লিখেছেন, কলম্বাস এটা হয়তো নোট করতে ভুলে গিয়েছিলেন যে, ভ্রমণের ক্ষেত্রে আল-ফারহানি রোমান মাইলসের পরিবর্তে আরব মাইলস ব্যবহার করেছিলেন। এমনকি কলম্বাস কখনোই আমেরিকা আবিস্কারের কথা চিন্তাও করেননি। জাহাজে উঠার পর প্রথমে কলম্বাস চিন্তা করেছিলেন, তিনি হয়তো এশিয়া কিংবা ইউরোপে গিয়ে উঠবেন। নিজের শিক্ষকের মতো আবু রাইহান পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারে যে তত্ত্ব দিয়েছিলেন তার আধুনিক তত্ত্বের সঙ্গে প্রায় সম্পূর্ণ মিলে যায়।

নিজ কক্ষে চলার পথে সূর্য ও পৃথিবীর যে সম্পর্ক সে ব্যাপারে রাইহানের তত্ত্ব পুরোপুরি ঠিক। পৃথিবী ঘূর্ণনের এই তত্ত্ব যখন দেন তখন আবু রাইহানের বয়স ৭০ বছর। শারীরিক কারণেই হয়তো তাকে স্বশরীরে আমেরিকায় নিতে পারেননি। কিন্তু মাপ-ঝোপের সবকিছুই করেছেন তিনি। তবে আরও অনেক তত্ত্ব বাকি আছে বলেও মনে করতেন রাইহান। তবে এসব কথা বলা মানে এই নয় যে, আমেরিকা এখনও আবিস্কার হয়নি। তবে সেখানে আরও দলিল রয়েছে যে,স্ক্যানডিনেভিয়া থেকে নরম্যান আমেরিকা আবিষ্কারের জন্য আইসল্যান্ড ও গ্রীনল্যান্ড অতিক্রম করে কানাডা পর্যন্ত গিয়েছিলেন সেখানে দশম শতাব্দী থেকেই আমেরিকার পূর্বসুরীরা বসবাস করতেন।

ফ্রেডরিক তার নিবন্ধে দাবি করেছেন, আবু রাইহান আল-বেরুনীই পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি, ‘নতুন পৃথিবী’ (নিউ ওয়ার্ল্ড) শব্দটার ধারণা দিয়েছেন। এস. ফ্রেডরিক স্টার যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি একজন ইউরেশিয়া (ইউরোপ ও এশিয়া) বিশেষজ্ঞ। এছাড়া ‘সেন্ট্রাল এশিয়া ককেশাস ইনিস্টিটিউট’র প্রতিষ্ঠাতাও তিনি। এ পর্যন্ত ২০টি বেশি বই লেখা ও সম্পাদনা করেছেন। আর নিবন্ধ লিখেছেন ২০০’র বেশি।

সূত্র : ওয়ার্ল্ড বুলেটিন

http://www.weeklysonarbangla.net/news_details.php?newsid=14260#sthash.MDQnefx4.dpuf

বিষয়: বিবিধ

২০৯৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239074
২৬ জুন ২০১৪ দুপুর ০১:৪৪
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : ফালতু প্যাচাল................
২৬ জুন ২০১৪ দুপুর ০২:০১
185532
শাহ আলম বাদশা লিখেছেন : ফালতু কেনো-তাতো যুক্তি দিয়ে বললেন না? ভুল ইতিহাসের শুদ্ধি যদি আবিষ্কৃত হয় এবং প্রমাণ করেন একজন বিদেশী খ্রিস্টান; সেটা কি ফালতু কিছু? যুক্তি দিলেই না হয় মেনে নেয়া যায়
২৬ জুন ২০১৪ রাত ১১:০৫
185680
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
২৭ জুন ২০১৪ রাত ১২:২৫
185717
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : পুরো বিষয়টিই মুমিন ছাগুদের ভ্যাঁভ্যা, এখানে যুক্তি অপচয় করার কিছু নেই @ ছাগু বাদশা।


মুসলমানদের প্রাপ্তি শুন্য। তো, কি আর করবেন? ইহুদী-খ্রীষ্টান'রা কি বলেছেন সেটা আক্রে ধরে থাকাই আপনার মত হতভাগা মুমিনের দুনিয়া আখিরাতে প্রাপ্তি @ সত্য লিখন।
239081
২৬ জুন ২০১৪ দুপুর ০২:০৩
হতভাগা লিখেছেন : আমার একটা জিনিস খুবই ফানি মনে হয় :

১৪৯৮ সালে কলম্বাস যখন আমেরিকায় যান তখন সেখানে রেড ইন্ডিয়ানরা ছিল । তার মানে আমেরিকাতে কলম্বাসই প্রথম পা রাখেন নি , তার আগে থেকেই এখানে জনবসতি শুরু হয়েছে।

কলম্বাস যে আমেরিকা আবিষ্কার করেছিলেন তা তিনি প্রথমে বুঝে উঠতে পারেন নি । মনে করেছিলেন এটা ভারত উপমহাদেশেরই পশ্চিমাংশ - তাই এর নাম দেওয়া হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ।

পরে আমেরিগো ভেসপুচি ব্যাপারটা ধরতে পেরেছিলেন - উনিও সম্ভবত ছিলেন কলম্বাসের মতই একজন নাবিক ।

আমেরিকার নাম আমেরিগো ভেসপুচির নামের সাথে মিল রেখে দেওয়া হলেও এর আবিষ্কারের কৃতিত্ব দেওয়া হয় কলম্বাসকেই । যদিও প্রথমে উনি বুঝে উঠেন নি যে নতুন আরেকটি মহাদেশ আবিষ্কার করেছেন , পরে ভেসপুচি সেটা আবার আবিষ্কার করলেও প্রথমে যেহেতু কলম্বাসই গিয়েছিলেন তাই এর কৃতিত্ব কলম্বাসকেই দেওয়া হয় ।

এটার সূত্র ধরে যদি দাবী করা হয় , না বুঝতে পারলেও কলম্বাসকে আমেরিকা আবিষ্কারের কৃতিত্ব দেওয়া যদি যেতে পারে , তাহলে তার অনেক আগেই যারা এখানে এসেছেন তারা কি আমেরিকা আবিষ্কার করেন নি ?
২৬ জুন ২০১৪ রাত ১১:০৫
185681
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
239082
২৬ জুন ২০১৪ দুপুর ০২:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : মিডিয়ার জোরে মিথ্যাচারের মাধ্যমে পশ্চিমারা অনেক সত্যি ইতিহাস বদলে দিয়েছে।

তবে আশার কথা হচ্ছে-সত্যিগুলি মাঝে মাঝে উঁকি দেয়।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৫
185682
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
০২ জুলাই ২০১৪ রাত ০১:৫৩
186863
সত্যলিখন লিখেছেন : একজন বুদ্ধিমান রাজার গল্প।(শিক্ষনীয় গল্পটি পড়ে দেখুন)

Click this link
239093
২৬ জুন ২০১৪ দুপুর ০২:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
185683
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
239098
২৬ জুন ২০১৪ দুপুর ০২:৪৬
আবু জারীর লিখেছেন : মুসলমানদের অনেক অর্যনই মিডিয়ার অভাবে হারিয়ে গেছে বা যাচ্ছে।
ধন্যবাদ।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
185684
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
০২ জুলাই ২০১৪ রাত ০১:৫৩
186864
সত্যলিখন লিখেছেন : একজন বুদ্ধিমান রাজার গল্প।(শিক্ষনীয় গল্পটি পড়ে দেখুন)

Click this link
239125
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:১২
অনুরণন লিখেছেন : ধরেন, নিবন্ধ টা যদি এমন হতো যে, কলম্বাসের বদলে কোন এক জন বা ডেভিস আসলে আমেরিকা আবিষ্কার করেছে তাহলে কি এই লেখাটা সোনার বাংলায় আসতো? বা আপনি লিখতে উৎসাহ পেতেন?
আমার কাছে এধরণের এপ্রোচ হাস্যকর লাগে। আমরা মুসলিমরা যে হীনমন্যতাবোধে ভোগা অলস জাতি, এটার ভালো একটা উদাহরণ এই লেখার টোন। আমরা আমাদের অর্জন-ঐতিহ্যের বৈধতা খুঁজি পাশ্চাত্যের কাছে।
কবে কোন কালে মুসলিমরা কি অর্জন করেছিল, কোথায় সাফল্য লাভ করেছিল সেগুলি চিবিয়ে চিবিয়ে ছোবড়া বানিয়ে আত্নতৃপ্তি লাভ করি।

এই লেখার পিছনে ইতিহাসের প্রতি কোন ভালোবাসা নেই, ইতিহাস জানার কোন আগ্রহ নেই, আছে শুধু খৃষ্টান কলম্বাস কে বাঁশ দিয়ে মুসলিম আলবিরুনীর আবিষ্কারের কৃতিত্বের ঢেকুর।

যাই হোক, মুল নিবন্ধটা এখানে

২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
185685
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
০২ জুলাই ২০১৪ রাত ০১:৫৩
186866
সত্যলিখন লিখেছেন : একজন বুদ্ধিমান রাজার গল্প।(শিক্ষনীয় গল্পটি পড়ে দেখুন)

Click this link
239152
২৬ জুন ২০১৪ বিকাল ০৫:৪৫
জোনাকি লিখেছেন : থ্যাংকস ফর শেয়ারিং।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
185687
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
০২ জুলাই ২০১৪ রাত ০১:৫৩
186867
সত্যলিখন লিখেছেন : একজন বুদ্ধিমান রাজার গল্প।(শিক্ষনীয় গল্পটি পড়ে দেখুন)

Click this link
239158
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
সরল কথা লিখেছেন : আমরা আমাদের সোনালী অতিত জানতেও চাই না জানাতেও চাই না
এর সুযোগ নিয়েেই পশ্চিমারা আমাদের গৌরবের বিষয়গুলো আমাদের ভুলিয়ে দিচ্ছে
২৬ জুন ২০১৪ রাত ১১:০৬
185688
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
০২ জুলাই ২০১৪ রাত ০১:৫৩
186868
সত্যলিখন লিখেছেন : একজন বুদ্ধিমান রাজার গল্প।(শিক্ষনীয় গল্পটি পড়ে দেখুন)

Click this link
239164
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মুসলমানদের অনেক অর্জন আড়ালে রয়েগেছে। ধন্যবাদ
২৬ জুন ২০১৪ রাত ১১:০৭
185689
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
১০
239192
২৬ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
সন্ধাতারা লিখেছেন : মুসলমানদের অনেক অর্জনকে অমুসলিমরা অন্যায়ভাবে কেঁড়ে নিয়েছে এটা ইতিহাস স্বাক্ষী দেয়। আপনার এ উদ্যোগকে সাধুবাদ জানাই, যা খুবই গুরুত্বপূর্ণ।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৭
185690
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link
১১
239194
২৬ জুন ২০১৪ রাত ০৮:০২
চিরবিদ্রোহী লিখেছেন : যতটুকু জানি, কলোম্বাসের আমেরিকা ভ্রমণের জন্য যে ম্যাপটি অনুসরণ করেছিলো তা তৈরি করে দিয়েছিলো তৎকালিন বিখ্যাত ভূগোল বিজ্ঞানী পাগোলো তোসকানেলি (Pagolo Toscanelli). এর অর্থ কলম্বাসের আগেই আমেরিকার অস্তিত্ব সম্পর্কে প্রায় স্বচ্ছ একটা ধারনা ছিলো। তাহলে আমেরিকার অস্তিত্ব অনেক আগেই প্রমাণ হয়েছিলো।

তথ্যবহুল পোস্ট। ধন্যবাদ।
২৬ জুন ২০১৪ রাত ১১:০৭
185691
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File