ফিরে আসো আমার দাদা দাদু রা
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১০ জুন, ২০১৪, ১২:০৭:৪৭ দুপুর
ফিরে আসো আমার দাদা দাদু রা
আমার দাদাদাদু গেলো নানার বাড়ি
আমার কলিজাটা নিয়ে গেলো কাড়ি ।
ভোরের সোনালী সুরুজের মত ছিল
আমার দাদার সূর্যমুখি বদন।
রুপালী চাদের মত চেহারায়
চাদের হাসি ছিল আমার দাদূর মুখে।
এই সোনালী রুপালী আলোতে
ভরা ছিল আমার হৃদয় কোঠর।
এই দিক খুজ়ে ঐ দিক খূজ়ে
আমি কত বার হলাম সারা
জীবনে পাওয়া সব দাদা দাদুরা
আমার ভালবাসাকে করল অবহেলা।
বলি বলি করে বলব বলব ভেবে
মনের গোপন কথা আর বলা হলনা।
তাই তো আজ দুই নয়নে শুধু জলের ফেনা,
সিক্ত নয়নে বার বার ডেকে ডেকে বলি,
শুন্য এই হৃদয়ে আবার ফিরে আসো
আমার দাদা দাদু রা।
বিষয়: বিবিধ
১৩১৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
Click this link
Click this link
Click this link
Click this link
অজান্তে গড়ে উঠে বন্ধুত্ব
তা হতে পারে অপ্রত্যাসিত কোন ব্যক্তির
সাথে , সময়ের প্রয়োজনে জীবনের
বাস্তবতায় আবার তার বিচ্ছেদ ও ঘটে ,
প্রয়োজনের তাকিদে অনেক
দূরে চলে গেলেও যেনো মুছে না ফেলি সৃতির
পাতা থেকে কেউ কাউকে ।
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন