আমি বড্ড স্বার্থপর

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ মে, ২০১৪, ০১:০৮:৩৩ রাত

আমি বড্ড স্বার্থপর

পারভীন সুলতানা



আমি বড্ড স্বার্থপর

শুনে কি তোমরা

আমায় নিয়ে পাচ্ছো ডর?

আমি শুধু বাচার তরে লড়ি।

মোর কাজ দেখে শয়তান বলে

একি করছে বোকারাম বুড়ি।।

আমি বড্ড স্বার্থপর

ঈমান এনে যেই কাজ করি

না কেন ?সবই নিজেকে বাচাতে করি,

নামাজ বল রোযা বল পর্দাশীলতা বল

আর সব খানে দ্বীন কায়েমের কাজই বল

সবই করি নিজে নাজাত পাব বলে।।

আমি বড্ড স্বার্থপর

তোমাদের সবাইকে ভালোবাসি

আল্লাহ সন্তুষ্টির জন্য শুধু ,তাতে

আল্লাহর আরশের নীচে দাড়াব আমি,

নেটওয়ার্ক আর ফিল্ডওয়ার্ক যাই করি

সব খানেই উম্মতী মোহাম্মাদী হিসাবে

দায়িত্ব পালন করি, যেন শধু রাসুল সাঃ এর

হাউজে কাওসারের পানি পান করতে পারি ।।

আমি বড্ড স্বার্থপর

য়াল্লাহ ছাড়া আমি ডরাইনা কারো

তাই ভেবে দেখ ,আমার সাথে থাকবে কিনা

সংঘবদ্ধ ভাবে আল কোরানের পথে? তাহলে

স্বার্থ হাসিল করব মোরা তাগুতের বিপক্ষে লড়ে।

শেষ আবার বলছি শোন,"আমি বড্ড স্বার্থপর"

ইনশাল্লাহ জান্নাতুল ফেরদাউসে হবে আমার ঘর ।।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226289
২৬ মে ২০১৪ রাত ০৩:২৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৭ মে ২০১৪ রাত ০১:০৪
173662
সত্যলিখন লিখেছেন : আল্লাহ আপনাকে ভাল রাখুন ।Click this linkClick this link
226347
২৬ মে ২০১৪ দুপুর ১২:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ মে ২০১৪ রাত ০১:০৫
173664
সত্যলিখন লিখেছেন : পড়ার জন্য জাযাকাল্লাহু খাইরান Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File