শুন হে !সন্মানিত মুসলিম সন্তানরা

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ এপ্রিল, ২০১৪, ১০:০২:২৫ সকাল



হায়রে বাংলার মুসলমানরা তোমরাও জা্নো না তোমরা কত সন্মানিত এক মুসলিম জাতী । তোমরা জাননা তোমরা ৃথিবীর শ্রেষ্ট্যধর্ম ইসলামের তথা কোরান সুন্নাহর ধারক বাহক । হে মুসলিম সন্তানরা , তোমরা জাননা তোমরা যে নববষ পালন করছ তা তোমাদের ংস্কৃতি নয় । তা নিন্ম মানের ধর্ম হিন্দু জাতির কৃষ্টি । তোমরা তাদের সথে জোয়ারে গা ভাসিয়ে নিজেদের উন্নতমানের সভ্যতা আর ংস্কৃতি কে অপমানিত করছ । আমাদের সভ্যতা আর ংস্কৃতি কে ইউরোপীয়ানরা কিনে নিয়ে আজ তারা হচছে বিশ্বের সভ্য জাতী । এটা শয়তানদের গুরু ঠাকুরের জন্য আনন্দদায়ক হলেও মুসলিম জাতী ও মুসলমানের সন্তান হিসাবে তোমার আমার জন্য খুবই লজ্জাজনক ।

শুন হে !সন্মানিত মুসলিম জাতী ।

তারা তো হিন্দি গানের তালে তলে পহেলা বৈশাখের পান্তা খেয়ে মনে হবে আমরা এখনো পুরা ভিনদেশি হয়ে যাই নাই । একদিনের কিছু সময়ের জন্য হলেও বাঙ্গালী ছিলাম রে ...।

আর এই দিকে দেশের নিন্ম মধ্যবিত্ত সধারন মানুষ তাদের মৌলিক চাহিদা পুরন করতে পারছে না । তাদের কথা না ভেবে মুসলিম দেশ হয়েও অমুসলিমদের কালচারে লক্ষ টাকা ব্যয় করে আমরা চিত্তবিনেদন করছি। এটা কি দরিদ্রদের সাথে রসিকতা নয়! ৃষ্টির মাঝে স্রষ্টাকে ভুলে যেও না ।

"তোমাকে সৃষ্টি করেছি আমার জন্য আর দুনিয়ার সবকিছু সৃষ্টি করেছি তোমার জন্য।সবকিছুর মাঝে যদি আমায় হারিয়ে ফেল তবে তো সবই হারালে আর যদি সবকিছুর মাঝে আমায় খুঁজে পাও তবে তো সবই পেয়ে গেলে"

হাদীসে কুদসী —

বিষয়: বিবিধ

২০৯৬ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207490
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:১২
ফাতিমা মারিয়াম লিখেছেন : আসসালামু আলাইকুম। ধন্যবাদ।


আপা কেমন আছেন?
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৩
160702
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ।
। আলহামদুলিল্লাহ ।আপনার ভালো লাগার জন্য আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
207498
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৬
হতভাগা লিখেছেন :
''তারা তো হিন্দি গানের তালে তলে পহেলা বৈশাখের পান্তা খেয়ে মনে হবে আমরা এখনো পুরা ভিনদেশি হয়ে যাই নাই । একদিনের কিছু সময়ের জন্য হলেও বাঙ্গালী ছিলাম রে ...।''



০ সারাটা দিন হিন্দী/ভারতীয় সিরিয়ালে ডুবে থাকা এবং ঈদ এলে বা বিভিন্ন বাহানো করে শপিং মলে গিয়ে ভারতীয় বা ভিনদেশী বিলাশ সামগ্রী কেনাদের মুখে এরকম নসিহত !

বিনোদন দেবার জন্য ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৪
160703
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ ।আপনার ভালো লাগার জন্য আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
৩০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৮
163586
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । লিঙ্কটি পড়ার জন্য অনুরোধ রইল ।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44049#.U2B-y6LKO1u
207503
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৩
সিটিজি৪বিডি লিখেছেন : হে আল্লাহ! আমাদেরকে সমস্ত শয়তানী থেকে দুরে রেখে আমাদের ঈমানকে আরো মজবুদ করে দিন। আমিন।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৪
160704
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ ।আপনার ভালো লাগার জন্য আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File