এক সালামের এতো বেশি ফজিলত
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৩ এপ্রিল, ২০১৪, ০১:৫৮:৪৬ রাত
বিসমিল্লাহির রাহমানির রাহিম
এক সালামের এতো বেশি ফজিলত
স্কুলে যাওয়ার পথেই একজন বয়স্ক সন্মানিত ব্যক্তি আমার দিকে অনেক দূরথেকেই তাকাতে তাকাতে আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমি উনাকে মায়ের কথা মনে করে সালাম দেই ।আমার পরিচয় গ্রাম বাবার নাম সহ সব জানতে চাইলে আমি বললাম ।পরে শুনলাম আমার শ্বশু্র আমার সাথে সালাম বিনিময়ের পর সবার বাধা ডিঙ্গিয়ে কাউকে না বলে সবার অগোছরে ঢাকা এসে ছেলের মতামত জেনে আর দেরি করলেন না ।সেই দিন কার সালামে উনি এতো আনন্দিত ও আত্নতৃপ্তি লাভ করলেন যে, আলহামদুলিল্লাহ ,আমাকে উনার ছেলের বঊ বানায়েই ছাড়লেন । আর সেই দিন থেকে ৃত্যুর পূর্বক্ষন পর্যন্ত আমার রোধ ৃষ্টি ঝড় জীবনে বাবার মত আমার পাশে এসে আমার মাতার উপর ছাতা মেলে ধরতেন । আর ছেলেও মেঘ না চাইতে বষ্টি্র মত নিজের মনের গোপন সিনধু্কে রাখা ভালবাসার পাত্রীটি পেয়ে বাবার উপর মহাখুশি ছিলেন সারা জীবন। আমি মনে মনে বলি আজো "এক সালামের এতো বেশি ফজিলত"।
ঢাকা এসে ইসলামী সংগঠনের সাথে চলতে গিয়ে সালাম আর সালাম সব দ্বীনি বোনদের মঝে। এতে করে সালাম শুধু বাহিরে আর মুখে সীমাবন্ধ রইল না। সালাম এইবার সাত সাগর তের নদী পার হয়ে সাতটা মহাদেশ জয় করার মত আমার ৃদয়টা জয় করে আমার অন্তরের অন্তস্থল শান্তির বন্যায় ভাসিয়ে দিলেন । কারন সালাম এর বাক্য গুলো বেহশতি শব্দ আর শব্দের অর্থ শান্তি আর নিরাপত্তা প্রদান করা । এই ইসলামী সংগঠনের মাধ্যমে শিখলাম সালাম এর প্রচার ও প্রসার।
রমনা পার্কে হাটার সময় সন্মানিতা পর্দানশীল বোনদের দেখলেই সালাম অন্তরথেকেই চলে আসে । আলহামদুলিল্লাহ । এই সালামের রহমত আর বরকতে আল্লাহ আমাকে এমন কয়জন দ্বী্নদার বোন জুটায়ে দিলেন যারা আজ ইসলামি আন্দোলনের খাদেমা হিসাবে বিশাল অবদান রাখছেন। আরো এমন বোন কিছু বোণ পেলাম যাদের আন্তরিকতা আর ভালবাসায় নিজেই আর নিজের মাঝে থকতে পারি না। এখন আর আমি অনাদের আগে দেওয়ার ফজিলত টা নিতে পারি না।
শিরিন আপা কে ,সব সময় দেখলে ভয় পেতাম । কারন আপা এমন মুডঅপ হয়ে থাকেন , মনে হয় এই বুঝি আমার উপর সব রাগ ঝেড়ে ফেলবে । প্রথম দিন ভয়ে সালাম দেই নাই । পরে সালাম দেওয়া শুরু করি । অনার এক প্রতিবশি বললেন ,"আপা যে সালামের মর্যাদা দেয় না তাকে কেন সালাম দেন ?আমার ২ বার ব্রেইন স্ট্রোক করার পর জ্ঞান আসার কিছুক্ষন পরশিরিন আপা আর উনার সেই প্রতিবশি আরো ৪ জন বোন নিয়ে আমাকে দেখতে আসেন। আমি প্রথম মেমোরিতে আনতে পারছিলাম না উনারা কে? আমার তাকানো দেখেই শিরিন আপা নিজেই আমার পশে গিয়ে নিজের ও অন্য আপাদের পরিচয় দিলেন ।আমার তখন আল্লাহর শুকরিয়া আদায় করার মত সামান্য জ্ঞান দিয়ে সালামের ফজিলতের কথা মনে হওয়াতে প্যারালাইসেস মুখে আলহামদ্লিল্লাহ বলতে না পারার কারনে কান্না চলে আসে ।আর সেই শিরিন আপা , এখন ইসলামের ও কোরানের একটা প্রোগ্রামে বসার জন্য পাগল হয়ে থাকেন ।
ইসলামে সালামের বরকত ও ফজিলত অনেকঃ
সালামের ব্যাপারে আল্লাহ রহমানুর রাহিম বলেন,
"যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও অথবা কমপক্ষে তেমনিভাবে।আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহণকারী। "সূরা নিসা-৮৬
“আগে সালাম প্রদান কারীকে জান্নাতে একটি বালাখানা দেওয়া হবে”আল হাদিস ।
আসসালামু আলাইকুম বাক্যটি হলেও আল্লাহর কাছে এর বরকত অনেক।
১।সালাম বিনিময়ের মাধ্যমে শত্রুও মিত্র হয়ে যান।
২।আত্নীয়-স্বজন ও প্রতিবেশিদের সাথে সুসম্প্ররক গড়ে উঠে।
৩।সমাজের সর্বস্তরের মানুষের ভালবাসা অনেক বেশি পাওয়া যায়।
৪।পরিবারের ছোট বড় সবাই সবার সাথে সালাম বিনিময়ের মাধ্যমে অনেক পরিবারে একটা জান্নাতী পরিবেশ সৃষ্টি হয়। আমার দাদুমনিটাও এখন সালাম দিতে পারে ।আলহামদুলিল্লাহ।
৫। স্বামী স্ত্রীর মাঝে সালামের বিনিময় থাকলে সেই স্বামী বা সেই স্ত্রীর ভালবাসার জোয়ারে হাবুডুবু খেতে খেতে জান্নাতের বাগানে বসে রোমাঞ্চ সময় কাটানোর মত আনন্দ বুকটা ভরা থাকবে ইনশাল্লাহ।
( ফলাফল পরীক্ষীত)
৬। সালাম বিনিময়ের মাধ্যমে মনের হিংসা বিদ্বেষ অহংকার লোভ লালসা সহ অনেক পাপ চলে যায়।আপনার কর্মচারীও বুয়াদের সালাম দেন দেখুন তারা কি সুন্দর হাসি দিয়ে সালামের উত্তর দেন ।
৭।সালামের গতিধারা যত বেশি প্রচার আর প্রসার লাভ করবে তত বেশি ব্যক্তি ,পরিবার সমাজ ও রাষ্ট্রে শান্তি , কল্যান ও নিরাপত্তা তত বেশি বিরাজ করবে ।
৮। সালাম বিনিময়ের মাধ্যমে একজন মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের চেয়েও আপন হয়ে যাবে । ফলে সেই সমাজ থেকে অন্যায় , জুলুম , শোষন , জান মালের নিরাপত্তাহীনতা কিছুই আর থাকবে না।
সেখানে বয়ে আনবে ইনসাফ আর কল্যানের আদলে সাজানো এক সোনালী সমাজ ।
অনেক অসুসথ্যতার মাঝেও যা মাথায় আসে আজে বাজে তাই লিখে আপনাদের মুল্যবান সময় নষ্ট করে ফেলি । তাই ক্ষমা করে দিবেন । ।আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু।
হে আল্লাহ সালাম বিনিময়ের মাধ্যমে আমাদের মাঝে সালাম আর সালাম দান করে আপনার প্রশান্ত আত্তার জান্নাতীদের কাতারে আমাদের শামিল করেনিন ।
বিষয়: বিবিধ
৫৪১৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
আলহামদুলিল্লাহ । ইনশাল্লাহ ।
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
আলহামদুলিল্লাহ । ইনশাল্লাহ ।
জাযাকাল্লাহু খাইর ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
ভাল লেগেছে লেখাটি পড়ে! আপনার দোয়ার সাথে আমিন।
খুব ভালো লাগ্লো...
মন্তব্য করতে লগইন করুন