আলহামদুলিল্লাহ আজ থেকে নাতিনীর হিজাব পরা শুরু

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ মার্চ, ২০১৪, ০৫:৪৫:২৫ বিকাল



দাদীমনির কাছে ধরেছি বায়না ,

ইয়াং দাদাদের সামনে

আর হিজাব ছাড়া যাব না ।

বুড়ি দাদী বলে আমায় ,

" তোমায় ব্যাক ডেটেড বলে,

করবে সবে তিরস্কার,

তাই হিজাব পরবে কিনা

ভেবে দেখ আর একবার"।

দাদী মনি কে বললাম আমি ,

যে যাই বলুক দাদী ,

পশুর মত উলঙ্গপনা ছেড়ে

ইসলামের লেবাস হিজাব আমায়

কিনে এনে দাও খুব তাড়াতাড়ি করে ।

আরো বললাম প্রানের দাদীরে ,

খোলা কলায় মাছি বসে আর বসে ধুলা ,

ডাকনা দেওয়া ঝিনুকে থাকে দামী মুক্তা ,

ইনশাল্লাহ আমি হব,

তার চেয়েও দামী মুত্তাকিন।

শুন শুননা আমার জানের দাদী ।

আজ থেকেই দ্বীন কায়েমের তরে

আমার নামটি লিখ সিরাতুল মুস্তাকিমের পথে ,

তোমার সাথে পথ চলা শুরু করি হিজাব পরে।।

আজ থেকে আমি হিজাব ও নামাজ পড়ছি

আপনারাও হিজাব ও নামাজ কায়েম করুন,

এটাই সবার কাছে আমার কচি প্রানের দাবী ।।

আমি আপনাদের আদরের নাতনী

নাদিরা নওশিন নুহা

বিষয়: বিবিধ

২২৭৫ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192589
১৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৫৭
আমি মুসাফির লিখেছেন :





দোয়া করি নাতনি আপনার মনের মত করে গড়ে উঠুক এবং মহান আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দিন এবং নিরাপদে সুস্থ রাখেন।
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
143422
সত্যলিখন লিখেছেন : মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না ,তাই এই মুসাফিরের দোয়া আমার নাতনীর জন্য কবুল করো হে পরয়ারদেগার ।আমিন
192592
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
ফেরারী মন লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
143423
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ ।আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ।Praying Praying Praying
192596
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আফরোজা হাসান লিখেছেন : মাশা আল্লাহ। অনেক অনেক আদর, দোয়া ও শুভকামনা রইলো নুহার জন্য। Praying Praying Praying
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
143425
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ।আমার নাতনীর জন্য আল্লাহ আপনার মত নেক্কার দাদীর দোয়া কবুল করুন ।আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192602
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা আল্লাহ ,নাতনির জন্য দোয়া রইলো। Rose Rose Praying Praying
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০০
143426
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ।আমার নাতনীর জন্য আল্লাহ আপনার দোয়া কবুল করুন ।আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192608
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
সত্যবাদী ব্লগার লিখেছেন : Winking এগুলোর চাইতে অনেক ভালোভাবেই হিজাব পালন করা যায়। এইসমস্ত হিজাব ফালতু..................।।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০১
143427
সত্যলিখন লিখেছেন : আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192613
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : নুহামণির জন্য আদর ও দুয়া রইলো।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:০২
143431
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আপা কেমন আসেন ? অনেক দিন আপনার সাথে কথা বলা হয় না ।আলহামদুলিল্লাহ।আমার নাতনীর জন্য আল্লাহ আপনার মত নেক্কার দাদীর দোয়া কবুল করুন ।আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192630
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সিটিজি৪বিডি লিখেছেন : আমার সামনে আসতে নাই মানা
আমি এখন আর ইয়াং না হাহাহা............


নাতনীর জন্য অনেক অনেক দোয়া-আদর-ভালবাসা রইল। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে ভাল রাখুক, আমিন।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:১২
143434
সত্যলিখন লিখেছেন : ৬০ এর নীচে সব দাদারাই ইয়াং । বসন্তের শেষ বিকালে এসে যেই সব দাদাদের বয়স দাড়িয়েছে । তাদের সাথে নিয়ে সূর্য্য অস্তে যাবার দৃশ্য দেখতে রাজি আছেন।

আমার নাতনীর জন্য আল্লাহ তোমার মত নেক্কার দাদার দোয়া কবুল করুন ।তোমাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192654
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:১৪
143435
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
192657
১৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
উম্মু রাইশা লিখেছেন : পুরুষদের মাছি বলায় তারা মাইন্ড করলনা
১৫ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
143437
সত্যলিখন লিখেছেন : আপু , মাইণ্ড করবে ধর্ষনের সেঞ্চুরী করা সোনার ছেলেরা ।
আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:২৫
207949
স্বপন২ লিখেছেন : @উম্মু রাইশা,আপু অনেক দিন পরে আসলেন। আগে লিখতেন। এখন আর আগের মত লিখেন না।
১০
192717
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ, আপনার নাতনী আমার কি হবে?
১৫ মার্চ ২০১৪ রাত ১০:৩১
143474
সত্যলিখন লিখেছেন : আপনি আমাকে যেই হিসেবে দেখবেন তাকেও সেই হিসাবে ভাবেন ।
১১
192720
১৫ মার্চ ২০১৪ রাত ০৯:৪৭
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ মার্চ ২০১৪ রাত ১০:৩২
143475
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
১২
192766
১৬ মার্চ ২০১৪ রাত ১২:৩৫
মাটিরলাঠি লিখেছেন : আলহামদুলিল্লাহ।
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
143814
সত্যলিখন লিখেছেন : আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
১৩
192787
১৬ মার্চ ২০১৪ রাত ০১:৪১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ওগো তোমাকে কিন্তু হিজাবে খুব লাগছে! তোমার জন্য ফুল Rose Rose Rose Rose
আপনাকে বলিনি, আপনার নাতনিকে বলছি
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:১৩
143837
সত্যলিখন লিখেছেন : ভাগ্য ভাল নাতিনকে ব্লগে এখন বেড়াতে আনি নাই । না হলে দাদাদের এমন মন্তব্য শুনে আর লাল গোলাপ দেখে গলায় ঝুলে পড়ত। দাদীর একপা কবরে তাই বললেও কাজ হবে না ।আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
১৪
192835
১৬ মার্চ ২০১৪ সকাল ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : ইয়ং নই তবে অবশ্যই দাদা৷ নাতনীর আবেদন ছড়ায় বেশ ভাল লাগল৷ দ্বীনদার হয়ে দ্বীনের চাহিদা মেটাবার বাসনা নিয়ে সহি সালামতে বেঁচে থাকো৷
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:২৩
143841
সত্যলিখন লিখেছেন : ইয়াং না হলে তো আরো বিপদ।
আধা পাকা আধা কাচা ।।
মন থাকে সদা তাজা।
আমার নাতনীর জন্য আল্লাহ আপনার মত নেক্কার দাদার দোয়া কবুল করুন ।
আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
১৫
192874
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:২১
ইশতিয়াক আহমেদ লিখেছেন : আসসালামু আলাইকুম দাদীজান। আপনার নাতনি তো বড় হয়ে যাচ্ছে, কিছু ভাবছেন? অনেক দোয়া রইল।
১৬ মার্চ ২০১৪ রাত ০৮:৩৩
143845
সত্যলিখন লিখেছেন : ওয়য়ালাইকুম আসসালাম নাতি। নাতনি বড় হচ্ছে নাতি রা রেজিস্ট্রি খাতায় নাম লেখাচ্ছে । দাদী দিব লটারী । নাম উঠবে যার সে পাবে নাতনী ।আমার নাতনীর জন্য আল্লাহ আপনার মত নেক্কার দাদীর দোয়া কবুল করুন ।আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File