আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ মার্চ, ২০১৪, ১২:৪০:২৩ রাত

আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন

আমি মনে করি ,

আমি যাকে ভালবাসি সে দুনিয়ার সব কিছু থেকে মুল্যবান ।

আমি সারা ক্ষন আমার হৃদয়পটে নানা রঙ্গের তুলির আলপনায়

তার রঙ্গে নিজেকে রাঙ্গাতে প্রান পন চেষ্টা করি ।

তার কথা আমি ভাবি সারাক্ষন তাই তো

হারাবার ভয়ে কখনও অঝরে কান্দি ,

দেখা পাবো আশায় আনন্দে কখনো হাসি।

আমি রোগা ক্লান্ত অসহায় চিত্তে তাকে কতটুকু ভালবাসি ?

তা দেখার জন্য সে নানান ভাবে আমাকে পরীক্ষায় ফেলেন?

আমি তাকে অনেক অনেক বেশি ভালবাসি বলে কষ্ট হলেও

তখন বুকের নীলাভ কষ্ট গুলো বুকে চেপে ধরে রাখি ।

আমার বিশ্বাস সে সারা ক্ষন আমার সাথে বসবাস করে ,

সে আমার সাথে আছে বলেই ভয় লাগে না মনে ।

সবাই ভালবেসে কাছে টেনে পরে আবার দূরে নিক্ষেপ করে ,

কিন্তু সে দিবারাত এক মুহুর্তের জন্য্ও একা থাকতে দেয় না ।

তাই তো আমি মনের সব গোপন কথা

নিঝুম রাতে অভিসারে চুপিচুপি তারে বলে অনেক তৃপ্তি পাই।

তার শান্তনার বানী গুলো আমাকে অনাবিল শান্তির বানে ভাসিয়ে নিয়ে যায় ।

আমি তখন আর নশ্বর এই দুনিয়াতে না পাওয়ার বা হারাবার মত কিছুই দেখি না।

আমি অজ্ঞতা বোকামি পাগলামী শিশু সুলভ আচরন অন্যায় ভুল ভ্রান্তিতে ভরা,

এইসব কিছু তার জানা, তাও তাকে প্রান উজাড় করে ভালবাসতে তার নেই মানা।

তাই আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন আলহামদুলিল্লাহ

সাত বার নয় শত হাজার বার তাকে আমি প্রান ভরে তাও্য়াফ করি সারাক্ষন ,

আমার ভালবাসা আর অন্য কেউই নন

তিনি আমার দয়াল আমার রাব্ব,

আমার প্রভূ আল্লাহ মহান !

সুবহান আল্লাহ!!

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190196
১১ মার্চ ২০১৪ রাত ১২:৫০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মাশা - আল্লাহ ,অনেক ভালো লেগেছে Good Luck Rose
১২ মার্চ ২০১৪ রাত ১২:৪৬
141914
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আল্লাহ আপানাকে উনার প্রিয়দের কাতারে স্বামীল করুন ।
190232
১১ মার্চ ২০১৪ রাত ০৩:০৭
ইকুইকবাল লিখেছেন : আরও লেখেন
১২ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
141915
সত্যলিখন লিখেছেন : ইনশাল্লাহ চেষ্টা করব । তবে আপনিও আল্লাহর কাছে আমার হেদায়াত সহ আমার ঈমানী আমোলী ও এলেমী যোগ্যতা বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া চাইবেন ।আল্লাহ আপানাকে উনার প্রিয়দের কাতারে স্বামীল করুন ।
190295
১১ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১২ মার্চ ২০১৪ রাত ১২:৫৩
141917
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম অবারাকাতু ।
আলহামদুলিল্লাহ ।
আল্লাহ আপনাকেও দুনিয়া আখিরাতের আল্লাহর প্রিয়দের কাতারে স্বামীল করুন ।
190402
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:২৬
সালাম আজাদী লিখেছেন : রাবেয়া বসরীর সেই ভালোবাসার সুঘ্রাণ পেলাম। আল্লাহকে এই ভাবে ভালোবাসতে শুধু নারীরাই পারে। মাশাআল্লাহ!
১২ মার্চ ২০১৪ রাত ০১:০৬
141920
সত্যলিখন লিখেছেন : ঠান্ডা মনে হয় আপনার অনেক বেশি লেগেছে । তাই শ্বাসনালী ব্লক থাকাতে উলটাপালটা ঘ্রান পাচ্ছেন ।কোথায় হাসনাহেনা ফুলের ঘান আর কোথায় পথের পাশের পড়ে থাকা ঘাসফুল....।নবীজি সাঃ মেরাজে গিয়ে জাহান্নামে নারীই বেশি দেখেছেন। তাও আল্লাহ আপনার ধারনা যেন বাস্তবে আমাকে হেদায়েত দান সহ কবুল করুন ।আল্লাহ আপনাকেও দুনিয়া আখিরাতের আল্লাহর প্রিয় মুত্তাকিন ওমুহসিনিন্দের কাতারে শামিল করুন ।
190406
১১ মার্চ ২০১৪ দুপুর ১২:৩০
সজল আহমেদ লিখেছেন : ভাই কবিতাটা কত ভাল লাগল ভাষায় প্রকাশ করতে পারছিনা!awesome,awesome!awesome!!!!!
১২ মার্চ ২০১৪ রাত ০১:১০
141922
সত্যলিখন লিখেছেন : ভাই আসসালামুয়ালাইকুম । আমি ভাই না বোন/ জননী ।আল্লাহ যে আপনার এই ভাললাগার জন্য কত ভালবেসে ফেলেছেন তা আমিও প্রকাশ করার ভাষা পাচ্ছি না ।আলহামদুলিল্লাহ ।
আল্লাহ আপনাকেও দুনিয়া আখিরাতের আল্লাহর প্রিয়দের কাতারে স্বামীল করুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File