বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ জানুয়ারি, ২০১৪, ১০:২১:২৮ রাত
বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।
আজ আমি আর আমার সাথে এক বোন অনেক দুরের একজায়গা থেকে আসার জন্য একটা CNG রওনা দিলাম ।
কিছু দূর আসার পরে ড্রাইবার বলেন ," আপা পুলিশ ধরলে বলবেন আপনারা মিটারে টাকা হিসাবে যাচ্ছেন । না হলে আমার ৫০০০ জরিমানা করবে " ।
আমি সাথে সাথে বললাম , ভাড়া ঠিক করার সময় তো এই কথা বলেন নাই । আমরা আপনার জন্য মিথ্যা বলতে পারব না ।
আমার সাথের আপা বললেন , মিথ্যা দিয়ে আর কত দেশটাকে ধ্বংস করবেন । সব জায়গায় সবাইকে দিয়ে মিথ্যা বলায়ে কি কাজ করাতে পারবেন ?
ড্রাইবার হঠাত CNG থামায়ে বলে , ভাড়া দিতে হবো না । আপনারা নেমে যান । আমি আপনাদের নেবো না ।
আপা কে বললাম, " আপা , আল্লাহর উপর ভরসা রেখে নামেন । আল্লাহর কাজে বের হয়েছি। আল্লাহ আমাদের সাথে আছেন । তাই আমাদের কিছুই হবে না ।"
আলহামদুলিল্লাহ ।দুই মিনিটের মধ্যেই একটা প্রাইভেট CNG এর ড্রাইবার এসে আমাদের কে বলে ,আপা আপনারা কোন দিকে যাবেন ? আমরা জায়গার নাম বলি । তিনি আমাদের নিয়ে আসলেন ।আমি পুর্বের CNG যেই দামে ভাড়া করি তাই দিতে গেলে তিনি তা থেকেও কম রাখলেন । কারন উনার হিসাবে এই দুরুত্বে এতো বেশি নয় ভাড়া । আমি অভাক হয়ে গেলাম আর ভাবলাম , বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।
আরো ভাবলাম আমরা মানুষ আর শয়তান আমাদের চিরশত্রু। সে চাইবে আমাদের কে দুনিয়ার মোহে ফেলে দিতে।কিন্তু দুনিয়াতে পাবার মত কিছুই নেই আবার হারাবার মত কিছুই নেই। বরং এই মোহে পড়লে আমার আখিরাত টা বরবাদ হয়ে যাবে ।
আল্লাহর রাসুল সাঃ এর জীবন মুসাফিরের চেয়ে গরীব ছিলেন।আর আমরা উনার উম্মত হয়ে এত সুখে থেকেও আরো আরো চাই ।ক্ষমতার দাপট, লুটপাট ছিনতাই আত্মসাত করে সম্পদের পাহাড় গড়ি । কিন্তু যাবার বেলায় সাদা ৫টুকরা কাপড় আর দুনিয়ার জীবনের রেজাল্ট কার্ড টা ছাড়া আর কিছুই যাবে না। তার পরেও আমাদের আখিরাতের কথা মনে আসে না ।
আল্ললাহ মাফ করুন।
আমরা কি নিজের চাইতে আল্লাহ ও রাসুল সা কে ভালবেসে উনার মত নিজেকে উদার করে রাখতে অসুবিধা কোথায়? যিনি নিজের কষ্টেও হাসতেন কিন্তু উম্মতের কষ্টে কান্দতেন।
আমি বড় গুনাগার ও অনেক দুর্বল ঈমানের এক আল্লাহর বান্দী । তাও আল্লাহ কে রহমানুর রাহিম নামের গুনের উপর ভরসা রেখে আর গুনাহ ক্ষমাকারী হিসাবে আবদার করে বলছি , " তিনি যেন আমাকে আপনাদেরকে আমাদের সবার মা বাবা কে ও সকল মুমিন মুমেনাকে ক্ষমা করে দিন । আমাদের সবাইকে হেদায়াতের পথে চলে ইকামতে দ্বীনের কাজ করার মত ঈমানী এলেমী ও আমোলী হওয়ার তাওফিক দান করেন ।
আমিন । সুম্মা আমিন
বিষয়: বিবিধ
২৭৭২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখানে বিষয়টি হল - আপনার বর্নিত সিএনজি চালক আপনার সাথে পারস্পরিক ট্রান্জেকশানে ইনসাফ করেছেন - সুযোগ পেয়েও অতিরিক্ত টাকা নেয়নি। সে জন্য তিনি বাহাবা পাবেন।
সত্যি কথা হল - বাংলাদেশ এর রাষ্ট্রনায়কেরা জ্যামিতিক হারে নিজেরা নিজেদেরকে এবং সে সাথে আম জনতাকে আইয়ামে জাহেলিয়াত এর লেভেল এ নামিয়ে নিয়েছে এবং নিচ্ছে। এর মধ্যে যখন আপনি কিংবা আমি এক দুজনের মধ্যে তথাকথিত কিছু সাধুতা দেখি তখন একেবারে বিগলিত হয়ে পড়ি। মূলতঃ আমরা সকলে ঐ দেশটার ভিতর জেনে কিংবা না জেনে আকন্ঠ অন্যায়ের মধ্যে ডুবে আছি এবং উদ্ধারের কোন মত ও পথ ও দেখতে পাচ্ছিনা।
বিষয় টি শেয়ার করার জন্য ধন্যবাদ--
ধন্যবাদ
আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন,
"ইয়া আইয়ুহাল লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা"
অর্থঃ হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো ও সদা সত্য কথা বলো।
(সুরা তওবা আয়াত ১১৯)
এখানে আমাদের আসল শিক্ষা রয়েছে যদি আমরা অনুধাবন করতে পারি।
এছারাও রসুল (সা) বলেছেন মুনাফিকের লক্ষন ৩ টি তার মধ্যে একটি হলো "কথা বললে মিথ্যা বলে" (বুখারী হা/৩৩/৩৪)
জাজাকাল্লাহু খাইরান সুন্দর অনুপ্রেরনা মূলক ঘটনা শেয়ার করার জন্য।
হিরা মানিক মুক্তার চেয়েও আপনার মুল্যবান মন্তব্য নিয়ে আমার মত নগন্যবান্দীর ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দুনিয়া ও আখিরাতে দান করুন ।
হৃদয়ের আকাশের খন্ড খন্ড মেঘ গুলো একটা ধমকা খবর শুনার সাথে সাথে কালবৈশাখী মেঘের মত বিভীষিকা রূপ ধারন করল ।
সাহেব মসজিদ থেকে এসে বললেন ,
পারভীন , জানো আজ ঈমাম সাহেব বললেন ,
" তার ছেলে যে বাসায় আরবী পড়ান সেই বিল্ডিং এর সানসেট থেকে কোরান হাদিসের অনেক বই পড়ে আছে শুনে সে নিয়ে আসলেন " ।
আওয়ামী সরকার কোরান হাদিসের বইকে জঙ্গি আর জেহাদের বই বলে এরেস্ট করে জেলে নিয়ে যায় তাই এই ব্যবস্থ্যা করছে অনেকেই । হয়ত আমরা জানি না বা শুনিনা ।
আপনারা শুনলে কি বলবেন তা আমি জানি না ।
আমার বুকটা ফেটে যাচ্ছে ।
আমরা এই কোন দেশে কেমন শাসকের আমলে এসেছি ঘরে কোরান ভয়ে রাখাতে পারছে না ।
কেন আল্লাহর বানী কোরান কে আর রাসুলের বানী হাদিস কে জঙ্গি জেহাদী বই বলে আমাদের কে ইসলাম থেকে দূরে সরায়ে দেওয়া হচ্ছে ।
আমাদের কাছে কোরান সুন্নাহ না থাকলে তো আমরা আবার অন্ধকারে হারিয়ে যাবো ।
কোরান হাদিসের জ্ঞান না থাকলে মুসলমানদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে ।
আর পারছি না ভাবতে ।
কোথায় হারিয়ে যাচ্ছি ? আল্লাহর আযাব কিয়ামাত ও জাহান্নাম এর আযাব কি খুব কাছে চলে এসেছে ?
মন্তব্য করতে লগইন করুন