বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ জানুয়ারি, ২০১৪, ১০:২১:২৮ রাত



বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।



আজ আমি আর আমার সাথে এক বোন অনেক দুরের একজায়গা থেকে আসার জন্য একটা CNG রওনা দিলাম ।

কিছু দূর আসার পরে ড্রাইবার বলেন ," আপা পুলিশ ধরলে বলবেন আপনারা মিটারে টাকা হিসাবে যাচ্ছেন । না হলে আমার ৫০০০ জরিমানা করবে " ।

আমি সাথে সাথে বললাম , ভাড়া ঠিক করার সময় তো এই কথা বলেন নাই । আমরা আপনার জন্য মিথ্যা বলতে পারব না ।

আমার সাথের আপা বললেন , মিথ্যা দিয়ে আর কত দেশটাকে ধ্বংস করবেন । সব জায়গায় সবাইকে দিয়ে মিথ্যা বলায়ে কি কাজ করাতে পারবেন ?

ড্রাইবার হঠাত CNG থামায়ে বলে , ভাড়া দিতে হবো না । আপনারা নেমে যান । আমি আপনাদের নেবো না ।

আপা কে বললাম, " আপা , আল্লাহর উপর ভরসা রেখে নামেন । আল্লাহর কাজে বের হয়েছি। আল্লাহ আমাদের সাথে আছেন । তাই আমাদের কিছুই হবে না ।"

আলহামদুলিল্লাহ ।দুই মিনিটের মধ্যেই একটা প্রাইভেট CNG এর ড্রাইবার এসে আমাদের কে বলে ,আপা আপনারা কোন দিকে যাবেন ? আমরা জায়গার নাম বলি । তিনি আমাদের নিয়ে আসলেন ।আমি পুর্বের CNG যেই দামে ভাড়া করি তাই দিতে গেলে তিনি তা থেকেও কম রাখলেন । কারন উনার হিসাবে এই দুরুত্বে এতো বেশি নয় ভাড়া । আমি অভাক হয়ে গেলাম আর ভাবলাম , বাংলাদেশে এখন ভালো লোক আছেন ।

আরো ভাবলাম আমরা মানুষ আর শয়তান আমাদের চিরশত্রু। সে চাইবে আমাদের কে দুনিয়ার মোহে ফেলে দিতে।কিন্তু দুনিয়াতে পাবার মত কিছুই নেই আবার হারাবার মত কিছুই নেই। বরং এই মোহে পড়লে আমার আখিরাত টা বরবাদ হয়ে যাবে ।

আল্লাহর রাসুল সাঃ এর জীবন মুসাফিরের চেয়ে গরীব ছিলেন।আর আমরা উনার উম্মত হয়ে এত সুখে থেকেও আরো আরো চাই ।ক্ষমতার দাপট, লুটপাট ছিনতাই আত্মসাত করে সম্পদের পাহাড় গড়ি । কিন্তু যাবার বেলায় সাদা ৫টুকরা কাপড় আর দুনিয়ার জীবনের রেজাল্ট কার্ড টা ছাড়া আর কিছুই যাবে না। তার পরেও আমাদের আখিরাতের কথা মনে আসে না ।

আল্ললাহ মাফ করুন।

আমরা কি নিজের চাইতে আল্লাহ ও রাসুল সা কে ভালবেসে উনার মত নিজেকে উদার করে রাখতে অসুবিধা কোথায়? যিনি নিজের কষ্টেও হাসতেন কিন্তু উম্মতের কষ্টে কান্দতেন।

আমি বড় গুনাগার ও অনেক দুর্বল ঈমানের এক আল্লাহর বান্দী । তাও আল্লাহ কে রহমানুর রাহিম নামের গুনের উপর ভরসা রেখে আর গুনাহ ক্ষমাকারী হিসাবে আবদার করে বলছি , " তিনি যেন আমাকে আপনাদেরকে আমাদের সবার মা বাবা কে ও সকল মুমিন মুমেনাকে ক্ষমা করে দিন । আমাদের সবাইকে হেদায়াতের পথে চলে ইকামতে দ্বীনের কাজ করার মত ঈমানী এলেমী ও আমোলী হওয়ার তাওফিক দান করেন ।

আমিন । সুম্মা আমিন

বিষয়: বিবিধ

২৭৭২ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162567
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৮
জিনিয়াস লিখেছেন : কিন্তু ঐ প্রাইভেট সিএনজিওয়ালাও পুরাই বাটপার। কারণ যাত্রী বহন করার অধিকার তার নেই। আর যা পেয়েছে তাই লাভ।
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
116880
সত্যলিখন লিখেছেন : আপনার ধারনা ভুলও হতে পারে । কারন আমার বাসার সামনের বাসার ভাইয়ের একটা প্রাইভেট সিএনজি আছে । অনাদের অফিস টাইম আর বাচ্ছাদের স্কুলে আনা নেওয়ার সময় ছাড়া ড্রাইবার নিজের মাসিক বেতন ও তেল গ্যাস এর টাকা সে ভাড়ায় চালায়ে তুলে নিবে। অফিস ও স্কুল বন্ধের দিনও সে ভাড়ায় চালাতে পারবে । অন্যকে খারাপ টা না ভেবে ভাল করে ভাবা সহজ ।
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:০৮
116905
সাদাচোখে লিখেছেন : সত্যলিখন - প্রাইভেট সিএনজি মানে - আইনগতভাবে তিনি পাবলিক কে পরিবহন করতে পারবেন না। তিনি শুধু বিনা টাকায় ঐ সিএনজির মালিক ও তার আত্মীয় স্বজনকে একটি প্রাইভেট গাড়ীর ন্যায় পরিবহন করতে পারবেন। এর বাহিরে পাবলিককে পরিবহন করলে তা আইনগতভাবে হবে অবৈধ।

এখানে বিষয়টি হল - আপনার বর্নিত সিএনজি চালক আপনার সাথে পারস্পরিক ট্রান্জেকশানে ইনসাফ করেছেন - সুযোগ পেয়েও অতিরিক্ত টাকা নেয়নি। সে জন্য তিনি বাহাবা পাবেন।

সত্যি কথা হল - বাংলাদেশ এর রাষ্ট্রনায়কেরা জ্যামিতিক হারে নিজেরা নিজেদেরকে এবং সে সাথে আম জনতাকে আইয়ামে জাহেলিয়াত এর লেভেল এ নামিয়ে নিয়েছে এবং নিচ্ছে। এর মধ্যে যখন আপনি কিংবা আমি এক দুজনের মধ্যে তথাকথিত কিছু সাধুতা দেখি তখন একেবারে বিগলিত হয়ে পড়ি। মূলতঃ আমরা সকলে ঐ দেশটার ভিতর জেনে কিংবা না জেনে আকন্ঠ অন্যায়ের মধ্যে ডুবে আছি এবং উদ্ধারের কোন মত ও পথ ও দেখতে পাচ্ছিনা।
162583
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৬
তায়িফ লিখেছেন : জিনিয়াস লিখেছেন : কিন্তু ঐ প্রাইভেট সিএনজিওয়ালাও পুরাই বাটপার। কারণ যাত্রী বহন করার অধিকার তার নেই। আর যা পেয়েছে তাই লাভ।
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:২২
116884
সত্যলিখন লিখেছেন : আপনার ধারনা ভুলও হতে পারে । কারন আমার বাসার সামনের বাসার ভাইয়ের একটা প্রাইভেট সিএনজি আছে । অনাদের অফিস টাইম আর বাচ্ছাদের স্কুলে আনা নেওয়ার সময় ছাড়া ড্রাইবার নিজের মাসিক বেতন ও তেল গ্যাস এর টাকা সে ভাড়ায় চালায়ে তুলে নিবে। অফিস ও স্কুল বন্ধের দিনও সে ভাড়ায় চালাতে পারবে । অন্যকে খারাপ টা না ভেবে ভাল করে ভাবা সহজ ।
162585
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৩
ভিশু লিখেছেন : এ ধরনের প্রতিবাদ এবং সম্ভবপর তাৎক্ষণিক সব পদক্ষেপের পক্ষে আমি! তবে এজন্য দরকার সাহস, বুদ্ধিমত্তা, দৃঢ়তা এবং সুন্দর কৌশল(তবে ছল-চাতুরি নয়)! খুব ভালো করেছেন! ধন্যবাদ আপনাকে!
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
117071
সত্যলিখন লিখেছেন : আমি আপনার সাথে একমত ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৩
125367
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
162596
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৭
শর্থহীন লিখেছেন : বাংলাদেশে এত বড় বড় দুর্নিতি বাজ থাকলে অন্যদের সাহায্য করে যদি কিছু আয় করে এতে দোষের কিছু নাই -- বড় কথা সে যে মানবতার সাহায্যে এগিয়ে এসে নিতীর
আমি পুর্বের CNG যেই দামে ভাড়া করি তাই দিতে গেলে তিনি তা থেকেও কম রাখলেন । কারন উনার হিসাবে এই দুরুত্বে এতো বেশি নয় ভাড়া ।
কিছুটা হলেও অবদান রেখেছে এটাই বড় কথা --

বিষয় টি শেয়ার করার জন্য ধন্যবাদ--
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
117072
সত্যলিখন লিখেছেন : বড় লোকদের চেয়ে গরিবের নৈতিকতা অনেক বেশি ভাল ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
125368
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
162599
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১১:৪৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভাই কথাটি যদি ও সত্যি কিন্তু তারপর ওবলবো ভালো মানুষের সংখ্যা খুবই কমে যাচ্ছে। দেশে গেলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় এত ঠকি যে ঘেন্না এসে যায়।
১৫ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৩
117073
সত্যলিখন লিখেছেন : ভাল মানুষের পেটে সরকার যে ভাবে লাথি মারছে তাতে ভাল মানুষ পাব কোথায় ?
162611
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১২:২০
দ্য স্লেভ লিখেছেন : ভাল লাগল। ভাল মন্দ দুরকমই আছে। অনেকে এমন আছে যারা পরিস্থিতির জন্যে অন্যায় করছে,আবার তার জন্যে ভেতর থেকে একটি বাধাও আছে। সিস্টেমের পরিবর্তন হলে এরা দ্রুত নিজেদেরকে শুধরে নিতে পারে। কিন্তু সমাজের মাথায় পচন হলে নীচের দিকে মেরামত করে ফল পাওয়া যায় না। মেশিনে গলদ থাকলে প্রডাক্ট পরিবর্তন তেমন ফলপ্রসু হয়না। তবে হতাশ হওয়া যাবেনা। যাইহোক সত্য বলতে হবে,এর বিকল্প নেই। এতে ক্ষতি হলেও এর মধ্যে কল্যান রয়েছে
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৩
117263
সত্যলিখন লিখেছেন : সহমত ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
125369
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
162612
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১২:২১
মারজান বিন ছনা লিখেছেন : আমীন।
Good Luck ধন্যবাদ
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৪
117264
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying Good Luck Good Luck Good Luck
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
125370
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
162613
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১২:২২
বিদ্যালো১ লিখেছেন : hmm. akhono kichu oboshishto ache. agamite arro barbe In Shakil Allah.
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৪
117265
সত্যলিখন লিখেছেন : তাই যেন হয় ।Praying Praying Praying
162616
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩২
আলোর আভা লিখেছেন : ভাল লোক আছে বলেই দুনিয়া টিকে আছে তবে দিনে দিনে ভাল লোকের সংখ্যা কমে যাচ্ছে ।ধন্যবাদ আপু ।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:০৯
117267
সত্যলিখন লিখেছেন : ইসলাম এর আলোর আভা আছে বলেই ভালো মানুষ আছে ।
১০
162653
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:১৩
রাইয়ান লিখেছেন : বাংলাদেশে ভালো লোক এখনো আছে বলেই এত সব কুফরী ও মুনাফিকী থাকা সত্বেও আল্লাহ তার রহমের দৃষ্টি এই দেশটা থেকে তুলে নিচ্ছেননা , দেশটা চলছে এখনো ৷ কিন্তু এই দেশে ভালো মানুষের কোনো কদর তো নেইই , পদে পদে তাদের মুখোমুখি হতে হয় লাঞ্ছনা আর অপমানের ৷ এই অবস্থায় কতদিন এখানে ভালো মানুষ তৈরী হবে , আল্লাহই জানেন !
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:১১
117268
সত্যলিখন লিখেছেন : এই দেশে ভাল মানুষ এর কদর আছে জীবিত থাকতে জেলে আর মরে গেলে নেটে ।
০১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৩৪
125371
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।এই লিংকের পোস্ট টি পড়ে দেখুন http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/2662/sottolikhon/37581#.Uuy3Lvus-1u
১১
162692
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
ইমরান ভাই লিখেছেন : আপা আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনার লেখা পরলাম। খুব ভালো লাগলো।

আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন,
"ইয়া আইয়ুহাল লাজিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদিদা"
অর্থঃ হে ইমানদারগন তোমরা আল্লাহকে ভয় করো ও সদা সত্য কথা বলো
(সুরা তওবা আয়াত ১১৯)

এখানে আমাদের আসল শিক্ষা রয়েছে যদি আমরা অনুধাবন করতে পারি।

এছারাও রসুল (সা) বলেছেন মুনাফিকের লক্ষন ৩ টি তার মধ্যে একটি হলো "কথা বললে মিথ্যা বলে" (বুখারী হা/৩৩/৩৪)

জাজাকাল্লাহু খাইরান সুন্দর অনুপ্রেরনা মূলক ঘটনা শেয়ার করার জন্য।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:২২
117270
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু । আপনাদের মত জ্ঞানীদের ভিড়ে অনেক সময় ডুকার সাহস পাই না । তাই পথের পাশের দূর্বাঘাসের ডগার এক ফোটা শিশিরের মত কিছুক্ষন থেকে জ্ঞানের প্রখরতায় হারিয়ে যাই ।
হিরা মানিক মুক্তার চেয়েও আপনার মুল্যবান মন্তব্য নিয়ে আমার মত নগন্যবান্দীর ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দুনিয়া ও আখিরাতে দান করুন ।Praying Praying Praying
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৯
117326
ইমরান ভাই লিখেছেন : আপনার শুকরিয়ার জন্য ধন্যবাদ ...Happy Happy
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:০০
117327
ইমরান ভাই লিখেছেন : আলহামদুলিল্লাহ আপনার শুকরিয়ার জন্য ধন্যবাদ ...Happy Happy
১২
162721
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২০
সিটিজি৪বিডি লিখেছেন : বাংলাদেশে খারাপ লোকের চাইতে ভাল লোকের সংখ্যা অনেক বেশী। গ্রামের কৃষক-কৃষাণীরা হচ্ছে ভাল লোক। তাদের কোন লোভ লালসা নেই।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৪
117271
সত্যলিখন লিখেছেন : ১০০% খাটি কথা বলেছ । কাদা মাটির মত কমল তাদের মন ।
১৩
162790
১৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১০
আবু আশফাক লিখেছেন : আলোর আভা লিখেছেন : ভাল লোক আছে বলেই দুনিয়া টিকে আছে তবে দিনে দিনে ভাল লোকের সংখ্যা কমে যাচ্ছে ।
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:২৬
117274
সত্যলিখন লিখেছেন : এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই ।মানুষ নামের মানুষ আছে । দুনিয়া কোথায় ?
১৪
163045
১৬ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৮
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাল লোক তো আছেই, নইলে কবে এই দেশ নিশ্চিহ্ন হয়ে যেত! কিন্তু কতদিন থাকবে সেটাই প্রশ্ন আপা Yawn Yawn
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০১:৫২
117951
সত্যলিখন লিখেছেন : আজ একটা খবর শুনে খুব খারাপ লাগছিলো ।
হৃদয়ের আকাশের খন্ড খন্ড মেঘ গুলো একটা ধমকা খবর শুনার সাথে সাথে কালবৈশাখী মেঘের মত বিভীষিকা রূপ ধারন করল ।
সাহেব মসজিদ থেকে এসে বললেন ,
পারভীন , জানো আজ ঈমাম সাহেব বললেন ,
" তার ছেলে যে বাসায় আরবী পড়ান সেই বিল্ডিং এর সানসেট থেকে কোরান হাদিসের অনেক বই পড়ে আছে শুনে সে নিয়ে আসলেন " ।
আওয়ামী সরকার কোরান হাদিসের বইকে জঙ্গি আর জেহাদের বই বলে এরেস্ট করে জেলে নিয়ে যায় তাই এই ব্যবস্থ্যা করছে অনেকেই । হয়ত আমরা জানি না বা শুনিনা ।
আপনারা শুনলে কি বলবেন তা আমি জানি না ।
আমার বুকটা ফেটে যাচ্ছে ।
আমরা এই কোন দেশে কেমন শাসকের আমলে এসেছি ঘরে কোরান ভয়ে রাখাতে পারছে না ।
কেন আল্লাহর বানী কোরান কে আর রাসুলের বানী হাদিস কে জঙ্গি জেহাদী বই বলে আমাদের কে ইসলাম থেকে দূরে সরায়ে দেওয়া হচ্ছে ।
আমাদের কাছে কোরান সুন্নাহ না থাকলে তো আমরা আবার অন্ধকারে হারিয়ে যাবো ।
কোরান হাদিসের জ্ঞান না থাকলে মুসলমানদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে ।
আর পারছি না ভাবতে ।
কোথায় হারিয়ে যাচ্ছি ? আল্লাহর আযাব কিয়ামাত ও জাহান্নাম এর আযাব কি খুব কাছে চলে এসেছে ?
১৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৬
117996
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপা, মনে হয় তাই Yawn Yawn Yawn

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File