রাত ১২ টায় ফাসি কার্যকর করা হবে ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১০ ডিসেম্বর, ২০১৩, ০৭:১৪:২৩ সন্ধ্যা



আল্লাহ মাফ করে দেন ।

আজ রাত ৮ টার মধ্যে জনাব আব্দুল কাদের মোল্লার পরিবার কে দেখা করতে বলেছেন কারাকতৃপক্ষ।

রাত ১২ টায় ফাসি কার্যকর করা হবে ।

দেশ টিভি ।

রিভিউ পিটিশনের আইনী সুযোগ আব্দুল কাদের

মোল্লাকে দেয়া হচ্ছেনা।

কারাপ্রধান আব্দুল কাদের মোল্লার পরিবারকে কিছুক্ষণ

আগে একটি জরুরী চিঠি পাঠিয়ে রাত ৮ টার

মধ্যে দেখা করতে বলেছে।। আজ রাতেই ফাঁসি দেয়ার

সকল বন্দোবস্ত করা হয়েছে।

কারাগারে চারিদিকে র্যাব-পুলিশ বাড়ানো হয়েছে কিছু

আগে, সাংবাদিকরা জড়ো হয়েছেন সেখানে।

এই জঘন্য হত্যাকান্ড যদি ঘটানো হয়, জনগন প্রস্তত

রয়েছে....অভাবনীয় অনিশ্চিত পরিস্থিতির

তৈরী হবে যার মাধ্যমে দেশ একটি চরম অনিশ্চয়তার

দিকে যাবে। হত্যাকান্ডে সংশ্লিষ্ঠ সকলের

দুনিয়াতে এবং আখেরাতে চরম প্রায়শ্চিত্য

করতে হবে ইনশাল্লাহ।

দেশের সবাই অন্ধ, ও বিবেকহীন কাপুরুষ নন।

আমরা আশা করবো মানুষের জীবন নিয়ে এই

ছিনিমিনি খেলা আওয়ামী সরকার বন্ধ করবেন।

নাহলে বর্তমান ও ভবিষ্যতের আওয়ামী প্রজন্মের

দূর্ভোগের জন্য এই সরকারই দায়ী থাকবেন।

সরকার তার এ অন্যায় আচরনের মধ্য দিয়ে আইন

আদালতকে ভুলুন্ঠিত করে দিতে যাচ্ছে।

ইয়া আল্লাহ, তোমার মজলুম এ বান্দাকে তুমি রক্ষা কর।

আমীন।

অনেক বলেছি- আমি আর কথা বলতে পারছি না। ইয়‍া আল্লাহ মজলুমের ফরিয়াদ আপনি শুনেন। আপনি মজলুমকে গায়েবী সাহায্য করেন।

বিষয়: বিবিধ

১৩৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File