মা সন্তানের মৃত্যুর ভয়াবহ খবর শুনে বললেন, সামান্য একটু কথা-
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ নভেম্বর, ২০১৩, ০৭:০৯:৫৮ সন্ধ্যা
বিখ্যাত মহিলা সাহাবী হযরত উম্মে উমারা (রাঃ) এর
সন্তান হাবীব ইবনে যায়েদ (রাঃ)।
রাসূলুল্লাহ (সাঃ)
তাঁকে দূত হিসেবে পাঠান ভণ্ড নবী মুসাইলামাতুল কাযযাব
এর নিকট......
মুসাইলামা বিশ্বাসঘাতকতা করে হাবীব (রাঃ)
কে এমন নিষ্ঠুরতার সাথে হত্যা করে
যা শুনলে লোম শিউরে উঠে।
ঘটনাটি ছিল এ রকম, মুসাইলামা প্রথমেই হাবীব (রাঃ)
কে বন্দী করে জিজ্ঞাসা করে-
-তুমি কি সাক্ষ্য দাও যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল?
-হ্যাঁ।
-তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল?
-আমি শুনতে পাচ্ছি না, কী বলছ?
মুসাইলামা তার ডান হাত কেটে দিল......
এভাবেই সে বারবার একই প্রশ্ন করতে থাকল আর হাবীব
(রাঃ) একই উত্তর দিতে থাকলেন।
প্রত্যেকবার উত্তরের
পর পাষণ্ড তাঁর এক একটি অঙ্গ কেটে ফেলছিল।
দুই হাত দুই পা কেটে ফেলার পরও তাঁর অবিচলতা দেখে মিথ্যুক মুসাইলামা তাঁর জিহ্বা কেটে আবার জিজ্ঞাসা করল-
তুমি কি আমাকে আল্লাহররাসূল বলে বিশ্বাস কর?
হাবীব ইবনে যায়েদ (রাঃ) দৃঢ়তার সাথে মাথা নেড়ে অস্বীকার
করলেন ভণ্ড নবীর নবুওয়াতের দাবীকে।
পাষাণ গলে যাবে, এমন একটি কঠিন যন্ত্রণা সহ্য করেও অটল, অনড় ঈমান নিয়ে অবশেষে তিনি প্রান ত্যাগ করলেন।
ইন্না...লিল্লা...হি ওয়া ইন্না...ইলাইহি রা..জিউ..ন।
তাঁর মার কাছে তার সন্তানের মৃত্যুর ভয়াবহ খবর
পৌঁছানো হলো। তিনি সব শুনে কিছু বললেন না।
বললেন
সামান্য একটু কথা-
"এমন এক ভূমিকার জন্যই আমি তাকে গড়েছিলাম,
আমি আল্লাহর ফয়সালায় তুষ্ট, আমি প্রতিদান চাই তাঁর
কাছেই। শৈশবে সে 'আকাবার রাতে' শপথ নিয়েছিল প্রিয়
নবীজীর হাতে। অনেক বড় হয়ে আজ সে সেই অঙ্গীকারের
পূর্ণাঙ্গ বাস্তবায়ন ঘটিয়েছে।"
..........." যে ব্যক্তি আল্লার উপর ভরসা
করে তাঁর জন্য আল্লাহই যথেষ্ট "
__সূরা আত-তালাক, ৩
“নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।”
[আল বাকারা:২২২]
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।
আমি তার-ই উপর ভরসা করি এবং তিনি মহান আরশের অধিপতি।
[আল কুরআনঃ সূরা তাওবা-১২৯]
"সিংহের মাথার ওপর আজ বিড়ালেরা খেলা করছে।
কিন্তু দূর্ভাগ্য মুসলমান জাতি, শাহাদাতের
তামান্না ভুলে গিয়ে তাসবীহ দানার মধ্যে জান্নাত খুঁজতেছে।"
[আল্লামা ইকবাল]
বিষয়: বিবিধ
১৮৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন