আমরা কখন কি বলব ?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৬ নভেম্বর, ২০১৩, ১১:০২:১৫ রাত
আমরা কখন কি বলব ?
আমার প্রভু রাহমানুর রাহিম ১৪৩৪ বছর আগেই আমার মনের সব কথার উত্তর তৈরি করে রেখেছেন ? প্রমান চান ?
দেখুন আর বলুন আপনি কি আমার সাথে একমত ?
যখন আমরা আল্লাহর কাছে লজ্জিত পাপী অপরাধী হয়ে বলি,"আমি বড় গুনাগার আমার গুনাহ বেশুমার , কেমনে হবো দু'জাহানে পার ?"
তখন আমার একমাত্র ক্ষমাকারী আল্লাহ বলেনঃ
"তবে একথা জেনে রাখো, আল্লাহর কাছে তাওবা কবুল হবার অধিকার এক মাত্র তারাই লাভ করে যারা অজ্ঞতার কারণে কোন খারপ কাজ করে বসে এবং তারপর অতি দ্রুত তাওবা করে ৷ এ ধরনের লোকদের প্রতি আল্লাহ আবার তাঁর অনুগ্রহের দৃষ্টি নিবন্ধ করেন এবং আল্লাহ সমস্ত বিষয়ের খবর রাখেন, তিনি জ্ঞানী ও সর্বজ্ঞ৷" সুরা নিসা ১৭
“আর আল্লাহ ব্যতীত পাপসমূহের ক্ষমাকারী কেই বা আছে?” [সূরা আলে ইমরান ১৩৫]
যখন আমাদের খুব কাছের আমাদের কে কেউ একা ফেলে চলে যায় ও প্রিয় ব্যক্তিরা ভুলে যায় । তখন মনে হয় আমার চেয়ে একা আর অসহায় আর কেউই নেই ।
তখনি আমার দয়াময় আল্লাহ বলেনঃ
“কাজেই তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদেরকে স্মরম করবো।”
[সূরা বাক্বারা ১৫২]
আমরা যখন নানা রকম এর অনেক সমস্যার আর অনেক বিপদাপদের মধ্যে আছি অস্থির ও ভারাক্লান্ত হৃদয়ে নেতিয়ে পড়ি । মনে হয় যেন আল্লাহ কে ডাকা শক্তিও পাচ্ছি না ।
তখন মেহেরবান আল্লাহ বলেনঃ
“যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে তাকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দেবেন।” [সূরা আত-ত্বালাক ২]
আমরা আমাদের অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা যা আমরা বাস্তবায়নের জন্য পেরেশান হয়ে পড়ি । মনে হয় কেউ যদি একজন এসে আমার পাশে শক্ত ভাবে আগলিয়ে ধরত ।
তখন আমার অন্তরযামী আল্লাহ বলেনঃ
“তোমরা আমাকে ডাক, আমি (তোমাদের) ডাকে সাড়া দেব।” [সূরা আল মু’মিন]
সুবহানাল্লাহ! আলহামদুলিল্লাহ এর পরেও কি আমরা আল্লাহ হতে মুখ ফিরিয়ে থাকব?
আসুন আমরা সবাই বলি
আল্লাহ আমার প্রভু তাই কোরান আমার জীবন বিধান
রাসুল সাঃ আমার আদর্শ শিক্ষক
ইসলাম আমার ধর্ম
কলেমা আমার মাথার তাজ
মুসলিম আমার পরিচয়, তাই আমার নেহি নেহি ভয় ।
তাই নির্ভয়ে জান মাল জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিলাম ।কবুল করে নিও হে সর্বশক্তিমান!
সুবহানয়াল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আপনি কি আমার সাথে একমত img]http://www.bdtomorrow.com/blog/bloggeruploadedimage/sottolikhon/1383759467.jpg[/img
বিষয়: বিবিধ
৪৬২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন