মিসরের এই ছোট বালকটির নাম শরীফ মুসতফা।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ নভেম্বর, ২০১৩, ০৭:৩৩:২১ সকাল
মিসরের এই ছোট বালকটির নাম
শরীফ মুসতফা
বয়স যখন মাত্র ৭ তখন
থেকেই শুরু এসব অলৌকিক কান্ড ঘটনা।
মাত্র তিন মাসে পবিত্র কুরআনের ৩০
পারা মুখস্ত করে ফেলে এই শিশু।
তারপর ! মাত্র ৪০ দিনে সে মুখস্ত
করে ফেলে বুখারী শরীফ, মুসলিম
শরীফসহ আরও কয়েকটি হাদীসের
প্রামাণ্য গ্রন্থের ১১ হাজার হাদীস।
আরবী ব্যাকরণ শাস্ত্রের জটিল কিছু
গ্রন্থও সে তার ভেতর আয়ত্ত
করে নেয়। এসবের মধ্যে উল্লেখ্য-
তুহফাতুল আতফাল, মাতনুল জাযরী,
শাতেবী, দুররাহ, আলফিয়া ইবনে মালিক
ইত্যাদী।
এখানেই শেষ নয়, সে তারপর
মুখস্ত করে ফেলেছেন পবিত্র কুরআনের
বৃহৎ তাফসীর তাফসীরে জালালাইনের
প্রতিটি লাইন ও শব্দ। কুরআন শরীফের
এ বিস্ময়কর ধারক শিশুটি শুধু এক
কেরাতে নয়, পুরো কুরআন শরীফকে ১০
টি কেরাতে পড়ার পদ্ধতি সে আয়ত্ত
করে ফেলেছে মাত্র ৬ মাসে।
কোথাও
প্রতিযোগিতা হলেই সে হাজির
এবং প্রথম স্থান কেড়ে নিয়েই
তবে সে বাড়িতে ফিরে আসে।
এ পর্যন্ত তার কাছে জমেছে মিশরের
স্বনামধন্য আল আযহার বিশ্ববিদ্যালয়
এবং ওয়াকফ মন্ত্রণালয়েরসহ
প্রায় ৭৫ টি সার্টিফিকেট।
তার এমন
অভূতপূর্ব মেধা দেখে আরব ও মুসলিম
বিশ্বের বেশ কয়েকটি দেশ
তাকে পুরস্কার ও সম্মান জানিয়েছে।
এখন সে তার এলাকা এবং মিসরের
বিভিন্ন মসজিদে কুরআন ও ক্বেরাত
সংক্রান্ত নানা বিষয়ে মানুষকে দ্বীন
শেখায়।
অবিশ্বাস্য অকল্পনিয় স্মরণশক্তিসম্পন্ন
কূরআনের এ বিস্ময়কর প্রতিভাকে আল্লাহ তায়ালাই
পাঠিয়েছেন কূরআন হাদিসের আলো ছড়িয়ে দেবার জন্য
সারা পৃথিবীময়। ইসলামের আলো ছড়াতেই যে তার জন্ম।
আল্লাহ তায়ালা ইসলামের প্রচারের এই আলৌকিক
বালককে হায়াত দারাজ করুন,
আল্লাহ পাক তাকে দীর্ঘজীবি করুন। {আমিন}
—
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন