তোমার সৃষ্টি থেকে শিক্ষা দাও হে জ্ঞান অধিপতি!
লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩১ অক্টোবর, ২০১৩, ০৯:৩৩:৪৬ সকাল
তোমার সৃষ্টি থেকে শিক্ষা দাও হে জ্ঞান অধিপতি!
হে প্রভু দয়াময়! শোন আমার ফরিহাদ,
তোমার সৃষ্টি থেকে শিক্ষা দাও হে জ্ঞান অধিপতি!
তা হলে হবে না আমার দু,জাহানে কোণ ক্ষতি ।
আকাশ থেকে নিয়ে দাও তার সমস্ত বিশালতা,
উত্তাল সমুদ্র বলে ,ঝেড়ে ফেল হৃদয়ের ক্ষুদ্রতা।
বটতলার বটবৃক্ষ ছায়া শেখায় আমায় উদারতা,
ফলজ বৃক্ষ বলে সেজদা কর প্রভুর তরে সকল সফলতায়,
সুউচ্চ ঐ পাহাড় ডাকে তার থেকে নিতে দৃঢ়তা,
পানি পান করতে চাইলে সে প্রশ্ন করে ,
আমি নিতে পেরেছি কি তার থেকে সহিষ্ণতা?
অপরূপ প্রকৃতির দিকে তাকালে সে বলে,
হৃদয়ের সব আবর্জনা সরায়ে আমার থেকে নাও সৌন্দর্যতা।
ফুলের ঘ্রান নিতে গেলে সে প্রশ্ন করে
নিজেকে বিলিয়ে দিতে পেরেছো কি পরের তরে?
পূর্নিমার চাদ হেসে বলে নিবে কি আমার স্নিগ্ধতা?
ভোরের সূর্য উকি দিয়ে বলে হতে হবে নিরপেক্ষতা।
ভোরের পাখি বলে আমার আগে উঠে ডাকো তোমার প্রভুরে।
মৌমাছি গুন গুন করে বলে শিখে নাও নিয়ম শৃংখলা
পিপিলিকা বলে অসাধ্যকে সাধন করতে পারবে একাই।
উড়ন্ত পাখি বলে তার মত আল্লাহর উপর ভরসা রাখতে।
আকাশের মেঘ বলে ক্রন্দনে পাবে তোমার প্রভুর ক্ষমা।
রংধনু প্রশ্ন করে, সৃষ্টিকর্তার রঙ্গে রাঙ্গাতে পেরেছো কি তোমারে?
দুর্বাঘাসে পা দিলেই সে বলে, নমনীয়তা নিবে কি আমার থেকে ?
শীতের শিশির বিন্দু আমার অস্বচ্ছ মনটা ধুয়ে দেয় স্বচ্ছতা।
পৃথিবী বলে আমার ছলনায় পড়ে হারাবে কি তোমার পরকাল?
মাটি বলে আমার কোলে এসেই ঘুমিয়ে থাকবে তুমি অনন্তকাল।
হে মহিয়ান , তুমিই শুধু দিতে পার আমায় সমস্ত কল্যান
এই অজ্ঞকে তুমিই ক্ষমা করে দিতে পারো পাপ থেকে পরিত্রান।।
বিষয়: বিবিধ
১৯০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন