হয়ত রাস্তার ডানে না হয় বামে চলে যান । মাঝখানে থাকার সময় আর নেই ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৫ অক্টোবর, ২০১৩, ০৪:৫৯:১২ বিকাল
আসসালামুয়ালাইকুম ।
যাদের কে এখন নেটে দেখা যাচ্ছে তাদের মধ্যে যদি প্রাবাসী হোন তা হলে কিছু বলব না ।শুধু বলব আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান । আর যদি মেয়ে হোন তা হলে বলব , আপনার বাসার বাবা , ভাই , স্বামী ও সন্তান দের ময়দানে পাঠান না যেতে চাইলে উঠসাহী করুন । যাদের বাবা , ভাই , স্বামী ও সন্তানরা ময়দানে আছেন তাদের জন্য ও সারা বাংলাদেশের সকল দেশ প্রেমিক তৌহিদী জনতার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করুন ।
যারা নাস্তিক হিসাবে অবস্থ্যা পর্যবেক্ষন করছে তাদের ব্যাপারে আমার কিছুই বলার নেই । কারন তাদের পরিনতি ভোগ করার জন্য কঠোর শাস্তিদাতা আল্লাহই যথেষ্ট ।
সুবিধাভোগী মুনাফিক হলে আপনাকে বলব , ইসলাম বিদ্বষী , দেশ বিরোধী, ভারতের দালাল এই স্বৈরাচার জালিম সরকারের পতন এখন আল্লাহর সাহায্যে সামান্য সময়ের ব্যাপার । তাই সময় থাকতে এখনই তাওবা করে হয়ত রাস্তার ডানে না হয় বামে চলে যান । মাঝখানে থাকার সময় আর নেই । কারন জনবিছিন্ন ও গনবিরোধী বেসামাল আওয়ামী সরকারের বিরোদ্ধে জনগনের স্বতস্ফুর্ত বিক্ষোপ ঠেকাতে আজ সবাই সংঘবদ্ধ হয়েছে । তাই এখন আর সময়নষ্ট না করে দেশের কথা ভেবে ইসলাম রক্ষা সহ দেশের শান্তির জন্য নেমে পড়ূন । আল্লাহ সবাইকে এই পথের জন্য বাচাই করে নেন না ।তাই ঈমানের দাবী পুরনে আর বসে না থেকে বেরিয়ে পড়েন । আরনা হলে কঠিন শাস্তির মুকাবিলা করতে হবে ।
"আল্লাহর পথে জিহাদ করো যেমন জিহাদ করলে তার হক আদায় হয়৷ তিনি নিজের কাজের জন্য তোমাদেরকে বাছাই করে নিয়েছেন এবং দীনের ব্যাপারে তোমাদের ওপর কোনো সংকীর্ণতা আরোপ করেননি৷" সুরা হজ্জ
"তোমরা যদি না বের হও তাহলে আল্লাহ তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং তোমাদের জায়গায় আর একটি দলকে ওঠাবেন, আর তোমরা আল্লাহর কোন ক্ষতি করতে পারবে না৷ তিনি সব জিনিসের ওপর শক্তিশালী"৷ সুরা তাওবা
জান মাল ব্যবসা ব্যানিজ্য চাকরী বা সন্তানের সম্পদের ক্ষয় ক্ষতির ভয় পাচ্ছেন ? না তাও আল্লাহর হুকুম ছাড়া কিছুই হবে না ।বিপদ মৃতু বালা মসিবত কিছুই আল্লাহর হুকুম ছাড়া আসে না । পৃথিবীর কেউ আল্লাহ না চাইলে আপনার ক্ষতি করতে পারবে না ।আবার পৃথিবীর সবাই আপনার কল্যান চাইলেও আল্লাহ না চাইলে তা হবে না ।
"পৃথিবীতে এবং তোমাদের নিজেদের ওপর যেসব মুসিবত আসে তার একটিও এমন নয় যে, তাকে আমি সৃষ্টি করার পূর্বে একটি গ্রন্থে লিখে রাখিনি৷ এমনটি করা আল্লাহর জন্য খুবই সহজ কাজ৷" সুরা হাদীদ
মৃত্যু কে ভয় পাচ্ছেন । মরন আপনাকে ছাড়বে না । একদিন না হয় একদিন যেতেই হবে । তাই জিল্লতীর সাথে ইদুরের মত হাজার দিন বাচার চেয়ে মানস্নমান ও ইমানের সাথে সিংহের মত একদিন বাচা অনেক উত্তম।।
"কোন প্রাণীই আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না৷ মৃত্যুর সময় তো লেখা আছে৷"
আলে ইমরান
আজ স্বামী সন্তান সবাইকে ময়দানে বের করে দিয়ে একা আমি আর আল্লাহ ছাড়া আমার বাসায় কেউ নেই তখন স্বামী সন্তান এর ভালবাসা হারাবার ব্যাথায় দু'নয়নে ঘোর বর্ষা নেমে আসছিলো বার বার তখন কয়টা আয়াত মনে করেছি বার বার ঃ
"এর আগে এমন অনেক নবী চলে গেছে যাদের সাথে মিলে বহু আল্লাহ ওয়ালা লড়াই করেছে৷ আল্লাহর পথে তাদের ওপর যেসব বিপদ এসেছে তাতে তারা মনমরা ও হতাশ হয়নি, তারা দুর্বলতা দেখায়নি এবং তারা বাতিলের সামনে মাথা নত করে দেয়নি৷ এ ধরনের সবরকারীদেরকে আল্লাহ ভালবাসেন ৷" আলে ইমরান
" মনমরা হয়ো না, দুঃখ করো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হয়ে থাকো৷" আলে ইমরান
"বলো, আমার নামায, আমার ইবাদাতের সমস্ত অনুষ্ঠান, আমার জীবন ও মৃত্যু সবকিছু আল্লাহ রব্বুল আলামীনের জন্য, যার কোন শরীক নেই৷" সুরা আনআম
আমার লিখা যদি মনে করেন ইসলামের বিন্দু পরিমান কাজে লাগবে তা হলে আপনারা তা কপি পেস্ট বা শেয়ার যে যেই ভাবে পারেন অন্যদের মাঝে ছড়িয়ে দিন । কারন আমি লাইক বা বাহাবা পাবার জন্য কোন কাজ করি না । শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টি পেয়ে দুনিয়াতে জেনো আমরা সবাই দুনিয়াতে শান্তিতে আর আখিরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাই । আর আসর থেকে মাগরিবের দোয়া কবুল হয় । তাই এই সময়টা নিজের জন্য ,নিজের মা বাবার জন্য , দেশের জন্য ও দশের জন্য , সকম তৌহিদী জনতার জন্য আল্লাহর সাহায্য ও ক্ষমা পার্থনা করুন ।
হে প্রভু , আমাদের সকল চেষ্টা সাধনা ও অন্তরের বর্নবিহীন বেদনা সকল কিছু তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও । ময়দানে আমাদের প্রিয়জনদের তোমার প্রিয়দের কাতারে শামিল করে নাও। কাফের নাস্তিকদের মুকাবিলায় আমাদের কে ঈমানী আমোলী এলেমী যোগ্যতা দান করুন । ইসলাম বিদ্বেষী দের সকল যড়যন্ত্র মুকাবিলা করার শক্তি দাও। হে প্রভু , তোমাকে ও তোমার রাসুল সাঃ কে আমাদের স্বামীসন্তান দুনিয়াবী শুখ সম্পদ থেকে বেশি আপন মনে করে তাদের ময়দানে পাঠায়েছি তাই তুমি স্কল অবস্থ্যায় আমাদের ধৈর্য্য ধারন করার শক্তি দাও ।
আমিন আমিন সুম্মা আমিন ইয়া রাহমানুর রাহিম ।
বিষয়: বিবিধ
৩৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন